নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

তালবিয়া

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১


এখনো ভাসে কানে
তালবিয়ার সেই সুর,
মনে মনে বলি শুধু
আহা কি যে সুমধুর।
আকাশে বাতাসে শুনি আওয়াজ
লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক,
ধ্বনি থেকে প্রতিধ্বনি
দেহ মনে উদ্রেক।
কাবা থেকে উঠে ধ্বনি
মাতাফে ঘুর খায়,
ঘুর্নিপাকে যায় চলে
মিনা থেকে আরাফায়।
ছোট বড় আওয়াজ যেন
মিলে হয় পর্বত,
ক্লান্তি যে নাই কোন
সবই তার রহমত।
প্রচণ্ড গরম আর
কাঠ ফাটা রোদ্দুর,
এরই মাঝে তালবিয়া
লাগে ভারি সুমধুর।
মুজদালিফা থেকে জামারাহ
পথ চলার অস্ত্র,
তালবিয়াই নেয় টেনে
হোক যত কস্ট।
এর পরই বন্ধ যে
বাকি কাজে সে ধ্বনি,
কানে তবু বেজে উঠে
হয় শুধু প্রতিধ্বনি।
আবার বলা হবে
মন খুলে সেই আওয়াজ,
বিদায় বেলায় তো
ভাবি বসে তাই আজ।
কবে
ফিরে এই মরু প্রান্তর,
তালবিয়ার ধ্বনিতে
মুখরিত কাবা ঘর।
-----------------------------
১ অক্টেবর ২০১৫

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

হামিদ আহসান বলেছেন: লাব্বাইক অাল্লাহুম্মা লাব্বাইক ........

২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.