নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

রিক্সাওয়ালা

২৫ শে জুন, ২০১৪ সকাল ৯:৫০

এই রিক্সাওয়ালা ! যাবে ?

কোমরের সাথে লুংগিটাকে সেঁটে নিয়ে

টুংটাং ঘন্টি বাজিয়ে এক রিকশা খিদে নিয়ে

ঘামে ভেজা শুকনো শরীরে ছুটে চলেছে আসগর খান।

আঁকা বাঁকা সাদা কালো ছাল ওঠা

অজগরের পিঠে চলেছে ধেয়ে ।

ভস ভস শব্দে বাতাসের কোলে

ছেড়ে দিয়ে বড়ো বড়ো শ্বাস।

ঘুণধরা বাঁশের মাচার মতো বুকের খাঁচা

বার বার ওঠে আর নামে ডানে বাঁমে ।



দুর থেকে নাকে ভেসে আসে গরম ভাতের গন্ধ,

ধূমপানে ঝাঁঝরা কলিজা জেগে ওঠে ।

চোখে ভেসে ওঠে পাটকাঠি জ্বলা চুলা,

শিনশিনে দুটি কালোহাত হাতা নিয়ে

নাড়ে হাঁড়ি, ঘুরপাক খেয়ে বাতাসে মিলিয়ে যায়

গরম ধোঁয়া । পাশে বসে চুলার ধোঁয়ায় চোখ ভরা জলে

আদরের গোলাম। খসখসে কাশির আওয়াজে ভেসে ওঠে

কাশির ওষুধের শিশি।

ছিন্ন মলিন পোষাকের ভাঁজে মোছে হামিদা

তার নাক থেকে ঝরে পরা জল ।

ঝাপসা দৃষ্টিতে আরো যায় বেড়ে

আসগরের রিকশার গতি।

দিনশেষে লাল সাদা ধুলোবালি চুলে

পাখির মতো ঘরে ফিরে এসে বসে একচালার ধারে।

বাম হাত ওঠা নামা করে গোলামের শরীরে,

বুকে টেনে নিয়ে চুমু দিয়ে বুক ভরে নেয় আসগর,

গাঁট বাঁধা গামছা মুক্ত হয়ে আসে কটি থেকে,মুছে দেয়

গোলামের নির্মলমুখ চোখ হাত পা ।

দিবসের অবসানে ছোট্ট চালার নিচে তিনজনে বসে সারে

দিনরাতের আহার। কেরোসিনের ছোট বাতির আলোয়

রাত্রি আরো গভীর হয়ে যায় গোলামের চোখে । ঘুমের দেশে

এক্কা দোক্কা খেলতে খেলতে চলে যায় পরীর দেশে, যেখানে

আছে তার ঘুমপাড়ানি মাসি পিসি।

হামিদার ঘর্মক্লান্ত চোপসানো শরীরটার থেকে সারাদিনের

ক্লান্তি সুখানুভূতির খোঁজে অতল তলে নিমগ্ন হয় আসগর।

যেন নিদাঘের শান্তি আসে একফালি মেঘ থেকে ঝরা বৃষ্টিতে।

ভাঙ্গা চালের ওপার থেকে অষ্টমীর বাঁকা চাঁদের কিরণে

ধুয়ে যায় দুঃখ বেদনা।

দখিনা বাতাস জানিয়ে যায় শুভরাত্রি ।

তখন নতুন দিনের স্বপ্ন চোখে নিয়ে চার চোখের পাতায় নেমে

আসে আরো গভীর রাত্রি ।

---------*****--------

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১০:০৭

দাদা- বলেছেন:





অসম্ভব সুন্দর কবিতা।
অন্তর দিয়ে ভাবতে হবে। খুব ভালো লাগলো।
+++++

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:০২

bakta বলেছেন: ধন্যবাদ দাদাভাই-------------আপনাদের ভালোলাগাই আমার প্রেরণা। ভালো থাকুন।

২| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১০:২৫

গরম কফি বলেছেন: সুন্দর এবং দারুন । তার পরেও ছবি গুলো চোখো ভেসে ওঠে ফ্রেমের পর ফ্রেম । চালিয়ে যান ।

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:০৪

bakta বলেছেন: ধন্যবাদ গরম কফি । আপনাদের ভালোলাগা আমার প্রেরণা ও সার্থকতা। অবশ্যই চালিয়ে যাবো ।

ভালো থাকুন সবসময়।

৩| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:০৪

সময়ের ডানায় বলেছেন: অসাধারণ কবিতা।

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:০৬

bakta বলেছেন: ধন্যবাদ সময়ের ডানা। ভালো থাকুন সবসময়।

৪| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:০৬

আমি স্বর্নলতা বলেছেন: ভালো লিখেছেন। ভালোলাগা রইল কবিতায়।

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:০৮

bakta বলেছেন: ধন্যবাদ স্বর্ণলতা। আপনাদের ভালোলাগা আমার প্রেরণা ও সার্থকতা। স্বানন্দে গ্রহণ করলাম আপনার কবিতা্য় ভালোলাগা।

ভালো থাকুন সবসময়।

৫| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা খুব ভাল হয়েছে ।শুভ কামনা রইল ।

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:১০

bakta বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা । আপনার ভালোলাগা আমার প্রেরণা হয়ে উঠুক আরো লেখার।
আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন সবসময়।

৬| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৩

যীশুমন বলেছেন: khub Valo Laglo Kabita ti pore. Cokher samne zeno Jibonto manush gulo ke dekhchhi....................

