নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

মিঞা চিল্যাইয়া কন

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৪



ভ্যাটকি মাছের পেটে জন্ম ছিল শহর কর্তার ,
পেটটি ফুলিয়ে খাচ্ছে শহর দেখছে শুধু বেকার।
ওই মিঞা চিল্যাইয়া কন কথা ঠিক না বেঠিক......

বাষ্পীয় বোধে শ্যাত-শ্যাতে শ্যাওলা জমেছে বহুকাল,
মাষ্টার বাবুর চুলচেরা বিশ্লেষণে সরকার বাবু মাতাল,
বরঞ্চ মুখ লুকিয়ে মনে মনে হাসে আর বলে সামাল সামাল ,
ওহে পুরাতন বোঝ একটু অর্থের বলে মান দণ্ড ঠিক রাখ
তোমাদের চেরা ছেড়া বিশ্লেষণে বুড়ো আঙ্গুল ,বেটা বাঙ্গাল।

ডেঙ্গুতে মানুষ মরে, হায়রে মানুষ, হায় মানুষ!
শিশু মরে, মা কাঁদে ,বাবা পাথর, বন্ধু ফানুষ।

ও-ইতো মানুষ মরল শুনছেন মেয়র মশাই, শুনছেন...
মেয়র বলে আরে বেটা ঝাঁটা পেটা মাথা মোটা,
শেফালীর ঘরের কোনে আরো আছে ভাঙ্গা দুইটা,
প্রিয়ার আদরে আর ট্রামের কোলে দুর কর সব মিঠা,

আরে দাদা মানুষ মরে একটু রক্ত দরকার;
গুজব বেটা গুজব ছড়া টান্যালে লাগা পোষ্টার;

মাষ্টার বাবু তো হিসেব কষে লক্ষ মানুষ মরে,
গন পিটুনি দেবে তো ওই ঘেউ ঘেউ শব্দ করে।
কর্তা বলে-
আরে বেটা ভিক্ষা নাই পারলে দে ধর্ষণ ছেড়ে।

ও মেয়র দা ডেঙ্গু দিবনা ধর্ষণ দিব, কোনটা দিব রাজহাঁস?
নায়িকা ডাক আটা মাখ ঝাড়ু দে পারলে তুই বন্যায় ভাস...
মরুক শালারা মরুক না হয় দে রবীন্দ্রনাথ
নোবেল তো চুরে হয়ে গেল কাটা তার করে হাঁসফাঁস,
আরে ঢেলে দে তোর জি বাংলা উল্টা পাল্টা চাষবাস ,

কর্তা কয়
ফ্যাচ ফ্যাচ রাখ, আমার ঘুম পায় ।

ঘুমান পরে কর্তা
রাস্তা যে ব্লক হয়ে গেল, দুধে তো দেখি বিষ,
তুই বেটা আস্ত মূর্খ চুনো পুটে ওভার ব্রিজ

উহু খেপে গেছে তো দাদা বুঝে না তো বুঝে না জনতা
তাহলে কাজ কর বিষ দিয়ে ধোয়া দে মরুক বেটারা ....
আর পারিনা..........................অথচ,

জলের তোরে ভেসে গেল সব নিশুতি বর্ষা,
সর্বনাশা অবিন্যস্ত চলনে ব্যথা চেপে চাপা,
একটি সন্ধ্যার জন্য অবিচল বসে থাকা,
সামান্য গন্ধের নিরলস চলা ,
স্বাধীনতা মাঝে মাঝে বিষাদ খেলা....


অতপর: বুকের ভেতর বোবা কান্না ...... হাতির ঝিল, শুভ্রসকাল, ভৃত্য মন...২২ শ্রাবণ-১৪২৬ বাংলা..

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বোবা কান্না করা ছাড়া আর কিছুই করার নাই। হ্যা আরেকটি আছে তা হচ্ছে “অপেক্ষা - - - - - - - - -

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবিটা দেখে কষ্ট হলো, কিচ্ছু করার নেই। কিছু করতে চাইলে মাইরা ফালাইব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.