নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

শ্রুতি

২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪


ফিদেল ক্যাস্ট্রো কে একটি রাষ্ট্র ৬৩০ বার হত্যার চেষ্টা করে।
পত্রিকার এই শিরোনামের দিকে আমি তাকিয়ে থাকি।
আমার চোখ বলে এটাই সঠিক, আমি বলি, না। এ কী করে হয়!

হয়তো কিছু মানুষ থাকে যারা অবহেলা করে জীবনকে
হয়তো কিছু মানুষ উদাসীন থাকে বুলেটে। তারা বুলেট ও জীবনের জন্য তৈরি করে পৃথক আলয়।
শেষমেষ তারা মারা যায়। মরে শিখিয়ে দেয়, মৃত্যু এতো সহজ কিছু নয়।

আমি ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই।
ক্ষয়ে যাওয়া কসকো সাবানের মতো গতরাতের কোজাগরী চাঁদের অবশিষ্টাংশ এখনো রয়ে গেছে রৌদ্দুজ্জল আকাশে।
একটি অচেনা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায়।
সে ডাকে, তার মতো তার স্বরে।
আমি শুনি সে বলে, সব মানুষ মরে না।

আমার মাথায় কেবল ঘুরপাক খায় ৬৩০।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:০৩

বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.