নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

অভিমানীর বিলাপ

১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪





আকাশের বুকে ভাসমান চাঁদ

ছড়ানো ছিটানো তারা,

মুগ্ধ নয়ন জোছনা সে রাতে

এ যে অপরূপ মনোহরা ।



ভাবি চলে যাই জোছনা বেয়ে

থাকি সে চাঁদের দেশে,

মিষ্টি আলোয় ঘুম পাড়াবে

স্বপন ভেসে ভেসে ।



তারাদের সাথে করি কোলাকুলি

পানসি মেঘের ছাওয়ায়,

খেলি লুকোচুরি পরীদের সাথে

মেলে দিয়ে ডানা হাওয়ার।



পারিজাত বনে ঘুরি আনমনে

সুপ্তি ছড়ানো ঘাসে,

কামিনী সুবাসে মাতাল বাতাস

শেষ শাওনের মাসে।



আলোছায়া ঘেরা কদমতলায়

ছড়ানো পাথর নুড়ি,

মাথা ভরা চুল সাদা ঝুঁটি বাঁধা

চরকা কাটে সে বুড়ি।



ঘোলাটে নয়নে তাকালো খানিক

শিহরণ লাগে বুকে,

ট্যারাবাঁকা দাঁতে অদ্ভুত হাসে

মাথা নাড়ে ঝুঁকে ঝুঁকে।



সারাদিন মাতি ঝরনা তলায়

স্নান করবার ছলে,

ময়ূরপঙ্খী দিই গো ভিড়িয়ে

স্নিগ্ধ সোনালী জলে।



দুর থেকে দেখি খুঁজছো আমায়

তোলাপাড় করে পাড়া,

লুকিয়ে আমি দেখছি সবই

দিচ্ছি নাকো সাড়া ।



এবার তো তোমায় হয়না দিতে

খুব করে মোরে বকা,

সারাদিন আর করে না দুষ্টুমি

তোমার দুষ্টু খোকা,



ভাঙ্গে না তোমার আচার শিশি

ফেলে না দুধের বাটি

আর করে না বায়না খোকা

করে না কান্না কাটি।



আর তো আমি ফিরব না মা

চাঁদেই যাবো রয়ে,

ভাবো খোকা হারিয়ে গেছে

রইবে ব্যাথা সয়ে ।



নিঝুম রাতে ঘুম পাড়াবে

কোলের বালিশ পেড়ে,

দেখবে জেগে ঘুমায় কিনা

হাতটি নেড়ে চেড়ে ।



দেখবো আমি কাঁদছো তুমি

ফুঁপিয়ে আঁচল তলে,

দু হাত বাড়িয়ে আসবো নাকো

ঝাঁপিয়ে তোমার গলে।



মা গো তুমি মনে করো না

যায় যদি খোকা চলে,

এমনি করে চাঁদের দেশে

একলা তোমায় ফেলে ।



আর বকো না আর মেরো না

আদর করো আমায়,

সত্যি বলছি যাবো না আমি

ছেড়ে কোথাও তোমায় ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: খুবই চমৎকার ভাবনা! আপনার কবিতা পড়তে পড়তে আমিও চাঁদের দেশ, মুক্ত আকাশ আর চরকা বুড়ির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি! তবে কবিতায় ছন্দ ও মাত্রা কোনোটাই ঠিক নেই, আর এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যে গুলো বর্তমানের সাথে একেবারেই বেমানান! যেমনঃ হেরি, বারেক ইত্যাদি। এই শব্দ গুলো কেবল আমাদের পূর্বের প্রজন্মের কবিরাই ব্যবহার করতেন! আর সাধু ও চলিত ভাষার মিশ্রণ ছিলো লক্ষনীয়। আশাকরি এই বিষয় গুলো একটু ভেবে দেখবেন। আমিও একজন নতুন লেখক, আমার ও এখনো অনেক ভুল হয়, তাই আমার কথায় কষ্ট পেলে ক্ষমাপ্রার্থী!

