নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের অসুখ

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৭


আষাঢ়টা কাটছে ভালোই, মিরপুরে নর্দমায় ভালোবাসার প্রচ্ছদ,
বেরি বাঁধের চত্বরে পুরনো চুমু এখনও গন্ধ দেয় আগের মত অদ্ভুত,
আচমকা লুকোনো চাঁদের বায়না ধুলো ওঠা স্বপ্ন ধোঁয়া ধোঁয়া আয়না
আরাম কেদারায় বসতে আর ভালো লাগেনা গান আর শুনিনা।

একটা স্বপ্নের জাল ছিঁড়তে ছিঁড়তে আর একটা স্বপ্নের জন্ম নেয়া হাতে;
পূর্ব পুরুষ কুঁজো মাটি বাইনারী ডেসিম্যাল কেমন জানি উড়তে থাকে,
ছাপোষা মধ্য বিত্ত মন বড্ড বেমানান ইট পাটকেল শহরে কহেন কালি দাস;
তবুও উড়ে আজো গাংচিল, জল ফড়িং ইশারায় হারায় পৌষ মাস, বার মাস।

প্রেমটাও অতঃপর বহি-মিয়ান ; আচ্ছা মানুষ প্রেমে ভাসে কতবার,
হাজারবার নাকি সত্যান্বেষীর মত ঘুরে ঘুরে ধুকে ধুকে একেকবার;
স্বপ্নগুলো বাইনারী ডেসিম্যাল, স্বপ্নগুলো মিরপুর বন্যা আধা আষাঢ়,
ভালোবাসা হারায় আবার সেই আরাম কেদারায় ভেজা ভেজা ধোঁয়ায়।

স্যাঁতস্যাঁতে বাস ৮ নম্বর, ছুঁতে চায় সবুজ- হাতড়ায় ফুটপাত, কফ জমা গাছ,
এলো মেলো পা ফেলে ঢুলু ঢুলু পেট্রোল আর মানুষের মন কার্বন বিষ শ্বাস
আমার স্বপ্ন পিসে আলকাতরা আর বুকে জমা ঘামে গোলযোগ বার্তা
তোর ঘুম ভেঙ্গে যাবে সুড়সুড়ি সুখ , আমার বোবা প্রস্থান আজ স্বপ্নের অসুখ।



কবর স্থানের গলি, ঢাকা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার +

২১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ মাহবুবুল..........শুভ কামনা।.....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.