নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

ভৌতিক ভয়

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

একদিন ভোর বেলা
যেই পথে নামলাম,
কে যেন বলে উঠে
এই বেটা থাম্ থাম্ ।
এদিক ওদিক চারিদিক
ভালো করে দেখলাম,
কোথাও তো নেই কেউ
তবু বলে থাম্ থাম্ ।
ঘুম ঘুম ভাব ছিল
সব উবে গেল কই,
দুই কান খাড়া করি
শব্দটা হয় কৈ ।
আশে পাশে কেউ নেই
পথ ঘাট শান্ত,
তবু আসে ঐ আওয়াজ
হয় নাতো ক্ষান্ত ।
গা করে ছম ছম
ভয়ে লোম খাড়া যে,
তাড়া তাড়ি পা চালাই
পারি না তো হাটি তে ।
কুকুর টা লেজ নেড়ে
দৌড়ে যে চলে যায়,
বিড়াল টাও বসে নেই
সেও দেখি দৌড়ায় ।
সাত সকাল একি হলো
একি আমার হলো রে,
কে কোথায় কে আছো
বাঁচাও ভাই আমারে ।
গলা দিয়ে শব্দ যে
হয় না তো বের হায়,
দেহ আমার হলো কাঠ
দাঁড়িয়ে আছি ঠায় ।
ঐ দূরে ঝোপের আড়ে
কি যেন কী নড়লো,
সাথে সাথে চোখ আমার
তার উপর পড়লো ।
ঝোপ ঝাড়ের ভিতরে
নাইট গার্ড শুয়ে যে,
ঘুম ঘোরে থাম্ থাম্
সেই বলে যাচ্ছে ।
হাফ ছেড়ে বলি আমি
কি বাঁচা বাঁচলাম,
কিছু সময় থাকলে তো
মরে পড়ে থাকতাম ।
ভূত বলে পৃথিবী তে
আর কিছু নয় তো ,
না দেখা ভীতি গুলোই
ভৌতিক ভয় তো ।
---------------------------------
০৫ আগস্ট ২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.