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

bakta বলেছেন: ধন্যবাদ সাইফুল্লাহ শামীম ভাই ।

আপনার দৃষ্টিকোণ থেকে আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ।
আসলে আমি কোন কবি বা ছড়াকার বা কোন লেখক নই । তাই সাধু চলিত বা নতুন পুরানো শব্দের ব্যবহারে লেখাটিকে সমৃদ্ধ করতে পারি নি । এর জন্য দুঃখিত । কিছু মনে না করার অনুরোধ রাখলাম। আমি মুলত ব্লগে আসি নেহাত ই সময় কাটানোর ঊদ্দেশ্যে - তাই ওগুলি নিয়ে আর ভাবা হয় না । যাই হোক কিছু সংশোধন করে দিলাম ।

ভালো লাগলো আপনার মতামত পেয়ে । খেয়াল রাখার চেষ্টা করবো পরবর্তি কালে এগুলির ঠিক ঠিক ব্যবহারে ।

আপনার কথায় আমি কোন দুঃখ পাই নি হলফ করেই বলছি ।

আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই । ভালো থাকুন সবসময় ।

২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Where is my kobita? :(( :(( :(( :(( :(( :(( :( :( :( :( X(( X( :(

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

bakta বলেছেন:
কি হলো স্বর্ণা .. আছে তো । রেখেছি সযতনে ।

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫

জাফরুল মবীন বলেছেন: শুভ্র ও সুন্দর!

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

bakta বলেছেন:
ধন্যবাদ জাফরুল মবীন ।
শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকবেন সবসময় ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনাকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান এবং যোগ্যতা কোনোটাই আমার নাই, তবে ভাই হিসেবে পরামর্শ থাকলো, একজন ভালো লেখক হওয়ার আগে আপনাকে একজন মনোযোগী পাঠক হতে হবে!
অনেক শুভ কামনা আপনার জন্য।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

bakta বলেছেন:
ভাইয়ের পরামর্শ আমি রাখলাম আমার অন্তরে । হাজার হোক ভাই তো ।

আমি কখনই বলিনি ভাই আমি লেখক,কবি,সাহিত্যকার,গল্পকার বা ছড়াকার । আর আমার তা হওয়ার বিন্দুমাত্র বাসনাও নাই। শুধুই সময় কাটানোর উদ্দেশ্যেই এখানে এসে লিখি ।

আপনি একজন লেখক । আপনার লেখা দেখলাম ঠিক আমার থেকেও আরো বেশ করুণ অবস্থা সেখানে। আমার মনে হয় আপনার নিজে সেখানে এ ব্যাপারে বেশ যত্নশীল হলে লেখক হওয়ার ভালো সুযোগ হয়ে উঠতে পারে । আমার পরামর্শ সেটা করে দেখতে পারেন ।

অনেক শুভ কামনা আপনার জন্য।

৫| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনাকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান এবং যোগ্যতা কোনোটাই আমার নাই, তবে ভাই হিসেবে পরামর্শ থাকলো, একজন ভালো লেখক হওয়ার আগে আপনাকে একজন মনোযোগী পাঠক হতে হবে!
অনেক শুভ কামনা আপনার জন্য।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

bakta বলেছেন:
ভাইয়ের পরামর্শ আমি রাখলাম আমার অন্তরে । হাজার হোক ভাই তো ।

আমি কখনই বলিনি ভাই আমি লেখক,কবি,সাহিত্যকার,গল্পকার বা ছড়াকার । আর আমার তা হওয়ার বিন্দুমাত্র বাসনাও নাই। শুধুই সময় কাটানোর উদ্দেশ্যেই এখানে এসে লিখি ।

আপনি একজন লেখক । আপনার লেখা দেখলাম ঠিক আমার থেকেও আরো বেশ করুণ অবস্থা সেখানে। আমার মনে হয় আপনার নিজে সেখানে এ ব্যাপারে বেশ যত্নশীল হলে লেখক হওয়ার ভালো সুযোগ থাকতে পারে । আমার পরামর্শ সেটা করে দেখতে পারেন ।

