নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

আপনার মত।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭


জীবন্ত শ্বাপদ সংকুল পদ-বাসে,
অর্হ-নীল যাতনাকুল যন্ত্রণার কপটাঘাতে
অশান্ত মনোহরে বদলে দেয় শুন্যতা
পিনপতন নিরবতা বড় বেশী বিমর্ষতা।

আমি কবিতা লিখতে পারি, আমি পারি;
এতো বেশী বীভৎস বাস্তবতা,
পাশা খেলার ঘূর্ণায়মান অসীম আধ্যাসে,
লুটিয়ে পরে আমার বাগান, আমার খোলা ছাদ।

আমি ভাবতে পারি, এখনও পারি,
মহাজগতের পাতাল কুন্ডে আমি বাঁচি।
বার টি শুদ্ধ সময়ের অনাকাংক্ষি ব্যাক্তি;
অথবা তার দূর নক্ষেত্রের মত হতচ্ছাড়া।

আমি ভালোবাসতে পারি ,অনেক পারি- আপনার মত;
আপনারে যে না বাসিলাম, ভালো।
আমি বদ্ধ ছিলাম, অনেক ছিলাম ,ঠিক আপনার মত;
কনিষ্ঠ অঙ্গুটির মত চেপে যাই, সেমিকোলন;

এতো অনেক পাওয়া শ্রান্ত জীবনের মত অর্বাচীন
ময়ুরাক্ষীর মত কাঁদে বাংগালী , কাঁদে বাঙ্গালীর মতন
আপনার মতন, আমার মতন, আরো আপনাদের মতন,
যা হোক জীবন তো আমার মত, আপনি যাই হোন;
আপনার মত।



কবরের স্থানের গলি। ঢাকা। মধ্যরাত ০১:০৪। ৩/১৫/৩০২৬

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

সুমন কর বলেছেন: কঠিন সুন্দর !!

+।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কঠিন ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬

শায়মা বলেছেন: এতো অনেক পাওয়া শ্রান্ত জীবনের মত অর্বাচীন
ময়ুরাক্ষীর মত কাঁদে বাংগালী , কাঁদে বাঙ্গালীর মতন
আপনার মতন, আমার মতন, আরো আপনাদের মতন,
যা হোক জীবন তো আমার মত, আপনি যাই হোন;
আপনার মত


জীবন জীবনের মত!

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জীবন ......

৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

ফারিহা নোভা বলেছেন: আমি ভাবতে পারি, এখনও পারি,
মহাজগতের পাতাল কুন্ডে আমি বাঁচি।
বার টি শুদ্ধ সময়ের অনাকাংক্ষি ব্যাক্তি;
অথবা তার দূর নক্ষেত্রের মত হতচ্ছাড়া।


অনেক অনেক মুগ্ধতা এখানে। খুবই ভাল লেগেছে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

এহসান সাবির বলেছেন: আমি কবিতা লিখতে পারি, আমি পারি;
এতো বেশী বীভৎস বাস্তবতা,
পাশা খেলার ঘূর্ণায়মান অসীম আধ্যাসে,
লুটিয়ে পড়ে আমার বাগান, আমার খোলা ছাদ।

দারুন।

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক। বসতে পারিনা ব্লগে সবসময় শুভকামনাটাও দেরিতে দিলাম। ভালো আছেন নিশ্চই।

৭| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৬

বিজন রয় বলেছেন: ৬ বছরের শুভেচ্ছা।

নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.