নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

ঈদ জার্নি

০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫

একটা টিকেট যাব বাড়ী
মা কে দেখার শখ,
ভোর হতেই লাইনে ও ভাই
আমি কান বক ।
খুলবে কখন কাউন্টার যে,
এগিয়ে যাবে লাইন,
টিকেট পেলেই বলব আমি
হুক্কা হুয়া ফাইন ।
লাইনের মাঝে ধাক্কা ধাক্কি
ঠেলা ঠেলি বড্ড,
চিত্কা র আর চেচামেচি
কান হলো যে জব্দ ।
কেউ দেয় হুংকার আর
কেউ দেখায় ভয়,
সাহস করেই দাঁড়িয়ে আছি
করতে হবে জয় ।
ঘন্টার পর ঘন্টা যাচ্ছে
টিকেট দিবে কখন,
কল্পনাতে অযুত নিযুত
মায়ের কাছে মন ।
মায়ের হাতের পরশ পেয়ে
জুড়িয়ে গেল দেহ,
হঠাত্‍ সব এলো মেলো
দেয় ধাক্কা কেহ ।
সামনে পিছে মারা মারি
পুলিশ দেয় তাড়া,
টিকেট আমি কোথায় পাবো
চোখ তো ছানা বড়া ।
দৌড়া দৌড়ি লাঠির বাড়ি
সবই খেলাম ভাই,
কাউন্টারে ঝুলছে লেখা
“আর তো টিকেট নাই” ।
কিভাবে যে যাবো বাড়ী
পাবো মায়ের দেখা,
ঈদ জার্নি, দুঃখের জার্নি
কষ্ট দিয়ে লেখা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.