নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

রোদ্দুর জমানো যায় না

০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪১



রোদ্দুর জমানো যায় না।
দুঃখের মতো বৃষ্টি সহজেই জমানো যায়।
আপনার কাছে একটি মাঝারি সাইজের দুঃখের নদী
থাকলে অনায়াসে তাতে বৃষ্টিকে জমাতে পারবেন।
কিন্তু রোদ্দুর... রোদ্দুর জমাতে হলে নিদেনপক্ষে
আপনার একটি সুখময় উন্মুক্ত আকাশ
অথবা সদাহাস্য একটি পর্বতমালার প্রয়োজন হবে।

একজন মানুষ সারা জীবন তার চোখে
নদীকে অহরহ বহন করে
সুতরাং উপযোজনে বৃষ্টির কোনোই সমস্যা হয় না।
কিন্তু রোদ্দুর এক হৃৎপিণ্ড সমান পর্বতমালা
অথবা এক চুম্বন সমান আকাশের অভাবে
বরাবরই পৃথিবী থেকে এর উৎসে প্রতিফলিত হয়।

দুঃখের মতো বৃষ্টি সহজেই জমানো যায়
রোদ্দুর কখনও জমানো যায় না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: রোদ্দুর জমানো না গেলেও অনুভব করা যায়। এ অনুভব কারো কাছে সুখের কারো কাছে দুঃখের।

কবিতার জন্য শুভেচ্ছা।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬

বাগান বিলাস বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।
আমার মনেহয় হাসি বা কান্না, সুখ বা দু:খ সবই আপেক্ষিক। আমাদের কখনও হাসতে ভালো লাগে। আবার কখনও নিশ্চিত দু:খ পাব জেনেও তার জন্য সাগ্রহে অপেক্ষা করি। ঋতুভেদে বৃষ্টি ও রোদের জন্য তিক্ততা বা আহূতি আমাদের জীবনের এক অতি সাধারণ ঘটনা।
তারপরও আমরা কেউ দু:খের পক্ষে কেউ সুখের পক্ষে।

কৃতজ্ঞতা রইল। ভালো থাকুন।

২| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: আমার অনেকদিনের আকাশ চাওয়া, আসবে ছুটে দখিন হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে...ফুটবে ফুল ফুটবে আমার সকল কাটা ধন্য করে ---

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

বাগান বিলাস বলেছেন: একগুচ্ছ ফুল আপনার সকল চাওয়াকে প্রাপ্তিতে পরিণত করুক। আসুক পূর্ণতা, আসুক আকাশ। সুগন্ধি দক্ষিণ হাওয়া নিয়ে আসুক এক মধুময় হৃদয়।

৩| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

তারেক ফাহিম বলেছেন: একজন মানুষ সারা জীবন তার চোখে
নদীকে অহরহ বহন করে


মানুষ অতি অানন্দেও কাঁদে, কাঁদতে গেলে কিন্তু আমার এই চোখ নদীকেই লাগে :D



০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:০৫

বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা জানুন।
নদীর বহুমাত্রিক ব্যবহারের কথা স্মরণ করে দেওয়ার জন্য।

৪| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মুক্তমনা অগ্রদূত বলেছেন: রোদ্দুর আর বৃষ্টির তুলনাটা ভালো লাগলো :)

৫| ০৮ ই মে, ২০১৮ সকাল ৭:৫৭

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.