নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

ভুত পেত্নীর প্রেমালাপ

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭





ভুত বলে পেত্নীরে আয় হেতা বসি

মগডালে বসে দোল খাই যত খুশি ।

আয় বস কাছে এসে বলি কথা সুখেতে

আয় তোকে ঠাঁই দি মোর পোড়া বুকেতে।

চুল তোর টেনে দেখি আসল না মেকি রে

গলা তোর ক্যাঁট ক্যাঁটে বলে কেন খেঁকি রে।

নাক তোর খ্যাঁদা কেন, ঝোলে কেন সর্দি ?

গরমেতে কেন তুই পড়ে থাকিস উর্দি ?

ঠোঁট কেন ঝোলা ঝোলা, কেন মুখে গন্ধ ?

কোন ঘরের পেত্নী এ, খালি হয় সন্দ ।

টেনে দেখি কান খানা রবারের না প্লাস্টিক,

কেন তোর হয় অম্বল, আলসার গ্যাস্ট্রিক।

গুনে দেখি পাঁজরেতে কটা তোর আছে হাড়,

কিসে করে মারলে রে হবে ভেঙ্গে চুরমার ।

খাস কিসে কোন দাঁতে গিলে নাকি চিবিয়ে,

চোখ তোর কেন জ্বালাস দিস কেন নিবিয়ে ।

গায়ে কেন উঠে আছে মড়া ছাল চামড়া ?

কেন রাতে খাস তুই চুঁষে আঁটি আমড়া ?

কিসে তুই খুশি হোস - মাছে নাকি মাংসে

মুখে তোর খুব হাসি তবু ও মুখ আমসে ।

চোখে তোর রেখে চোখ ভরে যায় মন রে,

বল দেখি এই আমি তোর কোন জন রে ?

হাসি মুখ দেখে তোর ফেটে যায় বুক রে,

তোর সাথে ঘর বেঁধে চাই শুধু সুখ রে ।

আয় মোরা নাচি গাই ঘুটঘুটে আঁধারে,

তোর সাথে পড়ে গেছি এক সুতে বাঁধারে।

বাধা নাই তোর সাথে ঘন মেলামিশিতে,

শাদী হবে তোর সাথে আজ এই নিশিতে।



_____*****_____



মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো +++++
শুভেচ্ছা :)

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০২

bakta বলেছেন:
ধন্যবাদ জানাই ভাই অপূর্ণ ।
আপনার দেওয়া + মাথায় নিলাম ।

শুভেচ্ছা রইল অনেক । খুব ভালো থাকুন ।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাধা নাই তোর সাথে ঘন মেলামিশিতে,
শাদী হবে তোর সাথে আজ এই নিশিতে।




চমৎকার কবিতা।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫

bakta বলেছেন:
ধন্যবাদ জানাই ভাই ইমতিয়াজ ।


শুভেচ্ছা রইল অনেক । খুব ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.