নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

থামিসনা প্লিজ থামিসনা।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০


প্রলুব্ধ আমি নাকি জাগতিক মঙ্গল গ্রহাক্রান্ত,
উত্তর দিকে হুপিং-কাশির দাগ অন্য দিকে প্রেম ব্যামো;
রোহিঙ্গা নাকি দিব্যি আছে শুনেছি হুম, বুঝেছি;
এদিকে কারফিউ অন্যদিকে জনতা জ্যাম ক্লান্ত।

একের পর এক সময় গজায় আগাছায়,
একের পর এক বারে মরে রোদ ছায়ায়,
একের পর এক নিউরন শীতল হঠাও আস্ফালন;
এ কেমন বিকেল ভীষণ চঞ্চল নিশ্চল।

হিন্দু বধূ, মরচে ধরা, হঠাৎ সাদা ক্যানভাসে আকা,
যাক, বেচেই গেল সিঁদুর কেনার টাকা চিরুনি শাঁখা,
শুকনো খরে দেবতা পুরছে ওই দোরে কি সুরে?
রোহিঙ্গা আজ দিব্বি আছে, বাঙ্গাল কাঙ্গাল মরে।

ভেতরটা কাঁপে, কাঁপায় কে যেন কোথায় হেথায়;
ভেতরটা ভাবছে, ভাবায় কোথায় যে ঠাই,
আগােছালো বিছানা আধা-কাপ জল টলমল,
মরা ঝাঁটা লক্ষ্মী ছাড়া বেটি মাকাল ফল।

রাস্তায় জ্যাম সয়ে যায় ক্ষয়ে যায় প্রতিদিন;
বৃষ্টি জল, ডাস্টবিন ফিন ফিন, চিন চিন;
পতাকা গাড়ী , টকশো, বাহ; ভো ভো পোঁপোঁ,
মাথার ভেতর পকেট ঘোরে, ঘোরে ঘোরে, ওরে ওরে।

তোরা আর ভাবি-সনা আর ভাবাই-সনা;
যেন তেন, কেন কেন, অহেতুক যাতনা;
ওরা চলে ,ওরা বলে, তুই চল, থাকি-সনা;
উড়ে যা, উড়ে যাই, থামিসনা প্লিজ থামিসনা।


অতপর: উড়তে উড়তে আবার পাক খেতে খেতে সেই একই জায়গায়।


নিশুতি রাত, কবরস্থানের গলি। ২৩ সফর ১৪৩৯

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাল লিখেছেন +

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পোস্ট দেয়ার সাথে সাথে মন্তব্য অনেকদিন পরে পেলাম। যাই হোক প্রথমে শাহরিয়ার কবীর নামটা দেখে ভরকে যাবার মত আর সবারও নিশ্চই তাই হয়েছিল।

অনেক ধন্যবাদ। শুভ কামনা।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:

এ কবিতা পড়তে কত মিনিট সময় লাগতে পার?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.. প্রশ্ন সাপেক্ষ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কবরস্থান গলির কবিতা পড়লাম। ভালো লাগা রইলো।

কেমন আছেন?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম ভালো আছি সুমন দা। এই ঠান্ডা জ্বর সর্দি কাশি কিছুতো আছে। মনের অবস্থা বরই বিকল। তারপরও ভালো আছি।.. লিখি তবে কেন জানি পোস্ট করা হয়না। দেশের পত্রিকায় আমার কিংবা আমাদের কবিতা কপি পেস্ট করে ছাপা হয় অন্য কোন নামে। তাই আর ভালো লাগেনা আজকাল।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: হুম, সেটাই। বড়ই বিরক্তিকর ব্যাপার। আর সিজনটাই এমন, সবার কম-বেশি ঠান্ডা- সর্দি-কাশি লেগে আছে।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৫

রাতুল_শাহ বলেছেন: একটু যেন বিদ্রোহী বিদ্রোহী ভাব আছে। কবিতাটি পাঠ করার মধ্যে এক প্রকার আনন্দ পেলাম।

রোহিঙ্গা দিব্বি আছে, থাকবে, শুধু কাঙাল বাঙাল মরছে, মরবে।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম কিছুটা হয়তো আছে। তবে ক্ষোভটাই বেশী। ভালো থাকুন । কস্ট করে পড়েছেন এতেই আমি আনন্দিত।

৬| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক প্রকার ভাল লাগলো কবিতা খানি।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসংখ্য ধন্যবাদ । কিন্তু কোন প্রকার ভালো লাগলো?

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝামাঝি প্রকার (একেবারে ভালও নয়, খারাপও নয়)

হা. হা. হা...................................এবার বুঝলেনতো।

ভাল থাকুন সবসময়।

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হা. হা. হা..........................

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

অন্তরন্তর বলেছেন: বিষণ্ণতা গ্রাস করল। ভাল লাগা রইল। শুভ কামনা।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: না নাহ.....!!! হাসুন হাসুন হাসতে থাকুন--------------- ভালো থাকুন নিরন্তর।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কেমন আছেন বিজন?

১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন হলো লিখছেন না। ভালো থাকবেন সদায়।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কেন যে লিখছিনা........................................ লিখছি সুজন। অনেক ধন্যবাদ......... হরিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দিব বিজন...............

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

সজিব। বলেছেন: বাহ ! বেশ লিখেছেন।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সজিব................. ভালো থাকুন....................

১৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১২

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক লাগল। সহাস্যে ভাললাগা।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.................. শুভ হোক সবসময়..

১৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ১:১২

কষ্ট রঙ বলেছেন: বন্ধু তুমি এখনও আছো? প্রঙ্গনে মোর উত্তাল সময়ের কথা মনে পড়ে গেলো।

১৫| ২৪ শে জুন, ২০১৮ রাত ২:৪৮

আনাতোলিয়া বলেছেন: উড়ে যাক সব কষ্ট নিয়ে অজানায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.