নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

প্রেমসাগরে ডুব দিয়ে মন চায় যে গড়তে নতুন জীবন-

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

প্রেমনগরে থাকি গো ভাই

প্রেম কি জানি না,

পেটে খায় না মুখে মাখে

কিসে করে রান্না ।



সাদা নাকি কালো বলো

কোন সে রঙের সেটি,

বসার নাকি শোয়ার ওগো

থালা না বাটি ঘটি ।



মিষ্টি নাকি টক ঝাল নুন

তেতো কষা কটু,

বলো না ভাই খুলে আমায়

যারা আছো পটু ।



কারা করে কোথায় কেন

প্রেম কে জানতে চাই,

মরছে কেন প্রেমরোগেতে

মোদের বোন ও ভাই ।



কেমন ধারা এ রোগ খানি

নাই কি কোনো হসপিটাল,

নাই ডাক্তার নাই কো ওষুধ

রোগেতে দেশ টালমাটাল ।



কি ভাইরাস কোন জীবানু

কেই বা বহন করে,

এমন মারণ রোগ ছাইছে

সবার ঘরে ঘরে ।



লেকের ধারে পার্কে বসে

ঘরের পাশে, রাস্তায়,

জোড়ায় জোড়ায় ঘুরছে দেখি

ছড়িয়ে যে রোগ সস্তায়।



রেস্তোঁরা ও হোটেল ধাবায়

গলির মোড়ে লুকিয়ে,

এই রোগেতে মরছে খুকি

কাঁদছে শেষে ফুঁপিয়ে ।



প্রেমটি কি ভাই নেশা না শখ

মাথায় কিচ্ছু ঢোকে না,

কেনই বা সব করছে এরা

বাবা মা ও বকে না ।



প্রেম পীরিতি কাঁঠাল আঁঠা

লাগলে পরে মনে,

মরেছিল কেষ্ট ঠাকুর

প্রেমের বৃন্দাবনে ।



ভাবছি আমি দেখব চেখে

প্রেম কি রকম খেতে,

লাগলে ভালো মনময়ূরী

উঠবো তাতে মেতে ।



প্রেমসাগরে ডুব মেরে ভাই

মরতে মন যে চায়,

এমন রোগে মরলে নাকি

প্রেমিক স্বর্গে যায় ।



মুলেও যে নাই প্রেমিকা মোর

প্রেম করি কার সঙ্গে ?

এক সে আকাশ তলে মোরা

কি ঘর বাঁধি এই বঙ্গে ।



_____********_____

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর !

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯

bakta বলেছেন:
ধন্যবাদ ভাই মামুন রশিদ
ভালো থাকুন অনেক। শুভেচ্ছা রইল সাথে ।

২| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

লেখোয়াড় বলেছেন:
আহারে প্রেম রে!

তুই এবার পালারে !

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২১

bakta বলেছেন:

প্রেম যদি ভাই পালিয়ে ই যাবে
লেখোয়াড় ভাই তখন কি খাবে ?

৩| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

আরজু মুন জারিন বলেছেন: প্রেমনগরে থাকি গো ভাই
প্রেম কি জানি না,
পেটে খায় না মুখে মাখে
কিসে করে রান্না । X( X(( :-P

তাইত সবাই ভালবাসার অর্থ বুঝার আগে ভালবাসায় ডুবে যাই।প্রেম লাপ দিয়ে ঝাপ দিয়ে কি করব সাতার কাটা ছাড়া ,মানবিক ব্যাপার। ওই যে গান আছে না আইয়ুব বাচ্চুর
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙ্গে চুরে গুড়ো গুড়ো। .লোল। এই গান টা যতবার মনে পড়ে ততবার হাসি যদিও সত্যি। প্রেম মনে হয় পড়ে যায় আমাদের উপরে আমরা পড়ার চেয়ে ,অযৌক্তিক আচরণ গুলি তাই বলে।

অনেক সুন্দর লিখেছেন প্রেমের কবিতা বক্তা দেবা। এখন তাহলে মাইক ছেড়ে স্টেজ ছেড়ে প্রেমিকার কানের কাছে গুনগুন করে বক্তৃতা দিবেন প্রেমের মহাত্ম্য নিয়ে।

অনেক অনেক মুগ্ধতা ,ভালবাসা আপনার কবিতায়। শুভেচ্ছা রইল অনেক অনেক।

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

bakta বলেছেন:
আমার প্রেমের কবিতা পড়ে
খুশি যে আরজু দেবী ,
হাজার কবিতা লিখলেও আমি
হতে পারিনি গো কবি।

মনের মাঝে ভেসে যে বেড়ায়
ভালোবাসার এক ছবি,
অস্ত গেছে জীবনে আমার
প্রেম আকাশের রবি ।

মাইক নিয়ে মাঠ ময়দানে
আর না রইব ভাবি,
এতদিন তো বক্তা ছিলাম
দেখি হতে পারি যদি কবি।

প্রেমিকাই নেই কার কানে বলি
ভালোবাসি গো তোমায় !
প্রেমের আশাতে মনটা আমার
চলেই গেছে কোমায়।

কবিতায় ভালোলাগা জেনে
মিটিল মনের সাধ,
তাইতো দেবী হৃদয় থেকে
জানাই ধন্যবাদ ।


অনেক অনেক মুগ্ধতা আমারও রইল ,ভালবাসা আপনার প্রশংশায়। শুভেচ্ছা রইল অনেক অনেক। আর খুব খুব খুব ভালো থাকুন সতত।

৪| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

আরজু মুন জারিন বলেছেন: দুইজায়গায় " পড়ে " শব্দ টা বাদ পড়েছে দেবা বক্তা। কষ্ট করে একটু পড়ে নিয়েন।" আমাদের উপরে পড়ে" হবে ।ঝাপ দিয়ে পড়ে" হবে ..

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৬

bakta বলেছেন:

ওক্কে দেবী ঠিক আছে
নাহি কোন অসুবিধা,
আঁকা বাঁকা বুঝি না
পড়ে নিছি সিধা ।

শুভেচ্ছা রইল অনেক অনেক।

৫| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: :)

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

bakta বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা রইল অনেক অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.