Good..... keep up continue...............

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪১

bakta বলেছেন: ধন্যবাদ যীশুমন। আপনার ভালোলাগা আমার প্রেরণা হয়ে উঠুক আরো লেখার। ভালো থাকুন সবসময়।

৭| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতা, বাস্তবধর্মী পঙ্কতিগুলোতে ছবি হয়ে ফুটে উঠেছে।

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:১২

bakta বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা । ছবিটা আপনার নজরে এসেছে । এটাই চেয়েছিলাম ফুটিয়ে তুলতে।

ভালো থাকুন সবসময়।

৮| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৭

আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন বলতেই হয় ।

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:১৪

bakta বলেছেন: ধন্যবাদ ভাই আহসানের ব্লগিং - প্রশংসায় উচ্ছ্বসিত। খুব ভালো থাকুন।

৯| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি কবিতা। কঠিণ বাস্তবতায় ভরপুর --------

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:৪২

bakta বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা- ঠিক বলেছেন একদম কঠিন বাস্তবের ছবি আঁকতেই চেয়েছিলাম। খুব ভালো থাকুন।

১০| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৬

ভবঘুরে মিথি বলেছেন: আহা খুব ভালো লিখেছেন রে ভাই.....চোখে ভাসল ছবি গুলো। শুভ কামনা থাকল

২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:৪১

bakta বলেছেন: ধন্যবাদ ভবঘুরে মিথি - ঠিক বলেছেন একদম কঠিন বাস্তবের ছবি আঁকতেই চেয়েছিলাম। শুভ কামনা থাকল , খুব ভালো থাকুন।

১১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:১৯

মিনুল বলেছেন: ভালো লাগলো ভাই।জীবন বাস্তবতার এক খন্ড চিত্র এই কবিতাটি।

২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৪

bakta বলেছেন: ধন্যবাদ মিনুল । কঠিন বাস্তব নিয়েই লিখেছি। ভালো লাগার জন্য আবারও ধন্যবাদ ভাই সাহেব । শুভ কামনা থাকল , ভালো থাকুন সবসময়।

১২| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:২৩

সুমন ঘোষ বলেছেন: দারুন দারুন.......অসম্ভব সুন্দর কবিতা। যেন ছবি দেখলাম।

২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৪

bakta বলেছেন: ধন্যবাদ মি: সুমন । আপনার ছবি আমি দেখেছি। আপনি অসাধারণ আঁকেন। ভালো থাকুন সব সময়।

১৩| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৭

দাদা- বলেছেন: আর কবিতা কই ? লিখছেন না কেন ? ভালো আছেন তো ?

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১২

bakta বলেছেন: লিখবো দাদাভাই........... একটু সময় করে নিই .. কাজে ব্যস্ত থাকার জন্য লিখতে পারছি না। ভালো থাকুন সব সময়।

১৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:২৯

আরজু মুন জারিন বলেছেন: আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি +++++++++

তা যে হবে আপনি তো বক্তা। অনেক ভাল লেগেছে কবিতা। ধন্যবাদ কবি বক্তা। ভাল থাকুন।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫০

bakta বলেছেন:
হুম ম্যাডাম, মন্তব্য করতেই ভালোবাসতাম। কিন্তু কলমটা কবিতা লেখার জন্য খুব সুড়সুড় করে উঠল। তাই আর কি এই সামান্য কিছু-----

আপনার ভালোলাগা আমার পাথেয়। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আপনাকে । হৃদয় থেকেই চাইছি আপনিও খুব খুব খুব ভালো থাকুন।

১৫| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৪

আরজু মুন জারিন বলেছেন: বক্তা দেবা আপনা র নুতুন লেখা নাই কেন?

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৫

bakta বলেছেন:
হে দেবী ! সময় করে উঠতে পারি নি যে । খুব ব্যস্ততার মাঝে জীবন অতিবাহিত করি রুটি রুজির জন্য তাই বেশি সময় দিতে পারি না যে ।
যখন সময় পাই একটু আধটু লিখে ফেলি.........যদি মন থাকে ভালো।


আামার ব্লগকাননে আপনার পদধূলিতে আমি আপ্লুত । ধন্য হলুম, ধন্য হলো আমার ব্লগকানন , আপনার মতো লেখিকার পদস্পর্শে ।

ছোট্ট হৃদয় দিয়ে আবার আপনাকে বিশাল সাদর আমন্ত্রন জানাই ।


মহান করুণাময় ঈশ্বর আপনার ও আপনাদের সতত মংগল করুন । ভালো থাকুন সদা।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: অসাধারন অনুভুতি .........

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬

bakta বলেছেন: ধন্যবাদ সোহানী - ভালো থাকুন সব সময়।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭

লেখোয়াড় বলেছেন:
দারুন লিখেছেন।
++++++++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯

bakta বলেছেন: শিরোধার্য করিলাম আপনার প্রেরিত প্লাস। ধন্যবাদ জানিবেন অনেক। আর অনেক অনেক অনেক ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.