নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

এক বাটি বিশুদ্ধ গণতন্ত্র।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮


ভুলভাল ভাবনায় অস্থি মজ্জায় আগুন লাগে;
আগুন লাগে আবার পাকের ঘরে;
মিথেনের শিখা আর লাকড়ির দহন,
মুষড় ডাল ফুটছে ঠিক আগের মতন,
দু চামচ ঠেলে দাও অদেখা নিউরন,

উহু উহু ছন্দ ধরে বলছি বলে কি করছ এসব!!

দেখনা - কম দিয়েছ যে, বুদ্ধি মত্তার মশলা,
একটু ঠাণ্ডা পানি গরম করে এক ঘণ্টা পর
ঢেলে দাও বোধ ব্রান্ডের নিউরন শুধা;
মেক আপ হয়ে যাবে গ্যাপ।
যদিও প্রথম প্রথম একটু বিস্বাদ লাগবে;
ঠিক আছে দু চামচ রক্ত দাও গুয়ে-ভারার,
হুম হুম যদি পার ঢাল একটু নোনা ঘাম মার্কসের,

ওহহো!! কি জানি দাওনি নাহ !

এবার তাহলে মুক্তি যুদ্ধটা ঢেলে দাও,
আস্তে করে ঢেকে দাও বদ্বীপের হাড়িটা;
আহা কি করলে ঢাকনাটা ধুয়ে নাওনি যে!!
এলুমিনিয়ামের ঢাকনা যে ইয়াহিয়ার গন্ধ লাগা!!
পুরো খাবারটার এক্কেবারে বারোটা বাজাবে;
তুলে ফেল তুলে ফেল আহহা মেজে ফেল,
এবার ভালো করে সমাজ তন্ত্রের জলে ধুয়ে ফেল ঢাকনা,
চেপে দাও হাড়িতে, নিউরন আর বোধ যাতে বাষ্প না হয়।

ঠিক আছে- অপেক্ষা কর কিছুক্ষণ, এই ধর ১০ মিনিট!!
লাকড়ির উত্তাপ হালকা বাড়িয়ে নাও,
পারলে দুর্নীতির বাঁশটা ঢুকিয়ে দাও আগুনে,
অতীন্দ্রিয় ধ্যানে মত্ত হও আর একবার,
লম্বা করে দম নাও, লম্বা করে দম ছাড়,

ডং ডং ডং ১০ মিনিট হয়ে গেল যে..

এবার নামিয়ে নাও হাড়িটা,
গরম গরম পরিবেশন কর জনগণে
এক বাটি বিশুদ্ধ গণতন্ত্র।

অতঃপর...
আমি হারিয়ে যেতে চাই নিরুদ্বেগ পথে,
বাস্তু গাছ যেমন করে শ্বাস নেয় অন্ধকারে,
বোধ সব কেড়ে নিচ্ছে হাপিত্তাশের জাল,
আমার চেনা রাস্তা ঘাট অথবা নতুন পথ,






.........আজকাল আর ভাবতে ভালো লাগেনা....
কবরস্থানের গলি,১০টার সংবাদ চলছে।
২০ ভাদ্র ১৪২৫.

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

সাইন বোর্ড বলেছেন: প্রথম কয়েক প‌্যারা পড়লাম, ভাল লাগল লেখা ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড। ভালো থাকুন.............

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: প্রায়শই আক্ষেপ করে বলতে শুনেছি"মানুষ চিনতে পারলামনা"
"অদৌ মানুষ চিনার দরকার আছে কি?নিজেকে চিনুন,আর মানুষকে ভালোবাসুন"

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম সেটাই চাচ্ছি রাজীব........

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। ভা‌লো লাগ‌লো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ............

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

সনেট কবি বলেছেন: ভাল লাগল

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ কবি.......আপনার মন্তব্য আমাকে ইন্সপায়ার করে.......

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

আবু মুহাম্মদ বলেছেন: সুন্দর পোস্ট

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ........শুভ কামনা সবসময়।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ ফারিহা.........শুভ কামনা,,,,,,,,,,

৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আহেন ভাই কোলাকুলি করি B-))
আমাদের প্রোফাইল পিকচার সেম :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.