নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

খাদ্য আমদানী

০১ লা জুলাই, ২০১৫ সকাল ৯:৪০

ব্রাজিল থেকে আসলো দেশে
অতি জরুরী খাদ্য,
খাবার ঘাটতি থাকবে না আর
বাদ্য বাজাও বাদ্য ।
তা ধিন তা, তা ধিন তা
তা ধিন ধিন ধিন,
সবার মুখে জুটবে খাবার
আসছে যে সু দিন ।
জাহাজ ভড়ে আসলো দেশে
দুই লাখ টন গম,
সেই গম তো সবই পঁচা
হলো মতিভ্রম ।
কি হলোরে, কি হলোরে
হলো এটা কি ?
মুচকি হাসি দিচ্ছে সবাই
বলে বুঝি নি ।
হয়তো কোথাও ভুল হয়েছে
দেখতে হবে ঘেটে,
জনতা যে অভুক্ত
কি দিবে ভাই পেটে ।
নো চিন্তা ডু ফুর্তি
বাজাও আবার বাদ্য,
অতি জরুরী আনো কিনে
আরও কিছু খাদ্য ।
এমনি করে একের পর এক
হবে আমদানী,
সুরাহা কোন হবে না তো
পচাঁর কাহিনী ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

ঢাকাবাসী বলেছেন: পুরা চারশ কুটি টাকাই মেরে দিল! তবে একলা মারে নাই আরো নেতারা আছে না!

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:১৪

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ ঢাকবাসী । দেই মুচকি হাসি ।

২| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮

রাসেল আহমেদ মাসুম বলেছেন: গম গমা গম আমদানি
নষ্ট সে গম কমদামি
দেখবে কে ভাই চোখে ছানি
এই নিয়ে তাই কানাকানি
অবশেষে জানাজানি
সচিব মন্ত্রী হানাহানি
আদালত পাড়ায় মামলানি
এবার বেটা সামলানি



গমের রাজ্যে সবকিছু দুর্নীতিময়, কর্তৃপক্ষের কেউ কেউ যেন সন্ত্রাসের খুঁটি।

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১১:০৮

বাকা পথ বাকা চোখ বলেছেন: শাবাশ রাসেল আহমেদ মাসুম ।

৩| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: রাজনীতির নেতারাই দেশটাকে শেষ করে ফেলল। কি আর করা।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮

বাকা পথ বাকা চোখ বলেছেন: চেয়ে চেয়ে দেখছি সবই চলে যাচ্ছে ।
ধন্যবাদ প্রামানিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.