নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

খোকা বাবুর শাহবাগ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

দ্রোহের বাড়ি মামার বাড়ি

যাচ্ছে ছুটে ছুটির গাড়ি,

হাসছে দেখ মাতাল হাওয়া

মাঝ রাত্তির সময় পারি।



রিক্সা চলে মচ মচ,

রাজাকারের খচ খচ,

বৃষ্টি পরে রোদটা ঝরে

চল যা্ই চল শাহাবাগে।



ঘুড়ি ওরে মাঠের পাশে

ছোট মামা শ্লোগান ধরে,

ওরে ভাগনে এদিকে আয়

চল যাই চল জনস্রোতে।



দিন গেলে পর সন্ধ্যা হলে

উঠোনেতে মাদুর পরে,

জনাকজ্বলা তালপাখাতে

ঘুমোতে যা্ই চাঁদের দেশে।



পাখি যখন ডাকে ভিষন

ভোর বেলাতে একি মিশন,

জয় বাংলার নতুন খোকা

এ যে দেখি মুক্তি যোদ্ধা।



আমি তখন ক্রদ্ধ চিৎকার

বাংলা মাগো দেশটা আমার,

যারা বেড়াল যেও বনে

বসে থাকো ঘরের কোনে।



আমি খোকা বোকা নাকো

মামা তুমি বিড়াল নাতো,

শাহবাগে যাবই আমি

আমি জন্ম,দ্রোহ জানি।

মন্তব্য ২০ টি রেটিং +১১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ

+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...জয় বাংলা........

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

রেজোওয়ানা বলেছেন: চমৎকার কবিতা তুহিন ভাইয়া!

তবে যে ছবিটা ব্যাবহার করেছেন, সেখানে যে কথা গুলো আছে সেটা চরম মাত্রায় পুরুষতান্ত্রিক উপস্থাপন। বাংলার মেয়েরা কি হীনবল, তারা কি ঘরে থাকে বা থেকেছে কোনদিন দেশে ও সমাজের অনিবার্য মুহূর্ত গুলোতে?

থাকেনি কিন্তু, তাহলে তাদের একটা অলংকারের এমন রিপ্রেজেন্টেশন কেন? চুরি ধরা হাত কি বজ্রমুষ্ঠিতে পরিনত হয়নি? অবলা নারীর এই পুরুষতান্ত্রীক উপস্থাপন আসলে আমাদের মজ্জা গত হয়ে গেছে তাই আমি যে মুহূর্তে একটা মেয়ের লিড দেয়া স্লোগানের তালে গলা মিলাচ্ছি, ঠিক সেই মুহূর্তেই আবার ভীরুদের 'চুড়ি পরে' ঘরে বসে থাকার হেজিমনিতে নিজেই আক্রান্ত হচ্ছি!!


কিছু মনে কইরেন না, সেদিন শাহবাগে এই পোস্টার দেখার পর থেকে মেজাজ খারাপ হইসে, তাই এখানে এত গুলো কথা বললাম!


শুভ বসন্ত তুহিন ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপুরে.......মুকুন্দ দাশ লিখেছিল বৃটিশ বিরোধী আন্দোলনের সময় ছেড়ে দাও রেশমী চুড়ি বঙ্গ নারী....... আমি জানি তখনও নারী যোদ্ধারা ছিল... এটা সত্যি কথা এখনও চুড়ি হাতে , আচল ধরে, ঘরে বসে থাকার মত মানুষ অনেকেই আছে.......

আমি ছবিটাকে অন্যভাবে বুঝেছিলাম.....যদি মনে হয় এতে নারী জাতির প্রতি আঙ্গুল দেখানো হচ্ছে তাহলে আমি ছবিটা এখনই সরিয়ে ফেলছি.......

জয় বাংলা......আজ ব্লগারাও নিরাপদে নেই ....... আর লন্ডনে কথায় কথায় রাজাকারের দল..........

জয় বাংলা আপু........ভালো থাকবেন...........

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

দূর্ভাষী বলেছেন: ৫ নং ভাললাগা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম.....জয় বাংলা..

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২১

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জয় বাংলা..

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

সায়েম মুন বলেছেন:
শাহবাগে যাবই আমি
আমি জন্ম,দ্রোহ জানি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: গতকাল রানা ভাইয়ের ভয়েজ শুনেই বুঝলাম শাহবাগের অবস্থা...... ইচ্ছে করছিল উইরা যাই.........কিন্তু বিধি বাম.........

যাই হোক সায়েম ভাই.........আমি জন্ম,দ্রোহ জানি.............

জয় বাংলা......

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: ++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম হাসান ভাই........

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

শায়মা বলেছেন: মজার!:)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসুন আপু,.. কি করে যে বেচে আছে....ভয় ...... জিতব জানি কিন্তু অনেক মূল্যের পর.......

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

নস্টালজিক বলেছেন: লন্ডন! আলতাব আলী পার্ক!



০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনি তো জানেন রানা ভাই....... লন্ডন হল শকুনের আড্ডাখানা.......

আলতাব আলী পার্ক হুম রানা ভাই.......

মন মেজাজ এমনিই খারাপ...... কি যে হবে আর কি যে হচ্চে...........!!!

৯| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুপার্ব।
এটা অনেক লিরিক্যাল। গান হতে পারে অনায়েসেই।
জয় বাংলা।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সরকার ভাই ধন্য.......
জয় বাংলা।

১০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

সময়ের চাহিদা মেটানো কবিতা বেশ লাগলো।।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক.
জয় বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.