নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

মাস্তান

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪২

মাস্তান
--------------
মো:হাবিবুল ইসলাম রুবেল
--------------------------------------
দল বেধে চলে ওরা
বড় মাস্তান,
দূরে দূরে থাকে সবাই
দেয় পিছটান।
গলি থেকে গলি ঘুরে
চলে হেলে দুলে,
থাকে ভয়ে মা-বোন
ভয়ে ছেলে পুলে।
ভুল করে আসে যদি
ওপাড়ার কেউ,
সমস্বরে চেঁচায় তারা
করে ঘেউ ঘেউ।
ওরা আর কেউ নয়
সব কুকুরের দল,
জয় গান গাহি তাদের
চল চল চল।
------------------------------
১৮ অক্টোবর ২০১৫

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫২

গেম চেঞ্জার বলেছেন: ওরা আর কেউ নয়
সব কুকুরের দল,
জয় গান গাহি তাদের
চল চল চল।


খাইছে! কুকুরের জয়গান!! :||

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৫

বাকা পথ বাকা চোখ বলেছেন: জয় গান গাহি তাদের
চল চল চল। !:#P

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৫

গেম চেঞ্জার বলেছেন: কবি ভাই, এভাবে রিপ্লে দিলে তো নোটিফিকেশন আসবে না। আপনি এক কাজ করেন- দয়া করে এই পোস্ট টি পইড়া ফালান!!

সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য) :-* :-* :-*

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৩

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ আপনার পোস্ট পড়ে অনেক উপকৃত হলাম ।
++++যেখানে কুকুর নিধন বা নিয়ন্ত্রণ ব্যর্থ সেখানে তো জয়গন হবেই ভাই ।
ধন্যবাদ গেম চেঞ্জার

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫

বনমহুয়া বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: ওরা আর কেউ নয়
সব কুকুরের দল,
জয় গান নাহি তাদের
চল চল চল।

এটা হলে বেশি ভালো ছিলো মনে হয়।

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ আমি একটু ভিন্ন ভাবে ভাবছি । আমি ওদের জয় গান গাচ্ছি অসহায়ের কারণে ।
মতামত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বনমহুয়া ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

প্রামানিক বলেছেন: কুকুরের জয়গান
ছড়াতে দেখি
ভাবিতেছি মন্তব্যে
কি কথা যে লেখি।

গেম চেঞ্জার বলে গেল
কত ভাল কথা
জেনে শুনে থাকি কেমনে
হেথা নিরবতা।

ছড়ার সাথে আমিও তাই
তাল মিলে যাই
ভাল ছড়া ভাল লাগল
তুলনা তার নাই।

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ প্রামানিক
তাকাই যেদিক
দেখি আপনার প্রতিভা
বাহ বা, বাহ বা ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । চমৎকার কুকুর ছড়া !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.