নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

ফিউশন নীল..

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

.......মইনউদ্দিনের ফিউশন.........



পলাতকা তক্ষক ডাকে সাড়া দেয় মইনউদ্দিন,

ছানা ভরা টেলিস্কোপে পেখম মেলে তুষার শুভ্র,

ল্যান্স গুলো সুদূরতম তারে প্রিয়তমা লজ্জাবতী,

রাত তিনটের ধার করা দেনা সাপ্তাহিক দিনপঞ্জি।



এখানে আর একটু আগাই, লম্বাকরে ভাবুন,

ঝাউ গাছটার ঠিক পাশটায় কাশফুল মৈথুন;

একটু আগেও বাসর পাতা ছিল জবা গাছটার ধারে,

হে শিশির বিন্দু অল্প কি ছিল আধার লগ্ন তাঁর সিঁথিতে।



চৌচির পলকে ধবল ভেড়াদের তুমুল মেঘ,

লোমকুপ গুলো কেটে দিয়েছে মইনুদ্দিন,

যন্ত্রনার মেশিনে নিরব দোলা চল,

বাইং হাউস জবা ফুল আধার লগ্ন।



হাতের কাছে হাত পেতে নেই,

হাতের মধ্যে ফেনা

হাতে হাতে হাতের মাঝে,

লক্ষ কোটির দেনা - চতুরঙ্গ।



কি হচ্ছে এ সব? আচ্ছা এবার ডানে মোর নিন;

রুদ্ধ দ্বারে ধার করে আনে মইনউদ্দিন,

ফানুস ওড়ায় ফানুস ভাসায় পেখম মেলায়,

ভারপ্রাপ্ত মঞ্চ শয্যা আচানক ব্যার্থতা।



আবার জেগে ওঠে চর, বালু ঝড়,

জুবু থুবু শরীরে, গিজার্ডে, সাত পুরুষের জল;

গরম হচ্চে দগদগে ফুটন্ত ছেলেবেলা,

ভিজে যায় পাশ বালিশ, তুলিমাখা বড় বেলা।









অতপর মইনউদ্দিনের আধার লগ্ন ফিরে আসেনা খুব সহসা........এরপর কি হল তাও জানিনা.......কিছু কিছু জিনিস হয়তো না জানাই ভালো...........







-----------ধর্মীয় আস্তিক--------------



ছন্ন ছাড়া শহরে ছিনতাই পতাকা,

হায়না শকুনের দল রক্ত লোলুপ আহত,

কি জঘন্য লুটে পুটে খায় আমার হাড়-মাংস,

এরা মানুষ না ছটাকা শুওরের গোসত।



সৃষ্টিকর্তা- হৃদস্পন্দন যদি থাকে;

'এস আমার ঘরের কোনে

আধপোড়া মাদুর দিব ,

মুড়ি খেয় আপন মনে'



আতপ চালের পাখনায় মৌ মৌ করে গন্ধ,

পাঁচমিশালি তরকারিতে তেমন ছিলনা ঝাল;

তারপরও এবং তারপরও আমি কাঁদছি,

প্রলেপ দেয়া উপাশনালয় ভেংগে তছনছ;

আমি কাকে ডাকব ওহে ধর্মীয় আস্তিক?



মন্দিরে যে ঘন্টা ঝুলছে

ঈশ্বর এস সঙ্গোপনে,

পাখনা ডোবা অন্ধ রাতে,

চিতায় দগ্ধ ইস্কাতনে।



ময়না পড়ুয়া মেয়েটি বোধহীন শব্দহীন,

পাঁচফোরনের তেজে জ্বালিয়ে দিলে শৈশব,

আমি লাশ কাটা ঘরে প্রতিক্ষায় স্বাধীনতা,

আমি নাস্তিক নই, আমি আস্তিক নই,

আমি খোলা আকাশ, আজন্ম উচ্ছাস।



ইশ্বর তুমি একটু শোন,

কোন কিছু চাইনা জেনো,

শুধু দেখ তোমার ঘরে,

তুমি পুড়ছ তোমার বনে..



এখন আমার আগুন দেখতে ভয় করে;

চিতায় আগুন,মসজিদে আগুন, বায়ান্নতে আগুন,

ছিটকে এল থক থকে বার্বিকিউ কলিজা বাবুমিয়ার,

নির্বাক জলন্ত পদ্য, অর্থহীন বিবাগী, ভিষন ক্ষুধার্থ।





----------পিঞ্জর দগ্ধ----------



ওহে আমার বাথুন ঘরের শ্রোতস্বিনী

তুমি পালিয়ে থাকলেও তোমার অযাচিত

প্রাকৃত সন্ধ্যায় নীল অংকনে জ্বালানো প্রদীপ

ঠন ঠনে দপদপে শলতে ধরা আগুন



দোমরানো মোচরানো দেহ খানাতে

চাদর বালিশের নাচানাচি

শিল্পকলার শীলালিপির পিঞ্জর দগ্ধ

তোমার সেই ছোট্ট আঁশটে তিল...



















