নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসাহত মজনু -

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫



শুরু হয়েছিল লাইলী সাথে
এক মিষ্টি মধূর ভালোবাসায়,
ভাবেনি হানবে আঘাত মজনুর
স্বপ্নে সাজানো প্রেম ও আশায় ।

ভাবে নি এমন ব্যঙ্গ বিদ্রুপে
মিলাবে মাটিতে মজনু-ইমান,
ভাবে নি তারে মিষ্টি চোখেতে
হানতে পারে সে মৃত্যু বাণ।

ভাবে নি কখনো সত্যি হবে এ
মিলনের আগে চির বিচ্ছেদ,
ভাবে নি দেখবে এ জীবদ্দশায়
আপনি হৃদয়ের ব্যবচ্ছেদ ।

ভাবা যায়নি এমন মানবী
করুনা মমতায় ভরা প্রাণে,
ভাসাতে পারে মনের মানুষ
ছলনার জলে কাল বানে ।

বিশ্বাসী ছিল তার সে প্রেমে
তাই ছিল দিয়ে মন অঞ্জলি,
ভালোবাসার আজ হল অপমান
ভুলতে তারেও যে মন টলি।

বুঝতে পারি এ প্রেম সত্যি
ছিল গো সাজানো তার প্রাণে,
বুঝবে সে কি কেমন এ প্রেম
বোঝার হৃদয় কোন খানে ?

আজও সহে গো সে যাতনা
দিবসে নিশিতে বারংবার,
ভালোবাসা হারে কখনো শুনি নি
হারে সে মনের অহংকার ।

---***--***---***---***---

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আজও সহে গো সে যাতনা
দিবসে নিশিতে বারংবার,
ভালোবাসা হারে কখনো শুনি নি
হারে সে মনের অহংকার ।

দারুন লিখেছেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

bakta বলেছেন:
সুপ্রভাত ও ধন্যবাদ সেলিম ভাইসাহেব।
খুব খুব ভালো থাকুন সবসময় ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: লাইলীরা মজনুদের কেন এমন করে ! :|

ভালো থাকবেন :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

bakta বলেছেন:


সুপ্রভাত ও ধন্যবাদ জানাই অপূর্ণ ভাইসাহেব।

লাইলীরা মজনুদের কেন এমন করে জানি নে ভাই। এমন করেই হয়তো ওরা খুব আনন্দ পায় ।

শুভেচ্ছা সহ খুব খুব ভালো থাকুন সবসময় ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

জাফরুল মবীন বলেছেন: ভালই লিখেছেন...

শুভ কামনা রইলো অাপনার জন্য।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

bakta বলেছেন:
সুপ্রভাত ও ধন্যবাদ জানাই জাফরুল মবীন ভাই।
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা রইল । আর খুব খুব ভালো থাকুন সবসময় ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগল । :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

bakta বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ জানাই জাফরুল কলমের কালি শেষ ভাই।
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা রইল । আর খুব খুব ভালো থাকুন সবসময় ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঐতিহাসিক কবিতা। অনেক দিন পর পেলাম আপনাকে। কেমন আছেন?



কবিতা অতি চমৎকার হয়েছে
ফলে আমারা ভাল লেগেছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

bakta বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জানাই ইমতিয়াজ ভাই।
কেন কেন ঐতিহাসিক কবিতা কেন ?? :-)

ভালো আছি । আপনি বলুন কেমন আছেন ?
আমার কবিতায় আপনার ভালোলাগা আমার হৃদয় স্পর্শ করেছে ।

আপনার জন্য ও অনেক শুভেচ্ছা রইল । আর খুব খুব ভালো থাকুন আপনার সকলকে নিয়ে - সবসময় ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঐতিহাসিক কারণ ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে লেখা কবিতা.....;););););)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

bakta বলেছেন: শুভসকাল....।
খুব সুন্দর বলেছেন । কথাটির মধ্যে ইতিহাসও আছে অবশ্য । :-)

খুব খুব ভালো থাকুন................আপনারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.