নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট সে বোন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার উদ্দেশ্যে -

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

ছোট্ট খানি বোনটি যে গো

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,

নাম টি তারি ভারি সুন্দর

যেন পাহাড়ের গায়ে ঝর্ণা ,



সারাদিন খালি ব্লগে ঘোরাঘুরি

করে ফেলে মন্তব্য,

নিজে কিন্তু কিচ্ছু লেখে না

নাহি স্থান গন্তব্য ।



খুবই লাজুকে মিষ্টি সে মেয়ে

এই আসে এই যায়,

তারি মাঝে করে পড়াশুনা সে-

সামুকে মাখেনি গায়।



আজ তারে দেখি সকালবেলায়

আমার বলগে আসি,

ঝটিকা সফরে বাজিয়ে গেলো সে

পরাণে আমার বাঁশি ।



থামো রে থামো রে বলতে বলতে

নিমেষে উধাও স্বর্ণা,

তারি অনুরোধে লিখি এ কবিতা

মোর কাছে সে তো পর না ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫

লিখেছেন বলেছেন: থামো রে থামো রে বলতে বলতে
নিমেষে উধাও স্বর্ণা,
তারি অনুরোধে লিখি এ কবিতা
মোর কাছে সে তো পর না ।

---

মন চুয়ে গেল

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

bakta বলেছেন:

কি নামে যে ডাকি
নাম টি উহ্য রাখি,
লিখেছেন নিকে তুমি
আপনারে রেখেছ ঢাকি।

আমার ও মনটা সত্যি কেমন ছুঁয়ে গেল - লিখেছেন।

ভালো থাকুন সবসময় , শুভেচ্ছাকে দিলাম সদাই আপনার পাশে ।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: সামুর চাঞ্চল্যকর ব্লগারকে নিয়ে চাঞ্চল্যকর রম্য কবিতা। :) :
পরের টার্গেট কে?

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

bakta বলেছেন:

সোজা কথা বলি মৃদুল
ভাই কেউ নয় টার্গেট,
সবাই কে হাসাতে আজ
হয়েছি যে কোলগেট।

কে বলতে পারে ভাই
কখন কারে ধরি,
লিখে ফেলি হুড়মুড়িয়ে
হাজার ছড়া ছড়ি ।

চঞ্চল হবার নেইযে কারণ
ছড়িও না ভাই চাঞ্চল্য,
আজ দেখো এই রয়েছি
হয় রহিব না আর কল্য।

পারিনা থাকতে চুপটি মেরে
কিছুই নাহি করে,
লিখে ফেলি ছড়া কোবতে
পাই যারে ভাই ধরে।



৩| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Awesomeeeeeeeeeeeeeeeeee. Thank you so much!!!!!!!!!!!!!!!!!!!

Ami pore detailed comment dibo.

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০০

bakta বলেছেন: আমি অপেক্ষারত তোমার কমেন্টের জন্য।

ধন্যবাদ স্বর্ণা - কবিতায় ভালোলাগা দিয়ে প্রেরণা দিয়ে গেলে আরো ।

ভালো থেকো সব সময়।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।অনেক আদরের স্বর্ণাকে নিযে আমার ও কবিতা আসছে। শুভকামনা স্বর্ণার জন্য ।অভিনন্দন কবিতার জন্য কবিকেও ।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০১

bakta বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই সাহেব। ভালো থাকুন সবসময় ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯

আরজু মুন জারিন বলেছেন: ছোট্ট খানি বোনটি যে গো
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,
নাম টি তারি ভারি সুন্দর
যেন পাহাড়ের গায়ে ঝর্ণা
,+++++++

আল্লাহ আমি মনে করেছি এ পুরুষ নিক সবসময় মেল পারসন এর ছবি দেখি। সুন্দর কবিতা ছোট বোন স্বর্ণা কে নিয়ে। বক্তার কবিতা বক্তব্যের মত জোরাল আবেদন ফেলল মনে। ভাল থাকুন বক্তা। জোরে শোর এ চালিয়ে যান বক্তব্য এবং কবিতা ও। অনেক শুভেচ্ছা রইল স্বর্ণা এবং বক্তার জন্য।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১২

bakta বলেছেন:

হে দেবী - আজ আমার ব্লগ বাড়ী সত্যি সত্যি পূণ্যভূমি হয়ে উঠল আপনার শ্রীচরণকমলের ধুলিতে। আমি ধন্য ও আপ্লুত ।
আপনার অকৃপণ উদার হৃদয় ও হাত থেকে যে অসংখ্য + আমায় দিলেন আমি তা আমার শিরে ধারণ করলাম। এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাতে ভুললাম না। আপনার সুশুভেচছাও নিলাম হৃদয় ভরে।

শত শুভেচছা জানাই আমার এ ছোট্ট হৃদয় থেকে । অনেক অনেক ভালো থাকুন, মনোরম থাকুন ।

৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর ছড়া।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৪

bakta বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন। ভালো থাকুন সবসময় ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৮

লিখেছেন বলেছেন: আমার কবিতা স্বর্ণা কে নিয়ে-

ওহে স্বর্ণা , তুমি কি আছ আজ ব্লগে :)

সেদিন দেখেছি তোমায় বই মেলাতে বন্ধু র লগে B-)

প্রোফাইল ছবি তুমি পালটাও হরদম X(

রাখনা কোন ব্লগ নিজের, তাতে ব্যথা পাই বেদম :||

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬

bakta বলেছেন:
খুব ভালো লিখেছেন । ভালো থাকুন সবসময় ব্যাথা নিরাময় করে ভালো থাকুন।

৮| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছড়ায় আপনার হাত পাকা,
কোন সন্দেহ তাতে নেই
কবি-ছড়াকার শুধু ভাষায় নয়
যার মন আছে শুধু সেই।

(...আপনার ছড়ায় তা-ই পেলাম)

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

bakta বলেছেন:

এই ভাবে পেলে প্রশংসা সবার
লিখতে ইচ্ছা জাগে,
মনে হয় লিখি হাজার কবিতা
রসে রাগে-অনুরাগে।

ভালো থাকুন মইনুল ভাই
শুভেচ্ছা দিলাম ভরি,
অন্তর হতে সবার সাথে
ব্লগে আমন্ত্রন করি ।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজার ছড়া।
স্বর্ণার পরের ডিটেইলড কমেন্ট কৈ ?

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২০

লিখেছেন বলেছেন: হাহাহ, মজার ছড়া।
স্বর্ণার পরের ডিটেইলড কমেন্ট কৈ ?

১১| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: স্বর্ণা তো এখন এলিয়ানা সিম্পসন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.