নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

প্রেমময় দ্রোহ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২





উদ্ভাসিত জানার সত্য



প্রতিবিম্ব অদ্ভু্ৎ প্রতিবিম্ব

কুথলীতে জমা হয়েছে কুণপ

প্রাত সকালে যেখানে যে উদ্বাস্তু

উঠে এসেছে শিরদার বেয়ে



পালকে যখন উদ্ভাসিত জানার সত্য

পাল্টে যায় পৃষ্ঠার ওপারে উত্তরের চিঠি

পরিভ্রমনের কাল ধরে এগিয়ে থাকা বৃক্ষ

কল্পনাতীত জেগে থাকে ওপারের দেশে



কাল্পনিক এক গোলকধাঁধায়

যদি অদৃশ্যর আত্মার জন্ম হয়

যদি জেগে ওঠে শত বছরের মমি

যদি বলে আমি আমিই সে মাস্টার দা সূর্যসেন



তবে প্রভাত হবে কি সেই দিন

আমাদের দানকৃত চোখের ধুলায়

শিশিরটা ছিল ড্রীগির উষ্ন চুলের ডগায়

চিক চিক করছে সদ্য দেয়া সোনার কংকন

প্রশ্ন জালে আটকে থাকে প্রশ্নবিদ্ধ অকাল বোধন...









মেঘপিয়নের বাঁশি





আনাড়ী অভিমান ভেতরে তুষার নদী,

কাশবনে পেখম মেলে সন্তরণের পাখি ,

ইটপাথর পলেস্তারে আবছায়া জানালা,

তুই কি আমি, নাকি জ্বরে আরাম ভাবনা।



মিঠে কুয়াশায় প্রভাতে আমি খুঁজেছি তপ্ত নি:শ্বাস,

পোষা বালিশে ছায়া পথে লাগাম ছুটির আকাশ ।

হিসেবের খাতা ,শুধু আকাঁবাঁকা, সাইবেরিয়া থেকে সিন্ধুনদ,

প্রতিক্ষায় প্রহর, মাস কাটে বছর, ধুলো মাখা চেনা পথ।



কবিতার কথা মেঘ, তোর কালো কাজলে,

কোথা থেকে উড়ে এলি ডাকবাক্সের আঁচলে;

আমার ঝরে পরা বিকেল বেপরোয়া চিঠি,

তোকে দিলাম যত্নে রাখিস মেঘপিয়নের বাঁশি



পাল তুলে আসি উন্মাদ বাতাসে

পাখিদের বন আজ উদভ্রান্ত নগরে

খুঁজি মেঘ পিয়ন ভেজা আস্তিনে

তুই কি সেই , আছিস বুঝি সঙ্গোপনে



পালে পালে রগবত অনেক দূর, বহু সুর,

বুঝেছি আমি খামখেয়ালী , আমিই যে তুই.

নক্ষত্রের পালে মনের কোনে বাঁজছে তোর নুপুর,

জলে ধোঁয়া ছাদ ভুল ঠিকানা অথছ সেই তুই।



আমি ক্লান্ত শ্রান্ত জোস্নার জল পাশ ফিরে শুই,

অন্য সুরে ঘুম ভেঙ্গে দেখি তুই শুধুই তুই,

তুই যে সুপ্ত যন্ত্রনা সমুদ্র ভাঙ্গা পেংগুইন;

ময়লা জামা ববলিন তবু,ভাবনারা আজ বেদুইন।


















অতপর মেঘে জমে থাকে কিছুটা উড়ো ধুলো..আর তুই থাকিস মেঘের পাশে আমার কাছে...







পন্ডারসএন্ড.এনফিল্ড

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

ময়না বঙ্গাল বলেছেন: ভালো লাগলো আপনার কাপলেট গুলি। প্রথমটায় কিছু বানান ভুল ছিল কী?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম মনে হয় বানান ভুল আছে.. ঠিক করছি ..ধন্যবাদ আপনাকে...

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

জুন বলেছেন: জটিল কবিতা তুহিন :)
+

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু জটিল কবিতা!!!!!!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

মায়াবী ছায়া বলেছেন: চমৎকার!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক.. শুভকামনা..

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অভি..

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: মেঘপিয়নেরটা ভালো লাগলো।

কুথলীতে জমা হয়েছে কুণপ এরকম চর্যাপদীয় ভাষা লিখলে আমাদের কি গতি হবে কবি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই হঠাৎ করে মনে হল শব্দ দুটো ব্যবহার করি.. তাই এমন হল...

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা রইলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সায়েম ভাই মনে হয় অনেকদিন পর..