অনেক শুভ কামনা আপনার জন্য।

৬| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিউত্তরের জন্য, আমার মতামতকে যে আপনি এতো নেগেটিভ ভাবে নিবেন তা আমি ভাবিনি। আর আমার লেখা সম্পর্কে আপনার বক্তব্য শুনে খুবই খুশি হয়েছি, তবে আরও বেশী খুশী হতাম যদি সুস্পষ্ট করে বলতেন যে আমার ভুল কোথায় আর কোন কোন জায়গায় উন্নতির দরকার আছে।
আপনি বলেছেন যে আপনি কারও জন্য লেখেন না বা লেখক হওয়ার জন্য ও লিখেন না অথচ আপনার আজকের পোষ্ট এ কিছু কমেন্ট এর উত্তর দিতে গিয়ে বলেছেন যে ওনাদের ভালোলাগই আপনার লেখার প্রেরণা ......তো লেখক হতে না চাইলে এই প্রেরণা কিসের জন্য?
আর আপনি যদি ব্লগে সময় কাটাতেই আসেন তাহলে তো বিভিন্ন লেখকের লেখা পড়ে ও তাতে মন্তব্য করেই সময় কাটানো যায় ....পোষ্ট করার দরকার কি?
ভালো লেখা হলে সবাই প্রশংসা করবে যেমনটি আপনার আজকের ছড়াটি নিয়ে করছে, ব্যক্তিগত ভাবে ছড়াটি আমার ও খুবই ভালো লেগেছে, যদিও আমি সন্দিহান যে এটি হয়তো আমাকে উপহাস করে লেখা! তেমনি লেখা খারাপ হলেও সমালোচনা হওয়া স্বাভাবিক! আর আপনি যদি কারও জন্য লিখে নাও থাকেন এটি ভুলে গেলে চলবেনা যে ব্লগ একটি উম্মুক্ত প্লাটফর্ম, আপনি না চাইলেও আপনার লেখা অনেকেই পড়ছে। আপনার লেখায় কমেন্ট করার জন্য আপনি কিন্তু আমাকে দাওয়াত দেননি, তারপরও আমি কেন কমেন্ট করলাম?
সবশেষে আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনার লেখায় কমেন্ট করার জন্য আর ভুলেও কখনো আপনার ব্লগে আসবনা, যদি পারেন ক্ষমা করে দিবেন। আর দয়াকরে যদি আমার প্রকাশিত লেখাগুলোর মাঝে থাকা ভুল গুলো ধরিয়ে দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবো, যাতে ঐ একই ভুল আর না হয়।
ভালো থাকুন নিরন্তর।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

bakta বলেছেন:
এই যে ভাই সাইফুল্লাহ - আপনাকে বলছি মন দিয়ে শুনুন -
লেখা কেউ পড়ুন বা না পড়ুন আমার কিছু এসে যায় না । আমি বেশ ভালো করেই জানি এটা একটি উম্মুক্ত প্লাটফর্ম - এখানে আমি ভাষা ব্যবহার করে নোংরা আবর্জনা ফেলতে আসি না এটা আপনি ছাড়া সবাই জানেন। কেউ লেখার প্রশংসা জনক মন্তব্য দিলে আমিও মন্তব্য করে থাকি স্বাভাবিক ও সুস্থ মস্তিষ্কেই । কারো লেখা পড়ি - ভালো লাগলে আমি নিজেও মন্তব্য করি, কারো লেখা ভালো না হলে আমি কিন্তু কখনই তাকে আপনার মতো ঝাঁঝালো রুচিহীন মন্তব্য করি না ।
কবিতায় ছন্দ মাত্রা কিছুই ঠিক নেই, কবিতায় সাধু চলিতে খিচুড়ি, কবিতায় পূরানো শব্দের ব্যবহার এ সবের জ্যাঠামো নাই করতে পারতেন । আপনাকে প্রথম যখন প্রতি উত্তর করি তাতেই সব স্পষ্ট করে বলা আছে । বার বার এসব নিয়ে আমার লেখায় কমেন্টস করার অভিপ্রায় টা কি ? হিংসা ? না ইচছা কৃত ভাবে হেনস্তা ?
যেখানে প্রথম প্রতিউত্তরেই সব বলে দিয়েছি আর ঘুরিয়ে ফিরিয়ে হেনস্তা করে আপনি কি নিজেকে বিরাট ভাষাবিদ প্রমাণ করতে চাইছেন ? তা না হলে দুই বার দুই বার করে কমেন্টস করেন কি করে ? এর দ্বার কি গলার জোর ও প্রতিপত্তি প্রমাণ করতে চাইছেন ? না ইচ্ছাকৃত ভাবে হেনস্তা ?
আমি আপনাকে নিমন্ত্রন করে আনি নি যে এখানে এসে আপনার মত করে মন্তব্য করে যান। আপনার ব্লগে গিয়ে তো কই আমি কোন মন্তব্য করে আসি নি ?
কে দিল আপনাকে এত সাহস আমায় এভাবে অপমান করে লেখার ?
ভদ্রতা শিষ্টতা বলে কি কিছুই নেই আপনার ? সে শিক্ষা যে পান নি তা স্পষ্টই বোঝা যাচ্ছে । তাই আমার রুচিতে বাধছে আপনার মন্তব্যের প্রতি উত্তর করতে ।