ছবিটি fusion arts foundation থেকে নেয়া, গুগোল মামার কৃপায়....

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: হাতের কাছে হাত পেতে নেই,
হাতের মধ্যে ফেনা
হাতে হাতে হাতের মাঝে,
লক্ষ কোটির দেনা - চতুরঙ্গ।

সুন্দর..ভালো লাগলো

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বুঝিতে পারিনা ভাই ভালো লাগা কারে কয়..সেলিম ভাইজানের ভালো লেগেছে জেনে সুখি হলাম... ধন্যবাদ..

২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

রেজোওয়ানা বলেছেন:
প্রলেপ দেয়া উপাশনালয় ভেংগে তছনছ;
আমি কাকে ডাকব ওহে ধর্মীয় আস্তিক?


.......ধর্মীয় আস্তিক'টা বেশি ভাল লাগলো পড়তে!


আর...শয্যা, ফানুস, মৌ মৌ, সন্ধ্যা, ঈশ্বর, জিনিস.... X((

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এখনি ঠিক করছি আপু... ...

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ইনকগনিটো বলেছেন: মইনুদ্দিনের ফিউশনটা জোস।

পোস্ট ভাল্লাগসে।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: . আনন্দিত হলাম...... ফাটা ফাটি রকমের শুভেচ্ছা....

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

সায়েম মুন বলেছেন: প্রথমটা অনেক ভাল লাগলো।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই... দু:খ মু:খ্খ আর ভালো লাগেনা ....

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফিউশন অসাধারণ লেগেছে।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক সরকার ভাই....

৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

নিশীপাখি বলেছেন: ভালো লাগলো অনেক।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভেচ্ছা রইল........

৭| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

নস্টালজিক বলেছেন: মইনউদ্দিনের ফিউশন-পড়লাম!

দারুন লিখসো তুহিন!

দুর্দান্ত শব্দচয়ন আর আবেগ!



ফোন দিও! আছো কেমন?

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চলছে রানা ভাই.সবিই পেন্ডিং... পাউন্ড আর বিয়ারে টেস্ট নাই রানা ভাই..আপনি যেরম বলছিলেন সেরমই হচ্ছে........ :)

৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ +++

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিন পর ......... অনেক ধন্যবাদ.

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

আরজু পনি বলেছেন:

আবেগের প্রকাশটা বড্ড ভাল্লাগলো।।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ......নাপারি পথে নামতে না পারি এগুতে না পারি যুদ্ধে যেতে .......আবেগ ছাড়া আর কি আছে.........

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

কালোপরী বলেছেন: সুন্দর

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

অদৃশ্য বলেছেন:




প্রথমটা বেশ মজার.... ভালো লেগেছে খুব....

আস্তিক নাস্তিক নিয়ে কথার শেষ নেই ... তাই কিছু বলবার নেই... তবে এই ছোট্ট জীবনে আমি খুব দৃঢ়তার সাথেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে চাই..... জানা ও অজানার অনেক অনেক কিছুই এই ছোট্ট জীবনে দেখা বা জানা সম্ভব নয়... আমার সেই ইচ্ছেটা প্রবল...

শেষ লিখাটিও চমৎকার হয়েছে...

শুভকামনা...

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমি আপনাকে খুব শ্রদ্ধা জানাই.. কবিতা পড়ার মত লোক এ পৃথিবীতে বিরল.. ধন্যবাদ.. অনেক অনেক ধন্যবাদ...

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার 'ধর্মীয় আস্তিক' বেশি ভাল লাগল। লাইন কোট করতে চেয়েছিলাম, কিন্তু প্রায় সবগুলো লাইনই অনেক ভাল লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামনা প্রথমেই.. অনেক দিন পর আসলেন...

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু লাইন মাথার উপ্রে দিয়ে গেলো।
তবে মুগ্ধ পাঠ :)
প্রথমটা একটু বেশিই।।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনি কবি মানুষ উপরে দিয়ে যাবার কিছু নাই.... ধন্য হলাম পড়েছেন... শুভনববর্ষ.... সুখে কাটুক সাড়া বছর..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.