নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

রূপ-কুমারী ।

১৫ ই মে, ২০১৫ রাত ১১:৫৪


যে যৌবন সময় বুঝে ধরা দেয় শুন্য মন্দিরে
যে প্লাবন বাসা বাঁধে, বাস্প বোধে উড়ে যায়
যে চোখ কথা বলে অদৃশ্য মরিচিকায়
সেই আজ শুদ্ধ প্রণয় লজ্জা সাজায়।

সমস্ত আঁধার ঘনিয়ে আসে শ্রাবণ ঝড়ে
অসহ্য যন্ত্রণা জীর্ণ ছিন্ন রূপ ,চিতাভষ্মে
রূপ কুমারী তোমার রূপ কই, স্নানঘরে?
নাকি শ্রাবণে অনিত্য আস্ফালন রতি রাতে।

রূপ কুমারী তোমার রূপের কি দোষ,
ইশ্বর বানিয়েছেন উদাম শরীর পূর্ব পশ্চিম,
ইশ্বর বানিয়েছেন সমীকরণ,শূন্যতার সম্মুখীন;
ঐ-খানে ভাবায় নিভে যায় পরাবাস্তব
অতীত বর্তমান শ্রাবণ ঝড়, হঠাৎ ঝড়।

আজো ডাকে কোকিল সব
আজো থাকে কেওড়া বন
ছিপ ছিপে নৌকায় প্রসন্ন সন্ধ্যায়
গহিনে হারায় ভেতর জন।

রূপ কুমারী বাসা বাঁধ
ঘর ভাঙ্গো ঝর থাম
রুদ্ধ কর যন্ত্রণা দহন
অহর্নিশ কাম ,
অস্তগামী সূর্য স্নান।


ছবি: মোপা..
রয়েল ক্যাম্পাস, ঢাকা ৩০/০৪/২০১৫

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ রাত ২:৪১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ইশ্বর বানিয়েছেন সমীকরণ,শূন্যতার সম্মুখীন; বিমুগ্ধ পাঠ ৷

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম কেমন আছেন। শুভ ঈদ। ধন্যবাদ........

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ। কিছু শব্দ একেবারে কন ছুঁয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ।.. আসছি আপনার ব্লগে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ। এতদিন পর আমাকে পুরোন কবিতা পড়ানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.