আমি লেখা পোষ্ট করবো বা না করবো এটা একান্তই ব্যক্তিগত । ভদ্রতার সীমা ছাড়িয়ে ধুম করে প্রশ্ন করে দিলেন - ....পোষ্ট করার দরকার কি ?


দয়া করে আমার ব্লগে না আসলে খুশি হবো । কিছু মনে করবেন না আমি বাধ্য হলাম আপনাকে ব্লক করতে ।

পরিশেষে ভালো থাকুন সুস্থ থাকুন, আপনার সুমতি হোক এই কামনা করি।

৭| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিউত্তরের জন্য, আমার মতামতকে যে আপনি এতো নেগেটিভ ভাবে নিবেন তা আমি ভাবিনি। আর আমার লেখা সম্পর্কে আপনার বক্তব্য শুনে খুবই খুশি হয়েছি, তবে আরও বেশী খুশী হতাম যদি সুস্পষ্ট করে বলতেন যে আমার ভুল কোথায় আর কোন কোন জায়গায় উন্নতির দরকার আছে।
আপনি বলেছেন যে আপনি কারও জন্য লেখেন না বা লেখক হওয়ার জন্য ও লিখেন না অথচ আপনার আজকের পোষ্ট এ কিছু কমেন্ট এর উত্তর দিতে গিয়ে বলেছেন যে ওনাদের ভালোলাগই আপনার লেখার প্রেরণা ......তো লেখক হতে না চাইলে এই প্রেরণা কিসের জন্য?
আর আপনি যদি ব্লগে সময় কাটাতেই আসেন তাহলে তো বিভিন্ন লেখকের লেখা পড়ে ও তাতে মন্তব্য করেই সময় কাটানো যায় ....পোষ্ট করার দরকার কি?
ভালো লেখা হলে সবাই প্রশংসা করবে যেমনটি আপনার আজকের ছড়াটি নিয়ে করছে, ব্যক্তিগত ভাবে ছড়াটি আমার ও খুবই ভালো লেগেছে, যদিও আমি সন্দিহান যে এটি হয়তো আমাকে উপহাস করে লেখা! তেমনি লেখা খারাপ হলেও সমালোচনা হওয়া স্বাভাবিক! আর আপনি যদি কারও জন্য লিখে নাও থাকেন এটি ভুলে গেলে চলবেনা যে ব্লগ একটি উম্মুক্ত প্লাটফর্ম, আপনি না চাইলেও আপনার লেখা অনেকেই পড়ছে। আপনার লেখায় কমেন্ট করার জন্য আপনি কিন্তু আমাকে দাওয়াত দেননি, তারপরও আমি কেন কমেন্ট করলাম?
আপনার আর আমার মাঝে যা হচ্ছে আমি চাইনা তা আরও সামনের দিকে এগিয়ে যাক ....আমি চাই বিষয়টির এখানেই সমাপ্তি ঘটুক, তাই আমি সবদোষ এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার আমার কাঁধে তুলে নিলাম!
সবশেষে আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনার লেখায় কমেন্ট করার জন্য আর ভুলেও কখনো আপনার ব্লগে আসবনা, যদি পারেন ক্ষমা করে দিবেন। আর দয়াকরে যদি আমার প্রকাশিত লেখাগুলোর মাঝে থাকা ভুল গুলো ধরিয়ে দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবো, যাতে ঐ একই ভুল আর না হয়।
ভালো থাকুন নিরন্তর।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

