নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

আমার কোনো বক্তব্য নেই

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪


জন্ম নিয়ন্ত্রনের পক্ষে বিপক্ষে আমর কোনো বক্তব্য নেই।
আপনাদের সামনে আজ আমি বরং জন্ম বিবর্তণ নিয়ে কথা বলি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আপনাদের নিশ্চয় মনে আছে, অন্তত
এর ওর মুখে খানিক শুনেছেন অনুমান করে নিতে পারি।
আপনারা জানেন এর আগে কোন প্রেক্ষাপটে জাতিপুঞ্জ খুন হয়েছিল।

১৯৪৫ সাল। আমার তখন মাত্র জন্ম
ম্যানহ্যাটানের অন্দরে হাঁটি হাঁটি পা পা অবস্থা।
আমার জনক রবার্ট ওপেন হাইমার আমার নাম দিয়েছিলেন-লিটল বয়।
আমার জন্ম ও বেড়ে ওঠাটাও ছিল খুবই গোপনে। এমন কী
মিত্রশক্তির সঙ্গপাঙ্গরাও আমাকে কল্পনা করেনি।

৬ আগস্ট, সকাল ৭:৪৫ মিনিট।
আমার একান্ত অনিচ্ছা সত্ত্বেও আমাকে এনোলা গে বি-২৯ বিমানে
তুলে দেয়া হলো। ট্রুম্যান, মাই লর্ড, পূর্বেই আমার কর্তব্য
স্থির করে দিয়েছিল।
জন্ম নিয়ন্ত্রনের পক্ষে বিপক্ষে আমার কোনো বক্তব্য নেই।

আপনারা জানেন, সেদিন সকালেই আমার ঊন্নাষিক তেজষ্ক্রিয়
লাভার নিচে চাপা পড়েছিল হিরোশিমা নগরী এবং ক্রেমলিনের
কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
...পক্ষে বিপক্ষে আমার কোনো বক্তব্য নেই।

লাভ ক্ষতির হিসেবে ফলাফল আপনাদের জানা আছে।
জাপানিজ সৈন্য ব্যারাকে কোরীয় যৌন দাসীদের অশ্রু
ইভাপোট্রান্সপিরেশনের ডেফিনেশন সেদিন ঠিক ঠিক মেনে চলেছে।
রঙ্গ ঘরে নীরব শব্দে কেঁদেছে যুবতির দেহ, মানুষের অধিকার।
আর এসব কিছুই ঘটেছিল আপনাদের যাদের চোখ আছে
তাদের চোখের সামনেই, টু শব্দটি কেউ করেননি।
আপনারা বিদ্বান, আপনারা এর সবই অবগত আছেন।

জন্ম বিবর্তনের পক্ষে বিপক্ষে আমার আর কোনো বক্তব্য নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: অভিনন্দন!!

শুভকামনা।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.