নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

টাক নিয়ে টাকাটাকি

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৮





টাক নিয়ে টাকাটাকি

বলি কি ব্যাপার খানা ?

টাকের ব্যাপারে আছে দেখি

কার সব থেকে বেশি জানা।



বেশি জানা যার তার আছে টাক

আপনার ও মাথাতে,

তাই দেখি হেতা বলিতে কথা

সামুর এই পাতাতে ?



সাদা কালো গোল লম্বা

পাতলা ফিকে হালকা,

একফালি চেঁদো মাথা

আঁকা কত কলকা।



টুপি পড়ে টাক ঢাকে

কেউ মাথা মুড়িয়ে,

আয়নায় দেখে নিজে

আগু পিছু ঘুরিয়ে।



ভাবে না কো বিজ্ঞানী

ভাবে না কো সরকার,

ভাবছি এই টাক নিয়ে

কিছু করা দরকার।



যার আছে সেই জানে

কি যে মনে ব্যাথা দুখ,

তাই আর কথা নয়

টাক নিয়ে একদম চুপ।



নাই টাক ঠিক কথা

দু:খ তাদের জন্যে,

টাক নিয়ে টাকিগণ

ঘুরে ফিরে হন্যে।



কে শোনে কার কথা

টাক না ঐ টাকা রে,

টাকা দিয়ে না ঢাকা যায়

টাকিটার টাক রে।



সরকার ফাঁকা ট্যাঁকে

নাই ভরা ট্যাঁকশাল,

শুনি নাই কোন কালে

টাকে পড়ে পাকা তাল।



কিছু নাহি ওষধি

টাকে কিছু লাগাবার,

সামান্য এই প্রচেষ্টা

টাকি দের জাগাবার।



আছো কি ভাই টাকওলা

এই সামু বাড়ীতে ?

টাক ঢাকো আপনার

মিশি ভুষো কালিতে।



আছে যার টাক মাথা

টেকো কয় তাহারে,

টেকো মাথায় পড়ে আলো

খেলে বেশ বাহারে।



জানো কি ভাই টাকওলা

খুব বেশি রাগীদার,

রেগে গেলে কে হবেন

এ রাগের ভাগীদার ?



দেখো নাই ছোকড়াদের

বুড়ো লাগে টাকেতে,

মেয়েরাও নয় রাজি

টেকো ছেলে বিয়েতে।



রোদে পুড়ে ঘিলু ভাজা

ঘাম পড়ে গড়িয়ে,

বরষার জল ধারা

পড়ে যায় ছড়িয়ে।



শীতে টাক ফেটে ফাঁক

চামড়া যে উঠে যায়,

উকুনের কি বা সাধ

টেকো মাথা চেটে খায়।



মাথামোটা কম লাগে

টাক ভরা মাথা যার,

তেল সাবান শ্যাম্পুর

নাই কোন কারবার।



টেকোলোক দেখে মনে

মনে হয় বেশ বাঘা লোক,

ভয়েতে বলতে কথা

বারে বারে খাই ঢোঁক।



মনে হয় বেশ বিজ্ঞ

বেশ বড়ো অফিসার,

মোটা কাঁচের চশমায়

বেশ মুখ রাশভার।



ভয়ে কাছে যেতে তখন

বেশ লাগে খটকা,

টাক মাথায় ভালো লাগে

ফাটাতে যে পটকা।



টেকোলোকে এ ছড়া পড়ে

জানি গালি মারবেন,

বেশ জানি কাছে পেলে

বেশ করে ঝারবেন।



থাক ভাই টাকাটাকি

ঢের হয়েছে রাখো না,

আমি কই হেঁকে টেকো

যে যেখানেই থাকো না।



গালি যদি খেতেই হয়

টেকো তবে হেঁকে কই,

টাকবাজ জিন্দাবাদ

ঐ টাকে ঘোল ঢালো দই।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

জাফরুল মবীন বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ.....

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০

bakta বলেছেন: ধন্যবাদ ভাই জাফরুল...... ভালো থাকুন সদা সর্বদা।

২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ২:০৩

পিয়ালী দও বলেছেন: :D

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫১

bakta বলেছেন: ধন্যবাদ পিয়ালী...... ভালো থাকুন সদা সর্বদা।

৩| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

সোহানী বলেছেন: হাহাহাহা দারুনতো !!!!!!!!!

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

bakta বলেছেন: Sattyi Darun.

৪| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: মজার ছড়া লিখেছেন । =p~

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭

bakta বলেছেন: হুম..সেলিম ভাই মজার ছড়া। ধন্যবাদ। ভালো থাকুন সদা।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯

লেখোয়াড় বলেছেন:
আপনি তো মজার কবি হে!!

পারেন বটে!

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

bakta বলেছেন: আপনিও তো কম মজার নন ভাই । প্রায়ই দেখি আপনি লেখোয়ার থেকে খেলোয়ার ও হয়ে (পাবলিকে বানিয়ে দেয়) যান। ধন্যবাদ। ভালো থাকুন সদা।

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮

রাজু রহমান বলেছেন: হে হে হে =p~

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

bakta বলেছেন: হা: হা: হা: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.