নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

টাক থাকলে টাকা আসে আর ভাবনা কেন ?

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯





বসে কেন মুখটা ভারি

গোমড়া মতন করে ?

চুলের নিশ্চয় সামনে পরীক্ষা

তাই বোধ হয় পড়ে ।

ভালো ফল যে করতে হবে

হতে হবে বড়ো,

চুলের ভাবনা চুল ভেবেছে

বলতে হয় না পড়ো।



দিনে দুপুরে রাত্রিবেলায়

স্নানের আগে ও পরে,

বিরাম নাই গো চুল বাবাজির

পড়ছে ধুমধাম করে ।

হোঁচট খেয়ে ভিরমি খেয়ে

ধাক্কা লেগেও পড়ে,

আয়োডিন,বেঞ্জিন লালওষুধ

এনে রেখো ভাই ঘরে ।



যদি পড়ে চুল খসে মাথা থেকে

বেড়িয়ে পড়ে টাক,

থাকবে নাকো ও মাথায় যখন

যাচ্ছে যখন যাক।

টাক থাকলে টাকা আসে

আর ভাবনা কেন ?

লাগে টাকা দেবে গৌরী

দেবে সুদীপ্ত সেন ও ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

যাযাবর বেদুঈন বলেছেন: বর্তমান দুনিয়ায় টাকা ছাড়া এক মুহূর্ত চলা যায় না। কিন্তু এই টাকা করতে যে টাকা লাগবে সেটা কেমন করে পাওয়া যাবে ?

চমৎকার ছড়ার মাধ্যমে টাকার যে গুরুত্ব তুলে ধরলেন সত্যি খুব ভাল লেগেছে।
আপনার জন্য অনেক শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

bakta বলেছেন:
আপনি যথার্থই বুঝেছেন ।
আমি সে কথাই বলতে চেয়েছি ।
ভালো লাগল আপনার ভালো লেগেছে শুনে ।

আপনাদের জন্যও অনেক অনেক শুভেচ্ছা রাখি । খুব ভালো থাকুন ।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি কবিতা । অসাধারণ -------

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

bakta বলেছেন:
খুব ভালো লাগল আমার ব্লগে আপনার প্রথমবার আগমনে।
সবসময়ই স্বাগতম জানাই আমার ব্লগে ।

ভালো লাগল আপনার ভালো লেগেছে শুনে ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা । খুব ভালো থাকুন ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ কবিতা।

আপনার ছন্দমিলগুলো অসাধারণ হয়। আপনার কবিতা পড়লে মনে হয় আপনি ছন্দের জাদুকর।

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

bakta বলেছেন:

ভাই বঙ্গভূমির রঙ্গমেলায় আপনার আগমনে ভালো লাগল ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা । খুব ভালো থাকুন সবসময় ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: টাকা টাকা করে যখন
চুল পড়ে মাথা হয় ফাকা
টাকটা হয় প্রকাশিত
হয় না আসা টাকা



ক্ষনিকে জন্য কবি হওয়া চেষ্টা আর কী? আপনার কবিতার জন্য অশেষ ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৫

bakta বলেছেন:

শুভসকাল।
হুম ভালোই তো লিখেছেন। এই ভাবে অভ্যাস করুন অবশ্যই লিখতে পারবেন।

অনেক অনেক শুভেচ্ছা । খুব ভালো থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.