নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অর্থবছর

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০




বর্ষায় সাঁকোটা ভেঙে গেছে।
মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়ে বলেছিলেন
আগামী অর্থবছরে সংস্কার হবে।
তারপর
পার হলো
অনেক বছর।
অথচ প্রতিশ্রুত অর্থবছর
আর এলো না।

একটা ধর্তব্যহীন ফুটব্রিজের অভাবে
মুখ থুবড়ে পড়ে থাকল
আমাদের সব সংযোগ, সব ভালোবাসা।

তোমার আমার ভালোবাসার যাত্রাপথের
একমাত্র গুরুত্বপূর্ণ সাঁকোটা আর কখনও
সংস্কার হলো না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৪

জাহিদ অনিক বলেছেন:
হৃদয়ের সাঁকোটা থাকুক শক্ত;
এপাড় ওপাড়

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জাহিদ অনিক। আমার বিশ্বাস সাঁকোটা এবার মেরামত হবেই এবং পাড়াপাড়ে থাকবে না আর কোনো বাধা।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৩

মলাসইলমুইনা বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতা |ভালোবাসার কষ্টে রাজনীতি এসে মিশেছে ! নতুন ধরণের হয়েছে | ভেরি ইউনিক !

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন নিরন্তর।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

বাগান বিলাস বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.