নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

ব্লগার পাকাচুলের উদ্দেশ্যে -

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

এই যে ভাই পাকাচুল

কলপ কেন লাগাও না ?

সাদাচুলে লাগিয়ে কালি

পাকাগুলিকে ভাগাও না।



এসো এসো আমার কাছে

বসো দেখি এই টুলেতে,

এই দেখো আলকাতরা

লাগিয়ে দিই ও চুলেতে ।



আছে কাছে ভূষা কালি

তেলে ঢেলে গুলে,

দেখি এসো লাগে কেমন

লাগিয়ে দিই চুলে।



আরে ভাই নয় ভয়

আমি আছি কেন ?

পাকাচুলে কালি ঢেলে

দিছি খুলে পেনও।



আরে ভাই শোন না

রাগ করে থেকো না,

পরখ করে একটি বার

তেলকালি মেখো না।



পাকা চুলে থেকো না আর

কালো করো আয়াসে,

রোদে খানিক দাঁড়ায়ে

দেখো নিজ ছায়া সে ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

লেখোয়াড় বলেছেন:
আপনি তো দেখি ছড়ার যাদুকর!!
দারুন।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮

bakta বলেছেন:
আমার লেখা দেখছি আপনার খুব ভালো লাগে ?
ধন্যবাদ জানাই লেখোয়ার বন্ধুকে। ভালো থাকুন সব সময়।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯

bakta বলেছেন: আবারও ধন্যবাদ জানাই সেলিম ভাইকে। ভালো থাকুন সব সময়।

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

বেকার সব ০০৭ বলেছেন: পাকাচুলের ছড়া সুন্দর হয়েছে

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০০

bakta বলেছেন: ধন্যবাদ জানাই বেকার সব ০০৭ ভাইকে। ভালো থাকুন সব সময়।এবার আপনাকে নিয়ে লিখবো । কি রাজি তো ?

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Super!

আমাকে নিয়ে একটা লেখেন।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৮

bakta বলেছেন: ধন্যবাদ জানাই এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা । আপনি ভাই না বোন বিষম খাচ্ছি , সংশয় জাগাচ্ছে নাম টি নিয়ে। যাই হোক হার্দিক শুভেচ্ছা সহ খুব ভালো থাকুন সব সময়।

এবার আপনাকে নিয়ে লিখবো ঠিক আছে ?

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি বোন।

থ্যাংক্স। আশা করি আশাহত হব না।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১২

bakta বলেছেন: পরিচয় দানে সুখী হলাম। এবার আপনাকে খুশি করার পালা....কখনই আশাহত করব না আপনাকে। কথা দিলাম।

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: চমেৎকার হইচে B:-/ B:-/

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০২

bakta বলেছেন: তাই নাকি মৃদুল বাবু ?
তা বেশ বেশ। ধন্যবাদ নেন। আর খুব খুব ভালো থাকেন যেন ।

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৪

মামুন রশিদ বলেছেন: হাহাহ, সুকুমারিও ছড়া মজার হৈছে । কেউ একজন ব্লগার পাকাচুল কে খবর দিন :)

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯

bakta বলেছেন: তা নয় গো ভাই মামুন
এটা নয় গো সুকুমারি,
লিখেছে যে বক্তাভাই
তাই এটা বক্তারি।

ধন্যবাদ নেন। আর খুব খুব ভালো থাকেন যেন ।

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২২

পাকাচুল বলেছেন: :P :P

অনেক সুন্দর। অনেক ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

bakta বলেছেন:

ধন্যবাদ নেন পাকাচুল । আর খুব খুব ভালো থাকেন যেন ।

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: মৃদুল বাবু ?? :( :(

আমি দাদাদের দলের নই রে ভাই।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

bakta বলেছেন:

নস তুই দাদা দলে
তা হলে কি ভাই,
চানাচুর মুড়ি দিয়ে
আয় মোরা খাই।

সাথে লব র চা
গোটা দশ চপ,
চোখ বুজে ভাই তুই
খাবি গপা গপ।

এতে আবার দল কি
মজা করে ডাকা,
তুই দেখি আজও
রয়ে গেলি খোকা।

বাবু বলে দাদা হয়
কোথা শুনে এলি,
ভালোবেসে ডেকে দেখি
মোরে ফেঁসে দিলি ?

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: অস্থির !!!!


নাম কি আপনার
bakta না বক্তা?
প্রতিভা নয় যেন
সেগুনের তক্তা

ছন্দের যাদুকর
পালঙ্কের কাঠ
বন্যায় ভেসে গেল
চৌত্রের মাঠ

ঘুনপোকায় খায়না
তরতাজ ব্রেণ
প্রতিদিন পূর্ন
সামুর ড্রেন

দাদা হই খোকা হই
বাবু নই সবার
একজনই আছে
এই নামে ডাকার।

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

bakta বলেছেন: আরে আরে নয় অস্থির
চুপ করে বসো দেখি,
আসল কথা বলছি শোন
নয় তো মোটেই মেকি।

আমি হলুম গাঁয়ের বক্তা
বলি সবে হেঁকে ডেকে,
বক্তা বলেই বলছি আজি
দিব নি কারে সেঁকে।

বাবু নামে ডাকে মা-বাপ
জানি ভাই জানি রে,
খোকা বলে মোরা ডেকে
বুকে লই টানি রে।




১১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

রাতুল_শাহ বলেছেন:
সুন্দর

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬

bakta বলেছেন:
ধন্যবাদ রাতুল শাহ
ভালোলাগার জন্য,
আমার বাড়ী এসে আপনি
করলেন আমায় ধন্য ।

থাকুন ভালো সবসময়
শুভেচ্ছা রইল সাথে,
দেখা হলে হ্যান্ডশেক হবে
মিলিয়ে হাত হাতে ।

১২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//মামুন রশিদ বলেছেন: হাহাহ, সুকুমারিও ছড়া মজার হৈছে। //


এন্ডোরসড! আমারও একই কথা :)

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

bakta বলেছেন:

তা নয় গো মইনুল ভাই
এটা নয় গো সুকুমারি,
লিখেছে যে বক্তাভাই
আজি তাই এটা বক্তারি।

ধন্যবাদ নেন মইনুল ভাই । আর খুব খুব ভালো থাকেন যেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.