নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকরখানি

বাকরখানি › বিস্তারিত পোস্টঃ

আমাগর ইসমার্ট মেয়ররা এই পানিবন্দী অবস্হায় আরও ইসমার্ট হৈতাসে আশা করি B-))

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

গতকালকে না পরশু দেখলাম ঢাকার সিটি করপোরেশন নতুন বাস নামানির জন্য বাস মালিকদের সাথে দেনদরবার কর্তাসে। আজকে বুঝলাম কারণ কি, সব রাস্তারে খাল বানায়া রাক্সে, আমজনতা যেন রাস্তা নিয়া গালি না দেয় সেই জন্য নতুন বাস কিনার ফন্দি। এরকম ইসমার্ট সিটি কর্পোরেশনের মেয়ররা আরও ইসমার্ট, নিঃসন্দেহে।

সারাটা বছর রাস্তা কাটে এরা। কয়েক বছর আগে দেক্তাম বর্ষাকালে যেন কম কাটা হয় সেটা নিয়া ভাবব কৈত। এখন সেইটাও নাই। এমনেই রাস্তা কম, সেগুলারেও খাল কাইটা গলি বানায়া ফালাইসে।

লোকজন পানিবন্দি, অফিসে না যায়া ঘরে রুপচর্চা কৈরা ডিশে হিন্দি সিনামা দেইখ্যা আরও ইসমার্ট হৈব এই মহা উপলক্ষ্যে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আফনেরা খালি কিরাম জানি করেন..
বৃষ্টিতে খিছুরী আর ইলিশ খাবেন- আর ইসমার্ট হইবেন .. তা না

বেচারা- দেখেন না হাটু পানিতে নাইমে গেছে জনতার দুক্কু দেইখা ;)

আর মনে মনে গাইতেছে

আমায় ভাছায়লিরে
আমায় ডুবাইলিরে...
এত এত উন্নয়নের চাপা
ভেসে গেলরে...

কুল নাই কিনার নাই
নাইকো ঢাকায় রাজপথ!!
জলেতে হারায়া গেল ২
যত আমার খুশিরে... :(( :((

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:১০

বাকরখানি বলেছেন: হ :(( তাইনেরা আশা কর্সিলেন ঢাকা নগরবাসী এই দুর্যোগপূর্ণ পরিবেশে ঘরে বৈসা ইলিশ-পুলাও খাইতে খাইতে সরকারের উন্নয়নের জোয়ারের খবর পাঠ শুনব।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:১২

বাকরখানি বলেছেন: চিটাগাং-এর অবস্হা তো আরও খারাপ। কিছু সরকারী অফিসে নৌকা কিন্না ফালাইসে :P

২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আজকে অফিসে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেছি। অনেক দিন পর বৃষ্টিতে ভিজেছি কিন্তু জ্বর কেন আসলো না অবাক হইলাম!

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:০০

বাকরখানি বলেছেন: জ্বর আইব কেন? সকাল বিকাল লীগের চামচগুলা ডিউটি ভাগ কৈরা পোস্টায় যে স্বাস্হ্যখাতে দেশ আলুর গতিতে আগাইতাসে। এর্পরও আফনের জ্বর আইলে বিপদ না?

৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

প্রোলার্ড বলেছেন: মেয়ররা ঢাকাবাসীকে লেসন দিতে চাচ্ছে যে এই দূর্যোগে নৌকা ছাড়া গতি নাই।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:০১

বাকরখানি বলেছেন: এমুন হাঁটু থিক্যা কোমর পানির ভিত্তে তো নৌকাই চালাইব মাইনষে :|

৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৩

প্রোলার্ড বলেছেন: গাড়ী , বাস , রিকশা বাদ দিয়ে শুধু নৌকাই চলতে দেওয়া হোক এই কয়দিন।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪

বাকরখানি বলেছেন: উন্নয়নের জোয়ারে নৌকার পথ ধৈরা লঞ্চ, ইসিটমার এইডিও চলপে একদিন ঢাকার রাজপথে। ঢাকা হৈব এশিয়ার ভেনিস।

৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০

প্রোলার্ড বলেছেন: দেইখেন আবার , মমতা দি এইখানে বাঁধ সাইধা বসে কি না।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১

বাকরখানি বলেছেন: একবার এশিয়ার ভেনিস হয়া গেলে আর পারব না, ট্যুরিস্টের ধাক্কায় মমতায় বান শুদ্ধা ভাইষা যাইব গা।

৬| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০১

নীল আকাশ ২০১৬ বলেছেন: আমাদের 'ইস্মার্ট' মেয়রদের ছাগ্লামি মার্কা কথাবার্তা দেখুন এখানে

০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৮

বাকরখানি বলেছেন: এই ব্লগে ছাগুর স্হান নাই। ব্লকড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.