নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

ঢাকাই ছাগল

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১:০০



ঝরছে ঘাম ভিজছে শার্ট
বাজছে হর্ণ সুপ্ত মন
লিখছে হাত মারছে রাত
শব্দে বাস রুদ্ধ শ্বাস।

হাসছে ভিষন শুদ্ধ এখন
লুপ্ত শ্বাস প্রতিক্ষণ
আসছে সে ভাসছে সে
ভিজছে সে অনেকক্ষন।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদে এল বান
তার বিয়েতে ছাগল যাবে
গাধা মানুষ শাল্টু পান।

তারপর:)

পা পিছলে গেল যে
ঠাকুর উল্টে গেল রে
সবাই বলে কি হল ভাই
বোনরা দরকার ম্যাডামরে পাই।

ওমা এ কি ভীষন সেকি
ভি আইপি বোন যাচ্ছে নাকি
জ্যামে পাগল ঢাকা ছাগল
তাদের আবার শহর কী।

২৫ . ৮. ২০১৫
পূর্ব রাজাবাজার,।
ঘুমায় ঢাকা রাত ১:৪৯ মি.

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই..........

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩

নস্টালজিক বলেছেন: তোমার বানান ভুল আবারও। ঢাকায় ফিরে কি মাইর দিতে হবে তুহিন?

যাই হোক, পাগ্লুটে কবিতা পরে বিমলানন্দ পেয়েছি।

শুভেচ্ছা নিরন্তর।

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রানা ভাই, কি যে করি... কখন ঢাকায় আসবেন? বহুত মিস করছি আপনারে........

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০২

রাসেলহাসান বলেছেন: ভালো লেগেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.. ধন্যবাদ .. অনেক দিন পর...........

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

এহসান সাবির বলেছেন: দারুন হইছে......

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.......... :)

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৯

বাংলার ফেসবুক বলেছেন: পা পিছলে গেল যে
ঠাকুর উল্টে গেল রে
সবাই বলে কি হল ভাই
বোনরা দরকার ম্যাডামরে পাই।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.