নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

অভাগা \'র ঈদ

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৪৪

ছোট্ট বোন মিনি
বয়স তার সাত,
ঈদের জামা পায়নি বলে
খায়নি তো ভাত ।
মান ভাঙ্গাতে আমি যে
আঁটলাম মনে ফন্দি,
আসো বোন কার কি লাগে
লিস্ট করায় মনদি ।
মিনির নাকি তিন সেট,
সঙ্গে পাখি ড্রেস,
বললাম আমি ঠিক আছে
লিখছি তাই বেশ ।
বাবার জন্য পাঞ্জাবী আর
মা’র জন্য শাড়ি,
ঈদের আর নাই তো সময়
লিস্ট তাড়া তাড়ি ।
বোন বলে আমার নাকি
লাগবে জামা দুইটি,
ঝট পট তা লিখে নিয়ে
শেষ করি লিষ্টি ।
বাবার কাছে পেশ করলাম
জ্বেলে ঘরের আলো,
বাবার চোখ ছ্ল ছল
মা’র মুখ টি কালো ।
মা বলে যে লক্ষী সোনা
এদিক এসে শোন,
কেনা কাটা কেমনে হবে
পায়নি বেতন কোন ।
মনের কষ্ট বুকে নিয়ে
মেনে নেই যে সব,
না পেয়ে ও ঈদের সময়
করবো কলরব ।
বোনকে বলি শোন মিনি
ঈদ করবো অন্ন রকম করে,
ঈদ আনন্দ করবো এবার
পুরনো জামা পরে ।
মিনি শুনে আমার পানে
ফ্যাল ফ্যালিয়ে রয়,
অভাগাদের ঈদ বুঝি
এ ভাবেই যে হয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.