নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

আমার মামার বাড়ী - লজ্জা লাগে ভারি

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯





আমি থাকি মামার ঘরে

মামার বাড়ী ঢাকায়,

মামা হলেন রেল চাকুরে

পুর্ব রেলের শাখায় ।

মামী করেন ঘর কন্না

রান্না কাপড় কাচা,

মামাতো ভাই ইসকুলে যায়

সঙ্গে যে যায় চাচা।

আমি পড়ি ঢাকা কলেজে

সাহিত্য নিয়ে এম এ,

রোজ রোজ বাসে যাতায়াতে

উঠছি নেয়ে ঘেমে ।

মামাতো বোন নার্শারী স্কুলে

বাবুসোনা দের পড়ায়,

ইংরাজী কি বাংলা বলো

ওস্তাদ কবিতা ছড়ায় ।

কথায় কথায় ইংরাজী বলে

খুব সুন্দরী ও স্মার্ট,

ছেলে ছোকড়া পাড়ার যত

দেখে করে ফেল হার্ট ।

এমন দিদির ভাইটি হয়ে

লজ্জা লাগে ভারি,

ভাবছি এবার ফিরবো ঘরে

ছেড়ে মামার বাড়ী ।





মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

জাফরুল মবীন বলেছেন: চমৎকার ছড়া!আরো ভাল লাগল মামাবাড়ি ও নিজের বাড়ির তুলনামূলক ছবি দুটো।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২০

bakta বলেছেন:
ধন্যবাদ প্রিয় জাফরুল মবীন ভাই। কেমন আছেন ?
হা হা হা...............মামারা সব সময়ই বড়োলোক হন । তাই.....

ভালো থাকুন সবসময় ।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

যাযাবর বেদুঈন বলেছেন: আপনার ছড়া চমৎকার হয়েছে। ভীষণ ভাল ছড়া লেখেন আপনি। এখন থেকে নিয়মিত আপনার ছড়া পড়তে হবে। অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২২

bakta বলেছেন:

ধন্যবাদ ভাই যাযাবর বেদুইন। কেমন আছেন দুজনে ?
তাই.....? আপনাদের ভালোলাগাই যে আমার পুরস্কার ।

ভালো থাকুন সবসময় ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮

যাযাবর বেদুঈন বলেছেন: ধন্যবাদ ভাই আমাদের দুইজনের খোঁজ নেয়ার জন্য। মনে রেখেছেন এইজন্য আপনার সুন্দর মনের প্রতি আমার শ্রদ্ধা রইল। এখনও কোন ঝামেলা হয়নি। এইত নতুন নতুন কেটে যাচ্ছে স্বপ্ন নিয়ে ছোট ছোট সুখের জীবন।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

bakta বলেছেন:

আপনাদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালবাসা থাকলো সবসময়।
ঈশ্বরের কাছে আপনাদের সুখী দাম্পত্য জীবন প্রার্থনা করি।

ভালো থাকুন সবসময় ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২

রওনক বলেছেন: সেইফ হওয়া সত্তেও আমার পোস্ট প্রথম পাতায় আসে না, ৩ মাস ধরে কমপ্লেন ও ফিডবেক দিচ্ছিকাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে কমেন্ট ফ্লাডিং করছি।
প্রসঙ্গ: ডায়াবেটিস, মিষ্টি/মিষ্টান্ন বনাম কোমল পানীয়।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

bakta বলেছেন:

খুব ভালো । ধন্যবাদ ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার কবিতা বরাবরই ভাল লাগে। এটাও ভাল লেগেছে। তবে মাম বাড়ি ছেড়ে ডাবেন না যেন। মামাতো বোন আছে আর আপনি কোন দায়িত্ব পালন করবেন না ? তা কি হয় :-B :-B :-B :-B

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

bakta বলেছেন:

ধন্যবাদ জানাই ইমতিয়াজ ভাই ।
আমি জানি আপনি আমার লেখা খুব ভালোবাসেন ।
আপনার প্রতি আমার অন্তরের শুভেচ্ছা ও ভালবাসা রইল অনেক।

আসলে এটা কাল্পনিক কবিতা । বাস্তবিক ক্ষেত্রে আমার মামার বাড়ির দাদু দিদা ও এক মাসি ছাড়া কেউই ভালো নন । বর্তমানে দাদু দিদা ও সেই মাসি আর নেই। আর যাওয়া আসাও নেই। যোগাযোগ ও নেই। আমার বাবা ছিলেন শিক্ষক, আমার মা সবার বড়ো - সবাই কে কোলে পিঠে করে মানুষ করেছেন । সেই বড়দিদির ( আমার মা ) কেউই খোঁজ নেন না । বড়মামা কে আমার বাবাই লেখাপড়া শিখিয়ে শিক্ষক তৈরি করেছিলেন আমাদের বাড়িতে এনে । তিনিও খোঁজ নেন না । মামীদের সম্পর্কে আর নাই বা বললাম । জীবনে মামাদের দেওয়া জামা কাপড় পড়ি নি, পাই নি বলে ।

আমরাও আজ মামা হয়েছি - কিন্তু অমন মামা হইনি ।

কিছু মনে করবেন না - এ অনুরোধ করি । এখানে এসব বলে ফেললাম বলে । যদিও পারিবারিক কথা ।


খুব ভালো থাকুন সবসময় ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তব অভিজ্ঞতাগুলো হয়তো সাবার ক্ষেত্রে একই হয়, কারন সেটা বাস্তব। আমরও মনের পড়েনা মাম বাড়ী থেকে কিছু পেয়েছি বালে তবে মেঝ মামা আমাদের বাসায় থেকে চাকুরি করতেন। যাহোক ভাল থুকন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার অনাগত আগমী। আপনার (সন্তান, যদি থাকে) ভাগিনা/দের জন্য শুভ কামনা।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪

bakta বলেছেন:
আপনার শুভকামনা প্রকাশে আমার প্রাণটা ভরে গেল। ধন্যবাদ জানাই ইমতিয়াজ ভাই ।

আমার ৩ ভাগিনা ৪ ভাগিনেয়া । সবাই ভালো আছে।
আমার একটি মাত্র সন্তান- পুত্র (৪ বছর ৬ মাস) , খুব ভোগে ও। কিছু না কিছু লেগেই আছে।
আশাকরি আপনার শুভকামনায় এবার থেকে ভালোই থাকবে ।

ভালো থাকুন আপনি ও আপনার পরিজনেরা ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: সৃষ্টিকর্তা আপনার সন্তান, ভাগিনা ভাগ্নি, ভাতিজা, ভাজতি সহ পরিবারের সকলে সুস্থ রাখুন।

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

bakta বলেছেন:

ভালো থাকুন আপনি ও আপনার পরিজনেরা ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

সোহানী বলেছেন: মামার বাড়ি মধুর হাড়ি
তিনদিন পর ঝাটার বাড়ি.............. হাহাহাহা

আরে নাহ্... মামার বাড়ি হলো আব্দারের জায়গা অন্তত আমার বা আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে...

দারুন কবিতায় ++++++

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১২

bakta বলেছেন:
দারুন কবিতায় ++++++ এর জন্য ধন্যবাদ ।

মামা বাড়ী শুনি আব্দারের স্থান
আমি কিন্তু চোখে তা দেখি নি,
নিজের চোখে দেখেছে অবশ্য
আমার ভাগিনা ভাগিনি ।

আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো সবসময়।

ভালো থাকুন সবসময় ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.