নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকরখানি

বাকরখানি › বিস্তারিত পোস্টঃ

রোজা আইতাছে। এখন সবাই সাধু সাজব লেবাসে। হা হা।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬

রমজান মাস আইলে আশেপাশের সব ঘুষখোররে দেখি মাথায় টুপি লাগায়া আপিসে বসে। ঘুষ খাওয়া বন্ধ হয় না। একজনরে দেখতাম টুপি খুইলা টেকা নিত টেবিলের তলে দিয়া। হা হা।

রমজানের ঈদ সবচেয়ে বড় ব্যবসার উপলক্ষ্য সব ব্যবসায়ীর জন্য। দুই টেকা দামের জিনিষ ছয় টাকা দাম চায়া সাড়ে তিন টেকায় বিক্রি করে। কারণ জিগাইলে কয় সারা বছরে এইটাই ব্যবসা, বাকি সময় মাছিও উড়ে না। আরে বেকুব, সারা বছরের সব টেকা তোমরা একবারে লুটপাট কৈরা নিলে জনতা আবার আইব কেমনে?

ইফতারের বাজার আরেক হাংগামা। পঁচা, বাসি তেলতেলা খাবার জনতা হাঁকডাকের চোটে খায়া ফেলায় পকেট খালি কৈরা। যারা এই কাজগুলা কর্তাসে, একটাবারও চিন্তা করে না লোক ঠকানোর পরিণতি কি।

রমজান হওয়ার কথা সংসমের মাস। এদের দেখলে মায়া লাগে। এগর বিচার আল্লাহ করব খালি এই আশাতেই থাকি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনে আমাগ সব ভুক্ত ভুগির কথা লিখছেন সে জন্য আপনারে ধন্যবাদ। আল্লায় এগুলারে হেদায়েত দান করুক। এরা জুলুমের জন্য রমজান মাস বাইছা লইছে।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৮

বাকরখানি বলেছেন: যাগর শুধু বেতন আছে মাগার বোনাস নাই তারা কেমনে টিকে এই বাজারে একবার ভাইবা দেখেন।

২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১২

মোস্তফা সোহেল বলেছেন: এগর বিচার আল্লাহ করব খালি এই আশাতেই থাক
আমরা সাধারন জনতা এই আশাতেই থাকি।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৯

বাকরখানি বলেছেন: নিজের ক্ষেত-খামার আর সুতার কল থাকলে এই হালাগরে ভাতে মারতে পার্তাম।

৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১৪

সিফটিপিন বলেছেন: সারা বছরই লুটপাট কৈরা খায় শুধু রমজান মাসে লুটপাট করার স্টাইল চেঞ্জ করে।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪০

বাকরখানি বলেছেন: রমজান আইলে এইডি পাগল হয়া যায় লুটপাট কর্তে কর্তে। জনতারও যাওনের জায়গা নাই।

৪| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

জেকলেট বলেছেন: সবাই এবার আলী বাবা হবে। !:#P

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৭

বাকরখানি বলেছেন: তাইলে চোর সাজব কেডা? আফনে?

৫| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরীব দেশ। একটা উপলক্ষ হলেও অনেক লোকের রুটি রুজির ব্যবস্থা হয়। কী করবেন? আমরা আমরাই তো...

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৯

বাকরখানি বলেছেন: বছরে একবার রুটি রুজির ব্যবস্হা হওয়া আর সারা বছরের ব্যবস্হা হওয়া; দুইটার মধ্যে কোনটা ভাল?

৬| ১৫ ই মে, ২০১৭ ভোর ৪:০০

সৌমিক আহমেদ খান বলেছেন: ড্যুড, ভোগের মাসে এসব চলবে। বেশি বোঝা ভাল না
সন্ধ্যা হইসে। নাস্তাতে বাকরখানি দেন


২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩০

বাকরখানি বলেছেন: নিজে কম বুঝেন বৈলা সকাল-বিকাল গালি খাইলেন ব্লগপন্ডিতের কাছে, এখন মানুষরেও কম বুঝতে কন?

৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০৫

জাহিদ হাসান বলেছেন: রোজা গেছে গা!
এইবার দিনের বেলাতেও বাকরখানি খামু :D

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:০০

বাকরখানি বলেছেন: ঈদ মোবারক। খান বাকরখানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.