নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন চাওয়ারে

১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৩১

জৈষ্ঠের খরতাপে,
গাঁ জ্বালা গরমে,
ঠান্ডা হওয়া চাই,
চাই থাকতে আরামে ।
হাত তুলে মুনাজাত,
করি তার বরাবর
হে আল্লাহ! বারি দেও,
ঠান্ডা কর ঘর ।
অবশেষে এলো মেঘ,
হলো ঝড়ো বৃষ্টি,
আমি বলি হায়! হায়!
একি অনাসৃষ্টি ।
এখন নয়, এখন নয়,
হোক কিছু পড়ে যে,
হোণ্ডায় আমি আছি,
কাক ভেজা হবো যে ।
মেয়ে আমার সাথে তো,
পরীক্ষা আছে আজ
রেইন কোট ঘরে হায়,
দেরি তো নাহি সাধ ।
আল্লাহ গো রহম করো,
কিছুক্ষনের জন্য
কৃতার্থ হবো যে,
হবো খুবই ধন্য ।
বৃষ্টি যে রহমত
বৃষ্টি যে শান্তি ,
তারপরও করি মানা,
করি আমি মিনতি ।
নিজের তরে চাওয়া শুধু,
আর সব দূরে যে
এ কেমন মানুষ আমি,
এ কেমন চাওয়া রে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.