নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকরখানি

বাকরখানি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ করার কিছু না পায়া ওবামাকেয়ারের সাথে যুদ্ধ ।।

১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬



নিউ ইয়র্কে বেশ ঠান্ডা পড়ছে কয়দিন হয়, সাথে ব্যাপক তুষারপাত জনজীবন আইঠ্যা কলা বানায়া ফেলছে। দেশে ফিরব সামনের শুক্রবার, গতকাল বিকালে পুরান ইয়ার দোস্তদের নিয়া আড্ডায় বসছিলাম। আমেরিকার ক্ষেমতায় কে আইল আর কে গেল এদেরও খুব যায় আসে না, বছরে দুয়েকটা বড় রিসার্চ গ্রান্ট পাইলেই এরা খুশি, ছাত্র ধৈড়া রাখতে পারব চেয়ার টেবিল সহ। এগর একজন কইতাছে বাকর মিয়া আছ তো সুখে, বীমা করা না থাকলেও তোমাদের বাঁচা-মরার চিন্তা করতে হয় না। আমি জিগাইলাম কেন? তখন শুনলাম ওর কাছে দুঃশ্চিন্তার খবর।

ইন্স্যুরেন্স।।। এইটা আমার ঐ দোস্তের একার না, ওর ছাত্রদের জন্যও। দুনিয়ার বেবাক আজাইড়া জায়গায় টাকা জলের মত অপচয় হৈতাছে, আর ট্রাম্প মিয়া খুইজা বাইর করছে ওবামাকেয়ার টেকা বাঁচানির জন্য। সবডি নেতা জোর গলায় চিল্লাইতাছে এইটা বন করলে অনেক টেকা বাঁইচ্চা যাইব, দেশের লোক সুখে শান্তিতে যুদ্ধ কৈরা মরব।

ট্রাম্পের মেডিকেইড চালু হৈলে আগামী দশ বছরে ৩৩ হাজার ৭০০ কোটি ডলারের কেন্দ্রীয় বাজেট ঘাটতি কমব আমেরিকার। ওদিকে ২৪ মিলিয়ন লোক যে ইন্স্যুরেন্সের বাইরে চৈলা যাইব সেইটা নিয়া ফি আমানিল্লাহ।

আহ, ব্যাকটুদ্যাফিউচারের গাড়িটা থাকত :-0

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪

মো: খায়রুল ইসলাম বলেছেন: সঠিক কথা কইছেন ভাই।

১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

বাকরখানি বলেছেন: বীমা জিনিষটা একবারে না থাকলেও সমস্যা হৈত না, যেমন বাংলাদেশের মত। পশ্চিমা দেশগুলার এই জিনিষটা বড়ই ক্যাঁচাইল্ল্যা, এর ভিত্রে এই লোক জিনিষটারে আবার মধ্যযুগে নিয়া যাইতাসে।

২| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭

হাতুড়ে লেখক বলেছেন: বুঝি নাই। :(

১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০২

বাকরখানি বলেছেন: ঠিকাসে, এইটা পড়েন, বুঝবেন কি কৈসি।

৩| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

অগ্নি সারথি বলেছেন: ব্যাকটুদ্যাফিউচারের পটোডা সেই হইচে!

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

বাকরখানি বলেছেন: হালায় মাল একটা।

৪| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


ওবামা কেয়ার কেন সে বাদ দিচ্ছে?

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

বাকরখানি বলেছেন: পোস্ট লেখা আছে কারণটা। পড়তে না পারলে বিপদ, এমনেই ইন্স্যরেন্স চোখ কাভার করে না।

৫| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



দেশের পথে, ফিরে আসা শুভব হোক; দেশে ভালো থাকুন।

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বাকরখানি বলেছেন: আমার দেশ ২টা।

৬| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


ওবামা-কেয়ারের ফলে, ব্যবসার মালিকদের প্রতি কর্মীর পেছেন ইন্সুরেন্স খরচ বেড়েছে; কর্মীর চাকুরী চলে যাবার পর, কিছু সময় ইন্সুরেন্স প্রেমিয়াম চালু রাখতে হবে মালিককে; বড় রোগ থাকলেও, মানুষকে ইন্ষুরেন্স কাভারেজ দিতে হবে ইন্সুরেন্স কোম্পানীকে; হাসপাতালের ওভারবিল কমাতে হবে, রোগীর কো-পেমেন্ট কমাতে হবে; হাসপাতাল জেনেরিক ঔষধ ব্যব হার করতে পারবে; এগুলোর প্রতিটিই বিলিওনারদের জন্য বাড়তি খরচ; এজন্য ওবামা-কেয়ার বাদ পড়ছে; এটাই ক্যাপিটেলিস্টদের রাজনীতি!

