নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকরখানি

বাকরখানি › বিস্তারিত পোস্টঃ

ট্রাবেল গাইড: ঘানায় বেরাতে গেলে যে কাজগুলো ভুলেও করিবেন না

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

আজকের এই ট্রাবেল পোষ্টটি যারা ঘানায় বেড়াতে যেতে চান তাদের জন্য। ঘানায় গিয়ে কোন বিষয়গুলো করবেন না তার তালিকা। একজন উদ্দাম উত্তাল অভিযাত্রীর মূল্যবান অনুবাদ গাইড থেকে অনুপ্রাণিত হয়ে পোষ্ট অনুবাদ করেচি। আফনাদের সকলের দোয়া আমার কাম্য।


তো চলুন দেখা যাক- ঘানায় কি কি করা নিষেধ।

১. ঘানায় থাকা অবস্হায় মুখে স্নো পাউডার মাখবেন না। এতে তারা বাংলাদেশিদের সাদা চামড়া মনে করে অপমানিত বুধ করপে।

২. ঘানার সাগরতীরে সাতারের নেংটি পরে ঘুরবেন না। এতে তাদের আদিবাসীদের অপমান করা হয়। সুইমিং কস্টিউম পড়লে উপরে কমপ্লিট স্যুট বা বুরকা পড়ে নিবেন।

৩. অনন্ত জলিলের নাম সম্মানের সাথে উচ্চারণ করবেন ঘানার সরকারী লোকজনের সামনে। জলিল ভাই ঘানার বংশদ্ভুত বলে ঘানার লোকজন গর্বিত।

৪. অনন্ত জলিলের নাম ঘিন্নার সাথে উচ্চারণ করবেন ঘানার বিরোধী দলের লোকজনের সামনে। জলিল ভাই বাংলাদেশে পাড়ি জমায়া ঘানার মানসম্মান ডুবাইসে বইলা মনে করে ঘানার বিরোধী দল।

৫. আক্রার এমসিডোনাল্ডস নামের দোকানে যায়া বুর্গার খাবেন। বুর্গার হল একধরণের আফ্রিকান খাবার।

৬> আটলান্টিক উপসাগরে সাতার কাটা। ঘানায় গেলে আটলান্টিকে লাফ-ঝাফ না করে বাড়ি ফিরে আসবেন না। পাপ হবে, মহাপাপ!

৭> কুঈজিন খাবেন গপগপ করে। কুঈজিন হল সামুদ্রিক খাবার। হালাল-হারাম ইত্যাদি চিন্তা না করলেও চলবে কারন সাগরের সব কিছু হালাল।

৮. কারো নাকে হাত দেয়া ঘানার লোকজন পছন্দ করে না। কারো নাকে যেন হাত না লাগে সেদিকে খেয়াল রাখুন। লেগে গেলে টিস্যু দিয়ে তার নাক মুছে দিন এবং নিজে নাকে খত দিন।

৯. ঘানার প্রেসিডেন্টের ছবি তুলবেন না। এটা অসম্মানজনক ভাবা হয়। প্রেসিডেন্টের সাথে সেলফি তোলাটাও ভয়ংকর রকমের অসম্মানজনক।

১০. রাগ দেখাবেন না। সব সময় সবার সাথে লুতুপুতু করে কথা বলবেন। কোন বিষয় আপনাকে যেন উত্তেজিত না করে তুলে। কারন চেতলে ঘানার লোকজন জিন্দা মানুষ খায়া ফালায়।

১১> কাটা-চামচ ব্যবহার করে খাবার খাওয়া যাবেনা। এবং চাইনিজদের মত কাঠিও ব্যবহার করা যাবে না। দস্তরখানে বইসা হাত দিয়া মাখায়া খাবেন।

১২> রাতে ঢোল বাজাবেন না। ঘানার লোকজন ঢোল পিটায়া শয়তান খেদায়। সেই সাথে ওরা বিশ্বাস করে রাতে শয়তান না থাকলে ট্রাম্প ঘানা দখল করে নেবে।

১৩> ঘানা এয়ারওয়েজে শুধু নেংটি পড়ে ভুভুজিলা হাতে উঠবেন না। ঘানা এয়ারওয়েজে অনন্ত জলিলের সিনামা দেখালে উঠে দাড়িয়ে সম্মান দেখাবেন।


অতিরিক্ত:
বাংলাদেশের বা অনন্ত জলিলে দুর্নাম হয় এমন কিছু ঘানায় গিয়ে করবেন না। সব সময় সৎ ও বিনয়ী থাকুন। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। ঘানার নাগরিকদের কেউ বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চাইলে তাকে অনন্ত জলিল এবং দেওয়ানবাগ দরবার শরীফ সম্পর্কে ভাল তথ্য দিন। কখনই দেওয়ানবাগ দরবার শরীফের বিষয়ে কোন খারাপ কিছু বলবেন না। দেওয়ানবাগ শরীফের দোয়া নিয়া গেলে ঘানার বিশা সহজে পাওয়া যায়।


রেফাড়েঞ্চ:
http://www.somewhereinblog.net/

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

ভুয়া মফিজ বলেছেন: বরই মজা পাইলাম..... =p~ =p~ =p~

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৮

বাকরখানি বলেছেন: এখন আপনি ঘানায় গেলে আর কোন সমস্যা হবে না।

২| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ্‌হাাহাাহা মজা পাইলাম

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৯

বাকরখানি বলেছেন: চলেন চলেন, নৌকায় চইড়া ঘানায় চলেন।

৩| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

sif afrin বলেছেন: আমার নৌকায় চড়তে ভয় লাগে!!!
আমি কি হেটেঁ যেতে পারবেনা??

