নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

জল হয়ে ভেসে বেড়াবো

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২৩


চারদিকে প্লাবন বয়ে যায় শ্রাবণের পরিপক্ব যৌবনে,
তাই অম্লান বদনে ভাসিয়ে নিয়ে যাও আমাকে ;
পৃথিবীর সব দেশে মহাদেশে এমনকি কোনা উপ-কোনায়,
হোক সে যাই হোক আমি যেতে চাই আবারও
বৃন্দাবন, সারাক্কি, জয় নগর, এম জি রোড ।

সিঙ্গাপুরের বালার রেস্তোরায় সন্তোষকে দেখবো আবার,
যে কিনা উড়ে এসে সুখের লাগি রাঁধতে থাকে একনাগাড়ে;
জল আর ঘাম এক হয়ে স্যাঁতস্যাঁতে শরীরে রাঁধে আর কাঁদে।
আমি যেতে চাই আবারো মনের বিক্রিয়ার কাতং হোস্টেল, ফুডকোর্ট,
কবি রানায় আরো কিছু মাতাল সন্ধ্যা কাটাবো কাশবার বারকোড,
যে মালয় বৃদ্ধ ক্ষুধার্ত যুবককে দু টুকরো স্যান্ডউইচ দিয়েছিল যাব তার কাছে,
নাতালি বৃদ্ধা সান বয় ডেকেছিল একদিন ,
নাতালি মৃত আজ মহাকালে।
তবুও জল হয়ে ভেজাতে চাই তাঁর সবুজ কবর, আশপাশ আবার কাঁদুক
এবং কাঁদুক অনাহুত যে জীবন কাটিয়েছিল তার অভিশাপে সিংগাপুর।

জল হয়ে যাব আবার সোজা কাঁঠাল বাগান ঢালে অন্ধ গলিতে,
ফিরে দেখতে চাই ৬ ফুট বাই ৬ ফুট ঘরে স্মৃতি ধুলো এলোমেলো,
ধরতে চাই প্রতিটি সময় পা হারানো হালিমের দীর্ঘশ্বাস,
খালাম্মার আকণ্ঠ বেঁচে থাকার লড়াই অথবা মৃত্যুর।
তারপর সারাদিন ধানমন্ডি আট-নাম্বার রাস্তায় রক্তকরবীর রাজা উড়ানো
হৃদয়ে থাকবে নন্দিনীর ভাঙ্গা কঙ্কণ আমি জল হয়ে ভাসবো আবার;
দেখতে চাই শুরুটা শুরু ছিল কিনা, ভুল গুলো ভুল ছিলনা।
অপেক্ষার পালাবদলে পেতে চাই প্রতিটি নি:শ্বাসে মাদকতায়,
আমি চাই জলের তোরে মৃত্যু হোক সমস্ত জাগতিক অস্থিরতার,
আমি চাই মৃত্যুর মিছিল ঠেলে সবার সামনে থাকুক,
আমি চাই শবদাহের সাথে জেগে উঠুক স্বপ্ন প্রেত্মারা।

এভাবেই চাইতে চাইতে হয়তো বাস্তব ধরা দেবে,
গভীর ভাবে দমাদম শব্দ করে দাঁড়াবে বর্তমান,
প্রতিধ্বনিত হবে অবস্থান নতুন নাম করন জীবন,
আকালের মাকাল ফল পচে যাবে হবে উর্বর জমিন,
জমিনে হবে সদ্য জন্ম ফল বেহেস্তের ফল,
পৃথিবীর সমস্ত মৃত স্বপ্নেরা গন্ধে গন্ধে নাচবে,
তাদের হৃদয়ের অক্সিজেন বেড়ে যাবে,
অশরীরী মস্তিষ্ক বলবে ডান কোটরের কথা।

আবেদন করবে চিৎকার এবং আন্দোলন চলবে,
আমরণ অনশনে ঈশ্বরের দরজায় কড়া নাড়বে
ঠক ঠক ঠক তারপর দাম দাম দমাদম,
সদর দরজা খুলে যাবে ঈশ্বর শুনবেন কথা।

ঘোষিত হবে সংবিধান সংশোধিত হবে
আজ থেকে সকল স্বপ্নেরা বেঁচে উঠবে,
সকল স্বপ্নের বাস্তবায়ন এখন থেকেই হবে,;
আর আমি জল হয়ে ভেসে বেড়াবো ,
পৃথিবীর সব দেশে মহাদেশে এমনকি কোনা উপ-কোনায়।

________________________________________________________
অতপর: ইচ্ছেরা ডানা মেলে..... ২ ভাদ্র ১৪২৬ বাংলা..ভ্রান্ত সময়. হাতিরঝিল লিংক রোড......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনার নিক নিয়ে একটি পোষ্ট দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.