নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকরখানি

বাকরখানি › বিস্তারিত পোস্টঃ

নারী নেতৃত্ব না আইন্না কেয়ামত নাইলে আপাতত ঠেকাইল আমেরিকানরা, ভবিষ্যতের অভিবাসী প্রত্যাশীদের কি হইব?

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩


আগেই কইছিলাম আমেরিকানরা যতই গণতন্ত্রের জন্য ইরাকে আফগানিস্তানেবোমা ফালাক নারী নেতৃত্ব মাইন্না নেয়ার মত কেয়ামতের লক্ষণ হেরা কোনদিনই সৃষ্টি করব না। জিতার পর সে ঘোষণা দিছে পুরা আমেরিকার প্রেসিডেন্ট সে, বিভক্ত আমেরিকার না। অনলাইনে এখনও ট্রাম্পের আগের বক্তব্যগুলা খুঁজলে পাওয়া যাবে- মুসলমান খেদানি, মেক্সিকোর সাথে বর্ডার, হিসপানিক আর মুলাটোদের প্রতি বিষোদগার। জিতছে ঠিকই আমেরিকানদের আবেগ কাজে লাগায়া যে বাইরের লোকজন আইসা আমাদের কাম দখল করতাছে। এইটার আরেকটা মানেও দাঁড়া করানি যায়- ম্যাক্সিমাম আমেরিকান ভোদাই, যেই কারণে হেগর জায়গায় বড় বড় কোম্পানিগুলা বাইরের লোক চায়। পিএইচডির করার সময় এক সেমিস্টারের জন্য আমার প্রফেসরে আমারে কইছিল আন্ডারগ্রাডের দুইটা ল্যাব চালাইতে; এমুন রামভুদাই মার্কা পুলাপান ইউনিভার্সিটিতে কোন বাল ফালায় অবাক হয়া যাইতাম।


তাও প্রশ্ন থাকে, গণহারে অবৈধ অভিবাসী বাইর কইরা দেয়া শুরু করে নাকি। রিপাবলিকানদের এমনেই কিছু খারাপ খাসলত আছে, হেরা যুদ্ধ আর তেলের পিছনে বিনিয়োগ করে বেশি, জনগণের দৈনন্দিন চাহিদার দিকে হেরা নজর কম দেয়। দুনিয়ার বেশিরভাগ জায়গায় চাইনিজ আর ইন্ডিয়ানরা সবচেয়ে বড় যোগানদার, মেধা আর কামলা দেয়া দুই দিক থিক্যাই। ট্রাম্পে এই দুইদেশরে চটাইব না নিজের স্বার্থেই। সমস্যাটা হইব সাধারণ নিম্নমধ্যম আয়ের আর গরীব দেশগুলোর, এদের আমেরিকায় পড়াশোনা করতে যাইতে বা কাম করতে যাইতে বাঁধা আইব যদি ট্রাম্প হের নির্বাচনি ওয়াদা ধৈড়া রাখে। ৯/১১ এর পরপরই জাতিগত বিদ্বেষের শুরু হয়, যদিও পরে সেইটা কইমা যায় অনেক। হিলারি সারা দুনিয়ায় অনেক যু্দ্ধে সরাসরি ইন্ধন জুগাইছে সত্যি, কিন্তু মাথায় রাখতে হইব যে হের নিজের সিদ্ধান্তে কিছু হয় নাই, প্রেসিডেনশিয়াল সরকারে সব সিদ্ধান্ত প্রেসিডেন্টের কাছ থিক্যাই আসে। এখন একমাত্র আশা যদি ট্রাম্পের এডভাইজররা ট্রাম্পের মত না হয়। এমনিতেই এই লোক জিতছে টেকার জোরে পাবলিক সেন্টিমেন্টরে কামে লাগায়া, আমেরিকান সংবিধান আদৌ জীবনে পইড়া দেখছে কিনা সন্দেহ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

অপ্‌সরা বলেছেন: B:-)


তুমিও কি আমেরিকার অভিবাসী নাকি ভাইয়ু!!!!!!!!!


আমি তো ভেবেছিলাম তুমি পুরান ঢাকার বাকরখানি! :P

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

বাকরখানি বলেছেন: পুরান ঢাকার কাছাকাছিই থাকি, বাকরখানি পেরায়ই খাই। আমেরিকার পিআর আছে আমার মাগার বাংলাদেশেই থাকি বেশিরভাগ সময়।

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: এমন অঙ্গভঙ্গি করে ট্রাম্প কি বুঝাইতে চাইতাছে?

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

বাকরখানি বলেছেন: এর উত্তর আপনেরে ব্লগে ট্রাম্পের একমাত্র মুরিদ চাঁদগাজী দিতে পারব। ট্রাম্পের কথাবার্তার হুবহু বাংলা একমাত্র চাঁদগাজীর ভিতরেই দেখি, সকালে আর বিকালর দুইরকম কথা আর দুনিয়ার সবকিছু সঠিক (!) একমাত্র চাঁদগাজী। বাকি সবাই ভুল। মগজহীন। আফগান ফেরত গুহাবাসী। হাউকাউ পার্টি।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

অপ্‌সরা বলেছেন: এত পুরান ঢাকার বাকরখানি খাও আর খানিবেগম খুঁজতে কি আমেরিকা যাও নাকি !!!!!!!!!!!!! B:-)


যাই হোক ঢাকাইয়া কুট্টি ভাষাটা কেমন জানা আছে একটু প্রমান দাও দেখি ভাইয়ু!

