নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

গুলশান মৃত আজ (লিরিক)

০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৩১


আমি কাঁদতে জানিনা মধ্যবিত্ত রাত,
আমি পারিনা জ্বালাতে নতুন জীবন,
স্বপন কেমন জানিনা জাগাতে তার,

সে কেমন বিনোদন আতংকিত রাত,
সে কেমন সময় অথৈই অন্ধকার।


রক্ত পিপাসু ঘিরে ধরে আসে,
ক্ষমতার হাহাকার ।
অথৈই সাগর অন্ধকার
হতাশার কারবার।

আমার সোনার বাংলা খামছে ধরা,
খুনের হলি খেলছে তারা
মৃত্যু চারিধার।
অথৈই আঁধার আগুন জ্বালাও
গুলশান মৃত আজ।

অতপর: গুলশান মৃত আজ।০৭ জুলাই ২০১৬। কবর স্থানের গলি। পূর্ব রাজাবাজার। ঢাকা। সময়: নিশুতি রাত।

সুরটা শুনতে চাইলে নিচের লিংকে

Rythom

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৯

অজন্তা তাজরীন বলেছেন: আসলেই নিজেরাই নিজেদের মাংস ছিড়ে খাচ্ছি !!!

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কি এসে যায় .. সব তো ঠিক ঠাক তেমন আর কেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.