নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

কখনো যাই না

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৫৮


আমি অনর্থক তোমার কাছে যাই না।
ঝরা পাতার কষ্টের শব্দ নিয়ে
ইচ্ছাকৃতভাবে হাজির হই না
তোমার বিচরিত ফুলেল বাগিচায়।
আমি খুব ভালো করে জানি
এতে তুমি কেবল বিব্রতই হবে।
জানি, তোমার জন্য নক্ষত্রের
আল্পনা হাতে ভিড় করে আছে
নগরশ্রেষ্ঠ অজস্র ভ্রমর।

.
ছাব্বিশ বছর আগে, আমি যখন
এক পূর্ণাঙ্গ যুবক সেসময় এক নিঃসঙ্গ
সাঁঝে তুমি আমাকে ডেকেছিলে,
হাত ইশারায়; চাম্বল গাছের
আড়াল থেকে, মনে আছে?
আমি যাইনি।
.

আমি কখনও যাইনি
ফাগুনের মন্দানিল বাতাসে
উড়ে তোমার কাছে,
নিশুতি রাতে।
আমি কখনও যাইনি
তোমার কাছে
সিগারেটের পোড়া ফিল্টারের
মতো আমার সঞ্চিত কষ্টের
চিতাভস্ম নিয়ে।
আমি কোনোকালেই ভালোবাসার
ফেস্টুন নিয়ে উপস্থিত হইনি
তোমার গ্রীবাতলে
চুম্বনের অবৈধ দাবি নিয়ে।
.

লাল গোলাপ, সাক্ষি থাকো।
এ কেবলি আমার প্রিয়তমাকে
ভালোবেসে না পাওয়ার
অর্বাচীন কষ্টগীত নয়।
এ কেবলি এক প্রণয়ভিখারির
অস্ফুট অভিমান নয়।
এ আমার নৈঃশব্দ্যের সুখ,
এ আমার আজীবনের দুঃখবিলাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.