নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

মিছে মায়া- মিছে কায়া

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩

সবুর মিয়ার বয়স ভারী
আশি হলো পার,
ছেলে মেয়ে থাকে বিদেশ
একা জীবন তার ।
সবুর মিয়া থাকেন পড়ে
চার দেয়ালে বন্দী,
নিথর দেহ হয় না সচল
দু:খে ভরা মনটি ।
ছেলে মেয়েরা আগে ফোনে
করতো হ্যালো কত্তো,
এখন কেউ দেয় না ফোন
দুঃখ বাড়ে বড্ড ।
মাস ফুরিয়ে বছর যায়
বাড়তে থাকে কষ্ট,
ভাবে সবুর ভুল হচ্ছে
হয়তো ফোন নষ্ট ।
একে ধরে ওকে ধরে
আনলো ডেকে মেকার,
মিনতি করে বললো তাকে
ভাল করে দেখার ।
কাঁদো স্বরে বললো সবুর
আসতো কতো ফোন,
কথা বলতে না পারাতে
দুখে ভরা মন ।
নিশ্চয়ই তারা চিন্তায় আছে
কিংবা অভিমানে ,
তর আমার সইছে না যে
মহা টেনশনে ।
অট্ট হাসি দিয়ে মেকার
ফোন তো আছে ভালো,
এটা শুনেই সবুর মিয়ার
মুখটি বিষম কালো ।
আকাশ পানে সবুর মিয়া
ফ্যাল ফ্যালিয়ে রয়,
মরার আগে এ ভাবেই কি
ধাক্কা খেতে হয় ।
জন্ম দাতা পিতা যে আজ
অবহেলার পাত্র,
মিছে ভাই মায়ার সংসার
মিছে কায়া মাত্র ।
-------------------------------
২৬ জুলাই ২০১৫

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৭

লেখোয়াড়. বলেছেন:
চোখ বুজলেই সব মায়া শেষ।

ভাল লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০

বাকা পথ বাকা চোখ বলেছেন: চোখ বুজার আগে তো কারো হুশ হয় না ।
ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫৪

বাকা পথ বাকা চোখ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.