নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

রাস্ট্রালয়...

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬



রাস্ট্র নিয়ে ভাববো আজকে থেকে

রাস্ট্র তো একটা বেশ্যালয়

বেশ্যার আবার নাম কি

শরীর হোক রাস্ট্র, রাস্ট্র যদি মৈথুন ক্রিয়া

রাস্ট্রের ভেতর জ্বালবো আগুন কাম রসে

বই মেলায় আংটি পরে কিনবো রস লীলা

রাজাকার হবে প্রধান প্রকাশক

প্রকাশক হবে লেখক দালালের প্রাত ঘৃনা

সুন্দর শব্দটা যদি বিকিনিতে থাকে

সেফটিফিনে খুলে দাও অন্তর্বাস

রাষ্ট্রতো একটা বেশ্যালয়

সুরা আর রতি ক্রিয়া

পৃথিবীর সকল বেশ্যা এক হও

হঠিও দাও বিনে পয়সার রাষ্ট্রালয়.......





২, সওদাগরের এরোড্রোম....



এই কে সেই বিশাল অন্ধকূপের সওদাগর

আলোর পেছনে মিছেই ছোটা ছুটি,

অর্থাপত্তির আরশিতে জেগে আছে ধ্রুবতারা

জেগে থাক অন্ধকারের অস্মার প্রেতাত্মা।



মৃত্যু হয়তো দেখেছি অনেকবার,

চাঁদ মরে গেল সম্পর্ক মরে গেল'

কলেজ ঘাটের কাকুটাও মরে গেল

কে শোনাবে জীবন আর মানুষের গপ্প



জীবন আর মাংস কাটা কশাই

শেয়াল আর কবিত্বপনা এক নয়

এক নয় যেমন জুতোর হিলে পদে পদে

পার্থিব চলায় একা মেঠো পথে

একা দারিদ্রে তোমায় নিয়ে ভাবনা

তোমায় ভেবে অলুব্ধ বিলাশিতা



সওদাগরের এরোড্রামে জানি নোংগর হবেনা

বোঝাও হবেনা আলোর গতিপথ

ভালোবাসা বেঁচে থাকুক সওদাগরও খেলুক

আমিও বাঁচি আলোর পেছনে অন্ধলোকালয়ে।





৩. আমিই শ্রমিক



নতুন করে হামামদিস্তায় ভাবতে শিখছি

যন্ত্রনা নাকি মন্ত্রনা আলফাস বার্তিনো,

বিশ্ব বন্ড অধিশ্বর ছানিপরা মস্তিস্ক,

নিক্ষেপের অগেভাগে বৃষ্টি নির্ভর।

নিভু নিভু শৈলতের শৈত্যপ্রবাহ কালাশৌচ,

চামড়ার ভাঁজে ভাঁজে স্বত্বার আবিস্কার

নিজেকে এক শুন্যের হাতে কৃষ্ন গহব্বরে

অদেখা নির্ভরতা তবুও আছো অবিনশ্বর।

জনে জনে ভিক্ষা গ্রিল টানা দরজায় করাঘাত;

মাথা নত প্রবাহমান ধমনী অষ্টপ্রহর কিত্তন,

খিচুরির তেলে এখনো নিজের হিমগ্লেবিন

মিশে একাকার খাক কাকে খাক তারা খাক;

সুখে থাকুক তারা ভালো থাকুক কুকুর শেয়াল ডাষ্টবিন

তবুও শ্রমিক আমিও শ্রমিক শরীর জুরে কর্পোরেট রক্ত

শ্রমিকের ঘাম ঝড়া পাল্টে যাওয়া বায়নারি শুন্য এক ইশ্বর...

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

আরজু পনি বলেছেন:

কবিতা থেকে আগুনে ভাবনার প্রকাশ খুব ভালো লাগলো বন্ধু তুহিন।।

++

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ দেওয়া ছাড়া কিছুই নেই... আমার মত মানুষ নামক আজন্ম পারগাছার এটুকু বলার মধ্যেই শেষ.... শুভ কামনা.. সবসময়.. ভালো থাকুন...

২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: রাস্ট্র-রাষ্ট্র, বেইশ্যা-বেশ্যা

অন্ধকারের অস্মার প্রেতাত্মা।

অস্মার শব্দটা চিনলাম না।

+

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঠিক করে নিচ্ছি হাসান ভাই....

অস্মার হচ্ছে স্মৃতিভ্রংশ... এ রকমের রোগ আমার মত মানুষের মাঝে হতে শুনেছি.. এমনেসিয়া বলতে পারেন...

