নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘের ঘুম

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

জাতিসংঘের ঘুম
----------------------
হাবিবুল ইসলাম রুবেল
----------------------
বিশ্বে যখন মানুষ মরে,
মোড়লদের ই যাতা কলে,
কি জানি কি কেমন করে,
জাতিসংঘ ঘুমের ঘোরে ।

বিভোর হয়ে ঘুমায়,
হায়! হায়! হায়!
জাতিসংঘ ঘুমায় ।

ইসরাইল আজ মারছে মানুষ ,
নারী শিশু বৃদ্ব ফানুস,
জাতিসংঘের হয় না হুশ,
নাকের আওয়াজ ফুস ফুস।

বিভোর হয়ে ঘুমায়,
হায়! হায়! হায়!
জাতিসংঘ ঘুমায় ।

মোড়লদের ই অজুহাতে,
হচ্ছে আঘাত সাথে সাথে,
মরছে মানুষ পথে ঘাটে,
দোষ কি তাতে! দোষ কি তাতে !

বিভোর হয়ে ঘুমায়,
হায়! হায়! হায়!
জাতিসংঘ ঘুমায় ।

ঘুম ভাংগে না জাতিসংঘের,
বোধ নাই তার কোন অংগের,
পড়ে পোষাক আসল সংয়ের,
নাক যে ডাকে ঘুমের ঢংয়ের।

বিভোর হয়ে ঘুমায়,
হায়! হায়! হায়!
জাতিসংঘ ঘুমায় ।

প্রতিবাদ কেউ করতে গেলেই,
তাকায় যে চোখটি মেলেই,
হয় ব্যস্ত ঘুম তো ফেলেই,
দেয় ধমক কঠিন স্বরেই।

আয় আয় আয়
মোড়লরা সব আয়,
ঘুম ভেঙ্গেই সায়,
যুদ্ব করার রায়।
-----------------------------
২২ জানুয়ারি ২০১৬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: যুদ্ধ ও হিংসা শান্তিবহন করে না ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬

বাকা পথ বাকা চোখ বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.