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১১

বাকরখানি বলেছেন: ঠ্যাং দুইখান ঠিক থাকলে অবশ্য পারবেন। একটা না থাকলে কেরেচ দিয়া আর দুইটাই না থাকলে হুইলচেয়ারে কৈরাও যাইতে পারবেন। মাগার দেওয়ানবাগ শরীফের দুয়া ছারা কৈলাম বিশা পাইবেন না কেরেচের বা হুইলচেয়ারের।

৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: হুম।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

বাকরখানি বলেছেন: পাইছে ঘুম।

৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ১২:৪৬

রাখালছেলে বলেছেন: আপনার ঘানা ভ্রমন সফল হয়েছে বোঝা যায়।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

বাকরখানি বলেছেন: চলেন চলেন, ঘানা চলেন।

৬| ২৭ শে জুন, ২০১৭ রাত ১:৩৮

স্যাম উইনচেষ্টার বলেছেন: একজন উদ্দাম উত্তাল অভিযাত্রীর মূল্যবান অনুবাদ গাইড থেকে অনুপ্রাণিত হয়ে পোষ্ট অনুবাদ করেচি। আফনাদের সকলের দোয়া আমার কাম্য।

=p~ আমিও জানতে চাই কে এই বিনোদন?

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

বাকরখানি বলেছেন: গত দুয়েকদিনের টেরাবেল পোষ্টগুলা ঘাটাইলেই পায়া যাইবেন। কালের দুর্জয় এই অভিযাত্রী ছাহিব জীবনে দেশের বাইরে না যায়া মালদ্বীপ, শ্যামদেশের টেরাবেল পোষ্ট অনুবাদ করেন ;)

৭| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৬

বিজন রয় বলেছেন: আমি তো ঘানায় যাবোই না কোন দিন।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বাকরখানি বলেছেন: আপনে না গেলে ঘানার লোকজন বাকরখানি চিনপে কেম্নে?

৮| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৫

টমাটু খান বলেছেন: অনেকপর আপনার পোষ্ট পড়ে মজা পেলাম।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বাকরখানি বলেছেন: চলেন চলেন, ঘানায় চলেন ;)

৯| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৭

শায়মা বলেছেন: ৩. অনন্ত জলিলের নাম সম্মানের সাথে উচ্চারণ করবেন ঘানার সরকারী লোকজনের সামনে। জলিল ভাই ঘানার বংশদ্ভুত বলে ঘানার লোকজন গর্বিত।

৪. অনন্ত জলিলের নাম ঘিন্নার সাথে উচ্চারণ করবেন ঘানার বিরোধী দলের লোকজনের সামনে। জলিল ভাই বাংলাদেশে পাড়ি জমায়া ঘানার মানসম্মান ডুবাইসে বইলা মনে করে ঘানার বিরোধী দল।


হা হা হা হাসতে হাসতে মরলাম! :P

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

বাকরখানি বলেছেন: যান যান, ঘানায় যায়া মরেন ;)
যাওনের আগে শ্যামদেশে বৌদ্ধ ভিক্ষুদের সাথে সেলফি তুইলেন্না কৈলাম ;)

১০| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা, ঘানায় না গেলে হয় না?

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বাকরখানি বলেছেন: এমনেই বাঙালিদের কেউ বিশা দেয় না। ঘানাতে এখনও দেওয়ানবাগ হুজুরের দুয়ার জোরে পাওয়া যায়। ঘানাতেও যদি যাইতে না চান, তাইলে বিদেশে যাইবেন কেম্নে হেনা ভাই?

আক্রার এমসিডোনাল্ডসে একবার বুর্গার খাইলে বারবার যাইতে চাইবেন ;)

১১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৪৯

জাহিদ হাসান বলেছেন: আপনি আমাকে ব্যাঙ্গ করেছেন। কোন ব্যাপার না। আমি এতে কিছু মনে করিনি।
সমালোচিত না হলে কেউ জীবনে বড় হতে পারে না। কিশোর বয়স থেকে ব্লগে পড়ে আছি।
কেউ চিনে না। এইবার আমাকে কেউ ফেমাস হওয়া থেকে আটকাতে পারবে না। B-)) B-))

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫০

বাকরখানি বলেছেন: বিনোদন রে বিনোদন।

শুরুটা তো আফনেই কর্সিলেন। ভুল অনুবাদ কৈরা পোস্ট দিলেন প্রথমে। ভুল শোধরায়া দিয়া দেখলাম আরেক জায়গায় লোকজনরে কুযুক্তি দিয়া নিজের ভুল ঢাকতাসেন। সেইটা বলার পরে কৈলেন আমি ক্যাঁচাল করতে গেসি আপনের পোস্টে; এখন দেখলাম বাচ্চাদের মত আমার সব কমেন্ট মুইছা ফালাইসেন। এরপর আগ বাড়ায়া আমার পোস্টে আইসা কৈলেন আমার চুলকানি আছে। আফনে এতকিছু করনের পরে আফনেরে "ইশটাইল" অনুসরণ কৈরা পোস্ট দিলে এইখানে আইসা অভিমান দেখায়া যাইবেন।

কিশোর বয়স থিক্যা ব্লগে আছেন খুব ভাল কথা। আফনের বিদ্যাবুদ্ধি আর ব্যবহার এখনও কিশোর বয়সে পৈড়া আছে এইটা কি ভাল কথা?

১২| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫০

জাহিদ হাসান বলেছেন: এই পোষ্ট আমার ব্লগানুভূতিতে আঘাত করেছে!

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫

বাকরখানি বলেছেন: আরও বিনোদন। আমার এই পোস্টে যায়া হুদাই খাউজায়া আসছিলেন। স্ক্রিনশটও দিয়া দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.