ধন্যবাদ হাসান ভাই....

৩| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে। প্লাস।

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ .. প্লাস মাইনাস বুঝিনা... যা আসে তাই লিখি.... শুভকামনা...

৪| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬

সায়েম মুন বলেছেন: ১ম টা ঝাঝালো। ভাল লাগলো অন্য কবিতা দুটোও।

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম কবি... আসছি একটু পরে আপনার ওখানে...

৫| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬

নস্টালজিক বলেছেন: আমিই শ্রমিক!


ভালো লাগসে! রাষ্ট্র মানে-র ঝাঁঝ ভালো লাগসে!



শুভেচ্ছা তুহিন!


তোমার মন্দিরা-টা নিয়ে গেছো সাথে করে?

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রানা ভাই আমাকে শুভেচ্ছা জানালেন... কেমন জানি লাগছে.... শরম শরম... থাপ্পর আর মাইর খাবার জন্য বইসে থাকি আপনার কাছ থেকে... প্রফেশনাল গ্রিটিংটায় সিরিয়াসলি লজ্জা লাগতাছে...!!

মন্দিরা আছে তবে আমার নয়.. যে বলে তার জন্য বাজাই... এক পাকির অসাধারণ সেতারা শুনে আমি মুগ্ধ.. সে আবার ১৯৭১ এর জন্য লজ্জা বোধ করে.. কাকতালিয় ব্যাপার কি জানেন তার চাচা পাকি আর্মিতে ছিল পরে বাংলাদেশ হবার পর ,পাকিস্তানে গিয়ে এ ব্যাপারে তিনিও নাকি নিজেকে খুব নিচু মনে করেন.. বাই দা ওয়ে মাঝে মাঝে তার জন্য বাজাই .. আর সে আমার জন্য্ই মন্দিরা কিনেছে.... অদ্ভুত, ঘৃনার মাঝে ভালোবাসার জন্ম...!!!

৬| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫২

অদৃশ্য বলেছেন:





লিখাগুলো বেশ ভালো লেগেছে আমার...



শুভকামনা...

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য... ভালো থাকুন সবসময়.. আসছি আপনার ওখানে,...

৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: তিনটাই আগুন কবিতা হইছে :)

ভালা পাইছি

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মাসুম ভাই যে... কেমন আছেন... শুভকামনা ...

৮| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++


সবগুলোই ভালো লাগলো।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ ..

৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

রেজোওয়ানা বলেছেন: সব গুলোই ভাল লাগলো তবে শেষটা বেশি।



পয়শার ....টা 'পয়সা' করে দাও, অর্থ বদলে যাবে নইলে।


শুভেচ্ছা :)

১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপুরে অনেক স্যারি দেরিতে রিপ্লাই দেয়ার জন্যে... কামলা খাটা জীবনে কিছুই ভালো লাগেনা... .. আমি ঠিক করে নিচ্ছি..... ধন্যবাদ আপু...

১০| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২

আরজু পনি বলেছেন:

আমার মত মানুষ নামক আজন্ম পারগাছা...

জীবনে কতো সমস্যা !

আপনার একার-ই কি? !

আপনার চেয়ে অনেক বেশি কাজের চাপে, অনেক বেশি বিরুদ্ধ বাতাসে চলেও মানুষ হাসি মুখেই পথ চলছে ।


থ্রি ইডিয়টস-এর "অল ইজ ওয়েল"
অথবা দ্য লায়ন কিং এর "হাকুনা মাটাটা"

জীবনটাকে পজিটিভলী নিন প্লিজ ।।

শুভেচ্ছা অনেক অনেক ।।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপুরে অনেক ধন্যবাদ... পজেটিভ নিতে নিতেই তো এত দূর আসা........ পজেটিভ গুলো যখন অন্ধকারে থাকে তখন টিউব লাইট জ্বলতেও অনেক সময় নেয় আর তখনই মনে হয় ধুসর সন্ধ্যা বুঝি কখোন ভোর হবেনা...

১১| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: রাস্ট্রালয়...কবিতাটি বেশি ভাল লেগেছে। দারুন কিছু বোঝাতে সক্ষম হয়েছেন।১০+

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য.. প্রতিবাদের কোন উপকরন না পেলে এভাবেই আমাদের মত ডানা পুড়ে যাওয়া জনতা তাদের কথা প্রকাশ করে.. শুভ কামনা......

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শক্তিশালী শব্দমালায় দ্রোহ।
বেশ লাগলো।
আপনার শব্দ শক্তি দূর্দান্ত।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শব্দ শক্তি !!! দারুন বলেছ্নে তো কবি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.