আপনি বাদুর নাকি, ২ রাজ্যে আপনার বিচরণ?

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

বাকরখানি বলেছেন: আপনি বাদুর নাকি, ২ রাজ্যে আপনার বিচরণ?

মস্তিষ্কে সমস্যা না থাকলে কোন অপরিচিত মানুষরে মানুষ এই ধরণের সম্বোধন করে না। তাও আপনি বুঝেন না এতবার ব্যান হৈসেন কেন। সিরিয়াসলি, আপনি মুক্তিযোদ্ধা দাবি করসেন, নাইলে আপনারে মাদারচুদ জাতীয় কুৎসিত কোন গালি দিতাম এখন।

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বাকরখানি বলেছেন: আপনের প্রোফাইলের ছবিটা পাল্টান। ট্রাক্টর যারা চালায়, তাদের ব্যবহার আপনার চেয়ে অনেক ভাল। এই জিনিষের যোগ্যতা আপনে হারাইছেন অনেক দিন আগেই।

৭| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্প মামার স্বাস্থ্য ভালো, তাই সে ওবামা কেয়ার চায় না।

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

বাকরখানি বলেছেন: কথা খারাপ বলেন নাই। আমার সময় থাকলে উপরের বুরবকটার মানসিক চিকিৎসার ব্যবস্হা করতাম, এরকম দুয়েকটার জন্য একটা আস্ত দেশের বদনাম হয়।

৮| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



ট্রাকটরকে ভয় পান? আমি ভালো চালক, এখনো ইঁদুরের বাচ্চাও চাকার নীচে যায়নি।

ওবামা-কেয়ার কেন রিপাবলিকানদের জন্য সমস্যা, এখন পরিস্কার ?

১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

বাকরখানি বলেছেন: আপনারে মানুষ দেখতে পারে না কেন সেইটা আপনার পরিষ্কার? পরিস্কার না হৈলে আর উপরের মন্তব্যের জন্য মাফ চাইতে না পারলে আমার ব্লগে আর আইসেন না, কূৎসিত গালি খাইতে পারেন।

৯| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবগুলো পোষ্ট একসাথে পড়ে ফেল্লাম! কেন পড়লাম? কি জানি!

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বাকরখানি বলেছেন: বেশি পড়া তো খারাপ না।
বেশি বুঝা খারাপ।

১০| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪২

অগ্নি সারথি বলেছেন: তাইনে নিজেরে বহুত বড় হোলোলা পাব্লিক মনে করেন। দুনিয়ার তাবত গিয়ান একমাত্র তার ভিত্রেই হান্দানো। হালা সার্কাস! ধইরা কইস্যা ঠুয়া মারা দরকার বুকচুদডারে!

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বাকরখানি বলেছেন: নো কমেন্টস।

১১| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

চুঙ্গ্গামামা বলেছেন: গাজী খানকিটার হোগায় একটা লাথি মাইরা বিদায় করেন। চোৎমারানিটা মডুরা ব্যান করে না দেইখ্যা বাড়তে বাড়তে আসমানে উঠছে।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বাকরখানি বলেছেন: নো কমেন্টস।

১২| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮

শেয়াল বলেছেন: এি হালায় একটা পিউর বলদা

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০

বাকরখানি বলেছেন: নো কমেন্টস।

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: ওদের ওসব নিয়ে আমার অত ভাববার দরকার নেই।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০

বাকরখানি বলেছেন: ভাবার দরকার নাই এইটা ভাবার জন্য আপনারে ধইণ্যা।

১৪| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১

বাকরখানি বলেছেন: **** মাথার * *** *** *** ভাইজান, আপনার এই গালিগুলা যার উদ্দেশ্য ছিল শুধু তার ঐখানেই দিয়া আইসেন। আমার এইখানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.