bakta বলেছেন:
এই যে ভাই সাইফুল্লাহ - আপনাকে বলছি মন দিয়ে শুনুন -
লেখা কেউ পড়ুন বা না পড়ুন আমার কিছু এসে যায় না । আমি বেশ ভালো করেই জানি এটা একটি উম্মুক্ত প্লাটফর্ম - এখানে আমি ভাষা ব্যবহার করে নোংরা আবর্জনা ফেলতে আসি না এটা আপনি ছাড়া সবাই জানেন। কেউ লেখার প্রশংসা জনক মন্তব্য দিলে আমিও মন্তব্য করে থাকি স্বাভাবিক ও সুস্থ মস্তিষ্কেই । কারো লেখা পড়ি - ভালো লাগলে আমি নিজেও মন্তব্য করি, কারো লেখা ভালো না হলে আমি কিন্তু কখনই তাকে আপনার মতো ঝাঁঝালো রুচিহীন মন্তব্য করি না ।
কবিতায় ছন্দ মাত্রা কিছুই ঠিক নেই, কবিতায় সাধু চলিতে খিচুড়ি, কবিতায় পূরানো শব্দের ব্যবহার এ সবের জ্যাঠামো নাই করতে পারতেন । আপনাকে প্রথম যখন প্রতি উত্তর করি তাতেই সব স্পষ্ট করে বলা আছে । বার বার এসব নিয়ে আমার লেখায় কমেন্টস করার অভিপ্রায় টা কি ? হিংসা ? না ইচছা কৃত ভাবে হেনস্তা ?
যেখানে প্রথম প্রতিউত্তরেই সব বলে দিয়েছি আর ঘুরিয়ে ফিরিয়ে হেনস্তা করে আপনি কি নিজেকে বিরাট ভাষাবিদ প্রমাণ করতে চাইছেন ? তা না হলে দুই বার দুই বার করে কমেন্টস করেন কি করে ? এর দ্বার কি গলার জোর ও প্রতিপত্তি প্রমাণ করতে চাইছেন ? না ইচ্ছাকৃত ভাবে হেনস্তা ?
আমি আপনাকে নিমন্ত্রন করে আনি নি যে এখানে এসে আপনার মত করে মন্তব্য করে যান। আপনার ব্লগে গিয়ে তো কই আমি কোন মন্তব্য করে আসি নি ?
কে দিল আপনাকে এত সাহস আমায় এভাবে অপমান করে লেখার ?
ভদ্রতা শিষ্টতা বলে কি কিছুই নেই আপনার ? সে শিক্ষা যে পান নি তা স্পষ্টই বোঝা যাচ্ছে । তাই আমার রুচিতে বাধছে আপনার মন্তব্যের প্রতি উত্তর করতে ।

আমি লেখা পোষ্ট করবো বা না করবো এটা একান্তই ব্যক্তিগত । ভদ্রতার সীমা ছাড়িয়ে ধুম করে প্রশ্ন করে দিলেন - ....পোষ্ট করার দরকার কি ?


দয়া করে আমার ব্লগে না আসলে খুশি হবো । কিছু মনে করবেন না আমি বাধ্য হলাম আপনাকে ব্লক করতে ।

পরিশেষে ভালো থাকুন সুস্থ থাকুন, আপনার সুমতি হোক এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.