নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকরখানি

বাকরখানি › বিস্তারিত পোস্টঃ

হেল্প পুস্ট: সেশেল (Seychelles) গমন

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

সেশেল গেছেন এরকম কোন ব্লগার আছেন নাকি? বাংলাদেশি পাসপোর্টে দেখলাম ভিসা ছাড়া যাওয়া যায়, মাগার ঝামেলা করে নাকি?
অগ্রীম ধন্যবাদ।

(ঝামেলা করলে অন্য সহজ সমাধান আছে, তারপরও বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতে চাইতাছি।)

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

সিফটিপিন বলেছেন: সেশেল! সেটা আবার কোথায়?

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯

বাকরখানি বলেছেন: আফ্রিকান দেশ, ভারত মহাসাগরের এক কোণায়।

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০১

জুন বলেছেন: দ্বীপগুলো ছাড়া সবচেয়ে কাছের দেশ জলদস্যু অধ্যুষিত সোমালিয়া :-&
সত্যি কি সেচেলস যাবেন বাকরখানি ? যদিও অসাধারন রূপের ডালি সাজিয়ে বসে আছে ।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮

বাকরখানি বলেছেন: যাইতে তো মন চায় না আপু, আপনাদের ভাবিও না করতাছে। এদিকে সরাসরি কোঅর্ডিনেটররে না করতে পারি নাই, সে খুবই ফুর্তিতে আছে যাইব বইলা। এক মাস ধৈড়া আমারে সেশেলের গান শুনাইতাছে, সেশেলের গুণগাণ গাইতে গাইতে শেষ। যামু তো প্লেনে, আর কাজ যেদিন শেষ তার পরেরদিনই নিউইয়র্কে ব্যাক করমু।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

কানিজ রিনা বলেছেন: হা হা হা সেসেল আবার কোন দেশ।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮

বাকরখানি বলেছেন: আফ্রিকান দেশ, ভারত মহাসাগরের এক কোণায়।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইরে ছবি দেইখা আমার তো খুবই যাইতে ইচ্ছা করতেছে। আপনি গেলে একটা পোস্ট দিয়েন। ছবির মত দেশ!!

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২০

বাকরখানি বলেছেন: ভাবতাছি। দিমুনে এক্ষান।

৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:২৪

জাহিদ হাসান বলেছেন: সেশেল নিয়ে পোষ্ট দিবো ভাবতাছি । ট্রাভেল গাইড থেকে অনুবাদ করবো।
সে পোষ্টেও আপনার চুলকানির আশায় রইলাম। হ, বাকরখানি খামু! :D :D

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৪

বাকরখানি বলেছেন: হো হো হো হো হো হো হো হো =p~ গাধার মত ভুল অনুবাদ করবেন, আদৌ কিছু না জাইনা ছাগলের মত ট্রাভেল পোস্ট লেখবেন আর ভুল ধরায়া দিলে কৈবেন চুলকানি। লজ্জা শরম থাকলে বিদেশের পোস্ট সবডি ড্রাফট করতেন, নাই যে ভালই বুঝা যাইতাছে; প্রশ্ন ফাঁস করা গ্রেডিং যুগের গাধাগুলার সেই জিনিষ থাকে না। ইংলিশে পাস করছিলেন কেমনে? নকল কৈরা নিশ্চয়ই? খালি একটা প্রশ্নের সত্যি উত্তর দেন, আজ পর্যন্ত কয়টা দেশে গেছেন আর কুন কুন দেশে গেছেন?

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৪

বাকরখানি বলেছেন: আজকের আগে সেশেলের নাম শুনছিলেন কুনুদিন আফনের হুজুরের দরবারশরীফে? মনে তো অয় না =p~

৬| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৪৬

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: দাদা আমি বিডিতে থাকি আমার পাসপোর্ট আছে ইন্ডিয়ান ভিসাও আছে কয়েকবার গুরেও এসেছি, এখন কথা হল আমিও কি সেশেলে যেতে পারবো।

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪৭

বাকরখানি বলেছেন: পারবেন। আগে কোন দেশে গেসেন সেইটা সমস্যা না। ঢাকার ইমিগ্রেশনে কাউকাউ করব অবশ্য ভিসা ছাড়া অপরিচিত জায়গায় যাইতে দেখলে। পেলেন ভাড়াও অনেক ঢাকা থিক্কা। সেশেল কি কর্তে যাইবেন? পাসপুটে সিল বাড়াইতে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.