নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকরখানি

বাকরখানি › বিস্তারিত পোস্টঃ

পাগলাদের বুঝা দায়

১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৬



ঝোঁকের মাথায় শেষ পর্যন্ত ঠিকই পাগলা জাতি সবচেয়ে বড় পাগলরে জাতির নেতা বানাইসে। এখন দেখার বিষয় কারে কারে নেয় পাগলায় কেবিনেটে। দাঙ্গাগুলা আস্তে আস্তে ঝিমায়া যাইব, কিন্তু জাতিরে দুইভাগ করা থিক্যা কেউ বিরত হৈল না। না ট্রাম্প না হিলারি। অনভিজ্ঞ ধনী পলিটিশিয়ান খুবই খারাপ জিনিষ। বারবার নিজের বক্তব্য বদলাইসে এই লোক, নির্বাচিত হওয়ার দুইদিনের ভিত্তে মুসলিম-বিরোধী বক্তব্য অনলাইন থিক্যা সরায়া ফালাইসে। নীতির বেলায়ও যদি সকাল বিকাল বদলায়, তালিপরে আম্রিকারে ভিক্ষার থাল নিয়া বাংলাদেশে আইতে হইব ২১২০ সালে।

দেখা যাক, যু্দ্ধপ্রেমী এই ডাম্ব ইডিয়ট কি করে সারা দুনিয়ায়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১

শিপার আহমেদ বলেছেন: Click This Link

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

বাকরখানি বলেছেন: খায়া কাম নাই অপ্রাসঙ্গিক চিকা মারা ছাড়া??

২| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

কানিজ রিনা বলেছেন: এরশাদ চাচার বন্দু আরকি সকাল বিকাল
নীতি।

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

বাকরখানি বলেছেন: ইটালির প্লেবয় বার্লেসকোনি কালকে কৈসে ট্রাম্প নাকি হের মত। এরশাদরেও ভুলি নাই ;)

৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প হয়তো আমেরিকাকে আবার নিজের কক্ষে আনবে, বা সেই চেস্টা করতে গোয়ে ঢুবাবে; তবে, আমেরিকানরা টের পাবে সবকিছু; ফলে, ভয়ের কিছু নেই।

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

বাকরখানি বলেছেন: অন্যের নিক হ্যাক করা ঠিক না। চাঁদগাজীবাঈ এই ব্লগের শতাব্দির সেরা বলগার, উনি কখনও অশ্লিষ গালি দেন না। আপনি বিষ্ঠার কথা লেইখ্যা বুঝায়া দিসেন যে আপনি চাঁদগাজীর নিক হ্যাক করসেন। এইটা ক্রাইম। আপনি ব্লগে গারবেজ বানাইতাসেন। আপনে বলগার হইতে পারবেন না। চাঁদগাজীর নিক হ্যাক করা বন্ধ করেন।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষে দেইখেন নিন্দা নিয়া পরের বারও জিতে যায় কিনা...

১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

বাকরখানি বলেছেন: জিত্তে পারে। ছুটো বুশেও জিতসিল।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ধনী মানুষ তাই তার ক্ষিদে কম, তাই দুনিতির সম্ভাবনা নাই ।
সাধারন মানুষকে পাখি ভেবে মারতেই পারে, বড় লোকের বিলাসিতা।

বারেক ভাইয়ের সময়েও কিন্তু মুসলিম নিযাতন কম হয়নি!

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

বাকরখানি বলেছেন: নির্যাতন কখনই থামে নাই। তাই বৈলা বুশের মত "হয় আমাগর লগে নাইলে ওগর লগে" বৈলা খেরেষ্টান জিহাদও চালায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.