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

মামুন রশিদ বলেছেন: সুন্দর!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সন্দর । ২য়টা বেশি ভাললেগেছে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.. প্রেমের কবিতা লিখতে গিয়ে হোচট খেলাম...

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০

ইউর হাইনেস বলেছেন: যথেষ্ট সুন্দর

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ.. .. শুভকামনা..

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: মেঘপিয়নের বাঁশি

মুগ্ধপাঠ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই.. আসছি আপনার ওখানে...

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

অদৃশ্য বলেছেন:





দু'টি লিখাই ভালো লেগেছে আমার... তবে ২য় টার ফ্লো-টা ভালো ছিলো...


শুভকামনা...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.. প্রথমটায় আমারো একটু খটকা লেগেছে..

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

সকাল রয় বলেছেন:

প্রতিবিম্ব অদ্ভু্ৎ প্রতিবিম্ব
কুথলীতে জমা হয়েছে কুণপ

মানেই বুঝিনি। তবে তাতে কিন্তু সৃষ্টির কমতি হয়নি। এ মাত্রিকতা হয়তো আমার কাছে অজানা তবে অন্যদের কাছে জানা।



আমি ক্লান্ত শ্রান্ত জোস্নার জল পাশ ফিরে শুই,
অন্য সুরে ঘুম ভেঙ্গে দেখি তুই শুধুই তুই,
তুই যে সুপ্ত যন্ত্রনা সমুদ্র ভাঙ্গা পেংগুইন;
ময়লা জামা ববলিন তবু,ভাবনারা আজ বেদুইন।



এই অংশটা দারুন ভাবনাময়। অনেক ছন্দ দিয়ে সাময়িক দন্দ নিয়ে অনেকটা সুগন্ধ নিয়ে ভালো লাগা বেড়ে গেল।

ধন্যবাদ

কবিকে। কবিতায় ভালোবাসা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সকাল রয়.. অনেক দিন পর.. ধন্যবাদ আপনাকে..

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

রাইসুল নয়ন বলেছেন:


বরাবরের মতই অসাধারণ, তবে দ্বিতীয়টা বেশী পছন্দ হইছে ।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রাইসুল ভাই হুম চেস্টা চালিয়ে যাচ্ছি.......... শুভকামনা আপনার জন্য...

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দুর ভাই! আপনি এতো সুন্দর কবিতা লেখেন! ভাবতেই পারছিনা।






আরো লিখতে থাকেন। আপনার শুভ কামনায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অন্তরে যাহা আসে তাহাই লিখি..ভালো খারাপ বুঝিনা... ঠিক আছে লিখতে থাকবো নে///

অনেক অনেক ধন্যবাদ ..

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দ্বিতীয়টা অনেক বেশি সুন্দর।
ভালো লাগলো প্রথমটাও।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম..

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ এসেছেন পড়েছেন বহুদিন পর...

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

রাসেলহাসান বলেছেন: সব গুলোই ভালো লেগেছে।। শুভ কামনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..............আমার ব্লগে স্বাগতম..

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

অচিন্ত্য বলেছেন: আজ আপনাকে স্বপ্নে দেখলাম !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাহাহা.. কি প্রপিকটা দেখলেন নাকি.. ?

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

অচিন্ত্য বলেছেন: নাহ। দেখি তীব্র শীতে একটা তুষার ঢাকা কাঁচের বাড়িতে ঢুকলাম। বাড়ির দরজায় লেখা - বন্ধু তুহিন প্রাঙ্গনে মোর

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জটিল স্বপ্ন দেখেছেন তো... একটা ইগলো বাড়ি থাকলে ভালোই হত.... যদি আর ইহজনমে অথবা হেলুইসানে যদি সেই বাড়ি বানাতে পারি, চইলে আইসেন , চা খাওয়া হবেনে .. নিমন্তন্ন রইলো..

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

বেলা শেষে বলেছেন: আমি ক্লান্ত শ্রান্ত জোস্নার জল পাশ ফিরে শুই,
অন্য সুরে ঘুম ভেঙ্গে দেখি তুই শুধুই তুই,

...Beautiful, heart touchable...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ... পাখি যুগল তো অনেক সুন্দর.................ধন্যবাদ অনেক.

২২| ১৩ ই মে, ২০১৪ রাত ৯:৩৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
প্রথমখানা দৃষ্টিতে কাঠিন্য আনলেও বোধে অনুররণ রয়ে যায় আর দ্বিতীয়টি তো সহজ সরল উপলব্দির উপমায় চিত্তে আন্দোলিত হল ৷ ধন্যবাদ কবি মুগ্ধতা স্বীকারোক্তির শব্দশিল্পে ৷




সুন্দর থাকুন ৷

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনি পড়েছেন..ভালো লাগলো অনেক....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.