নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকা পথ বাকা চোখ

আমি মো: হাবিবুল ইসলাম রুবেল,

বাকা পথ বাকা চোখ › বিস্তারিত পোস্টঃ

সেকাল ও একালের বধুরা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

সেকাল ও একালের বধুরা
-----------------------------------
হাবিবুল ইসলাম রুবেল
------------------------------------
তোমাদের যুগে বিয়ের পিড়িতে
জড় সড় বধু শত,
এখনকার যুগে ভয় ভীতি ঝেড়ে
বধু আহ্লাদে গদ গদ।
তোমাদের যুগে থাকতো বধুরা
শংকা আর লাজ লাজে,
এযুগের বুধু সেসব ফেলে
ব্যাস্ত ঢং আর নানা সাজে।
সে যুগের বুধু ঘোমটা টেনে
রাখতো মাথা করে নীচু,
যুগ পাল্টে এ যুগের বধুরা
উন্নত নিজ শীর উঁচু।
তোমাদের কালে নব বধুরা
ক্রন্দনে মাঝে মাঝে,
এ যুগের বধু ভুলেও কাঁদে না
লাগে নাকি খুব বাজে।
আগেকার বধুরা বিয়ের পিড়িতে
শক্ত হয়ে বসে থাকতো ঠায়,
এ যুগের বধু কথা বলে, হাসে
ব্যাস্ত ছবি ও সেলফি তুলায়।
সে যুগের বধু হারাতো জ্ঞান
বধু বিদায়ের কালে,
এ যুগের বধু মেকি কান্নায়
অটুট মেক আপ রেখে গালে।
সেকালের বধু সারাক্ষন ছিল
অজানা আশংকায়,
একালের বধু দিব্যি হাসে
রাজ্য জয়ের নেশায়।
সেকালের বধু সে সময়ে
ছিল বড় বেশী আধুনিকা,
এ কালের বধু এ সময়ে
সকলে আমরাও বলি তা।
---------------------------------
১৯ ফেব্রুয়ারি ২০১৬

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর কবিতা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ ব্লগার মাসুদ

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: বাহ! ভাল চিন্তা আপনার।
++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ বিজন রয়

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ কবি

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

মুখোশধারী মুসাফির বলেছেন: সুন্দর কবিতা তবে বানানের ব্যাপারে সতর্ক থাকা উচিৎ।কয়েকটা জায়গায় বধুর পরিবর্তে বুধু হয়ে গেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

বাকপ্রবাস বলেছেন: B-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

জহির উদদীন বলেছেন: বাস্তবিক কবিতা.....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

বাকা পথ বাকা চোখ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জহির উদ্দীন

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

মিজানুর রহমান মিরান বলেছেন: দারুন কবিতা! বাস্তবতা ফুটে উঠেছে কবিতায়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

বাকা পথ বাকা চোখ বলেছেন: দারুন আপনার মন্তব্য । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.