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

বাকরখানি বলেছেন: আমেরিকায় কি করতে যাইতাম বা যাই, খানিকটা আভাস আছে পুস্টে ;) আমার বউ বাচ্চা বাংলাদেশেই থাকে। কুট্টিদের ভাষা খুব ভালা পারি না। ছুটুবেলায় গল্যাহাসে প্যাদায়া শান্তিপুরি শুদ্ধ বাংলা শিখতে বাইধ্য কইরা ছাড়ছিল।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

অপ্‌সরা বলেছেন: গল্যাহাস !!!!!!!!!!!

সে আবার কি!!!!!!!!!!!!!!




ওহ তাই বুঝি আজ শান্তিপুরী ভাষার এই ছিরি!!!!!!!!!!!! :P

গল্যাহাস কেমন টিচার ছিলো বুঝলাম !!!!!!!!!!!!! :P :P :P

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

বাকরখানি বলেছেন: গায়ের জোরে দখল করা কোন কিছুই হৃদয় মাইন্না নেয়না সারা জীবন। সেইখানে গভ ল্যাবরেটরি হাইস্কুলের বাংলার উস্তাদদের প্যাদানি আজকে প্রায় ত্রিশ বছর পরেও থাকব? না না না, এতে হতে পারে না :-0

৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
রামভুদাই মার্কা পুলাপান ইউনিভার্সিটিতে কোন বাল ফালায় অবাক হয়া যাইতাম।

রামভুদাই কি দেশি শব্দ, না বিদেশী শব্দ ? ডান দিকে আর গভীরে গেলাম না।
জানার জন্য প্রশ্ন করা,অপমান করিতে কিন্তু নয়।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

বাকরখানি বলেছেন: রাম ভারতীয় শব্দ, ভুদাই কোন ভাষা থিক্যা আইসে জানি না। বিদেশি হৈতে পারে আবার হাফবিদেশিও হৈতে পারে, জানি না। কোথাও জানলে জানায়া যাইয়েন।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

অপ্‌সরা বলেছেন: না না কিছুতেই পারে না!!!!!!!!!!!

গায়ের জোরে না শিখিয়ে এখন কেউ ভালোবাসার জোরে তোমার বেবিকে শুদ্ধ বাংলা শিখালেই হয়!!!!!!

আবার যেন শুদ্ধ শান্তিপুরী না শেখায় খেয়াল রেখো ভাইয়ু!!!!!!!!

নইলে আবার লোকে তাকে তোমার মত ভারতপ্রেমী বলতে পারে! :P

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

বাকরখানি বলেছেন: আর কইয়েন না। আপনের ভাবি ভাষার ব্যাপারে বড়ই খুঁতখুঁতে, পুলায় যখন পয়লা কথা কওন শিখল, পুলার চেয়ে আমারে শব্দ শিখাইছে বেশি। তয় নো শান্তিপুরি। পুরাই কেলাস ভাষা একটা।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

অপ্‌সরা বলেছেন: হা হা হা

উপরে স্বপ্নের ফেরিওয়ালাভাইয়া তোমার ভাষায় স্বপ্ন ভেঙ্গে উঠে এসেছে দেখো ........।এইবার তোমার চিল্লাচিল্লিতে তোমার বেবিও যেন দুপুরের ঘুম ভেঙ্গে জেগে না যায় তাইলে আমাদের ভাবিজী আর আস্ত রাখবেনা তোমাকে ভাইয়ু!!!!!!!!!!!!!! :P

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

বাকরখানি বলেছেন: ভাল করছে, বিকালের এই টাইমে ঘুমাইতে নাই।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

অপ্‌সরা বলেছেন: তাইলে ঘুম যখন ভেঙ্গেই গেলো বাবুটার একটা ছবি দাও ভাইয়ু।

যদিও আমি ভেবেছিলাম কইন্যা।


তবুও ছবি দেখি তিনি বাবা বাকেরখানের মতন নাকি মা খানি বেগমের মতন হয়েছেন? :)

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

বাকরখানি বলেছেন: শায়মা আপু মাইন্ড খাইয়েন না, ছবি দিতে চাইতাসি না পাবলিক প্লেসে। পুলায় আমার শাশুড়ির গায়ের রং আর আমার নাক পাইছে। এইটা নিয়া আপনের ভাবির কিছুটা দুঃখ আছে, এমন জঘণ্য ভোতা নাক নাকি মাইনষের হয় না।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

অপ্‌সরা বলেছেন: আহারে ভাইয়া!!!!!!!!

ভাবীকে বুঝি ধরে বেঁধে দিয়েছিলো তোমার সাথে!!!!!!!!!

নইলে তো তোমার নাক দেখে তার বিয়ের আসর ছেড়ে পালানোর কথা!

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

বাকরখানি বলেছেন: না, পছন্দ করতাম একজন আরেকজনকে :`> নাক নিয়া বিয়ার আগেও খেপাইত, এখনও খেপায়।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

অপ্‌সরা বলেছেন: থাক থাক নো দুঃখ ভাইয়ামনি!!!!!!!

খেপাখেপিতে আর কি হবে!!!!!!!

বিয়েই তো করে ফেলছো!!!!!

এখন পারলে ইস্ত্রী দিয়ে নাকটাকে আরও ভোতা বানায় ফেলো!!!!!! :)

আজকের মত আমি চললাম ভাইয়া ।

আমার আজকে দুঃখবিলাস দিন.... :(

তাই বলে আবার ভেবোনা অরেঞ্জম্যানের জন্য......

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

বাকরখানি বলেছেন: খুদাহাফিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.