নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

রাজকন্যা

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৭


অনেক কথা খুনসুটি মগজে ছেড়া তালি
গল্প আর স্ক্রিপ্ট হৃদয় ডালে ফুরিয়ে কালি
হয়তো বলব একদিন অল্প ভাঙ্গা সংলাপে
ভোর হবে শব্দ ছুঁয়ে দাড়ি কমা সংসারে

মুখপোড়া ইচ্ছেরা আলো মেলে,
কত কথা উড়ে গেল কালো টানেলে
রাতের নিঝুমে, একা একা হাটা পথে,
রাজকন্যা ভালো থেকে অসুস্থ নগরে।

মিলব একদিন রং লাগা দুপুরে
তোমার পেন্সিলে একে বেকে ইরেজারে
হালকা ধুসর দাগ সাদা লাল ক্যানভাসে
খেয়ালি লুকোচুরি মধ্য আঙ্গুলে

কথা গুলো লাগাম ধরে তোমায় দিলাম পেন্সিল
এবার এঁকো যেমন ভাবো সেটে রাখো আলপিন
আমার ছবি লেপটে থাকুক আধা ভাঙ্গা গল্পে
চিলে কোঠায় কথা থাকুক বিশাল ক্লান্ত শূন্যে....


অতপর হয়তো রাজকন্যা..............
কবরের স্থানের গলি,১৪ শ্রাবণ ১৪২৫ বাংলা,
মধ্যরাত....

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: কথাগুলো সুন্দর। ভালো লাগল।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুমন কর।

২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: ভাল হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ বিজন। শুভকামনা.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.