নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

আমি বেশ বদলে যাচ্ছি

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭

আমি বেশ বদলে যাচ্ছি। অনবরত।

আমার সেকালের ছবিগুলোর উপর হাত বুলাই
আর মনেমনে বলি,বেশ হতো যদি-
ছবিতে আমার বয়স আমার মতো ক্রমাগত
বাড়তে থাকতো। যেমন আমার মাথার চুলে
পাক ধরেছে। বেশ হতো যদি-
ছবির কালো চুলগুলো শুভ্রতায় ছেয়ে যেতো।

তাহলে ছবিগুলোকে পাশাপাশি সাজিয়ে আজ
কোনোভাবেই আমার ক্রমবিকাশিত মূর্তরূপ
তৈরি করা সম্ভব হতো না।
ফলে অতীত নিয়ে আমার কোনো খেদও থাকতো না।
অন্যকথায় আমার কোনো অতীত থাকতো না।
আমার বিবেচনায় সেটাই ভালো হতো।
যেমন আমার দেহজাত ছায়ার কোনো অতীত নেই
সে আমার সমান বুড়ো, প্রবাহিত আমার সমান।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: সময় দ্রুত চলে যায়। সব কিছু কি আর আগের মত থাকে।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রইলো। হায় সময়!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপনার লেখনী মুগ্ধ করা।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

বাগান বিলাস বলেছেন:
কৃতজ্ঞতা রইল। আপনাকে অনেক শুভকামনা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.