নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

শহুরের বর্ষণ

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৫

অবিরাম বর্ষণে
আকাশটা ক্লান্ত,
পথ ঘাট সব কিছু
আজ বেশী শান্ত ।
ঘরে বসে সবে তো
ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছে,
ছোট বেলার স্মৃতি গুলো
ঘুরপাক খাচ্ছে ।
ছোট বেলায় বর্ষণে
হতো কত মজা যে,
দৌড় ঝাপ, ঝাপা ঝাপি
সব হতো পানিতে ।
সাতারের হতো রেস
আরও হতো ডুব,
এক দমে কে কত
থাকতে, পারে চুপ ।
ঘন্টার পর ঘন্টা
মাতামাতি চলতো,
মা এসে যেই,
চিত্‍কার করতো ।
ভয়ে পেয়ে উঠে যেতাম
পানি ছেড়ে বাড়িতে,
ফুল বাবু সেজে আবার
হাত দিতাম বড়শীতে ।
মাছ ধরায় হতো যে
আরও এক পর্ব,
স্মৃতি গুলো হাতরাতে
লাগে ভারী গর্ব ।
এখন তো বর্ষণে
সেই সুযোগ নাইরে,
যদি লাগে ঠান্ডা
যাই না তো বাইরে ।
মেপে মেপে খাই যে
ভূনা করা খিচুড়ি,
বেশী খেতে বারণ তো
বেড়ে যাবে যে ভুরি ।
স্মৃতির পাতা ঘেটে
বর্ষণ করি পার,
শহুরের বর্ষণে
মজা ভাই নাই আর ।
--------------------------
৩১ জুলাই ২০১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৭

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.