নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

অভিনেতা

২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৬


ক্যামেরা ফল, অন, কাঠ-বোর্ড বাজলো,
তারপর কি ভয়ংকর ডাটাবেজ একশন;
মানুষটি মেকআপ মাখা হাতে আটকে আছে,
বৃষ্টি পরছে চুল ধরে, এঁকে বেঁকে কাদা মাটিতে;
কস্টিউম স্যাঁতস্যাঁতে আধ ভেজা পাউডারে।

তুমি হাস, তুমি কাঁদ, তুমি ভাস, তুমি বাস,
আমি হাসি ,আমি কাঁদি, আমি ভাসি ,আমি বাসি;
তাকিয়ে থাকি চোখের দিকে, তাকিয়ে থাকে মন,
তরঙ্গ থেকে তরঙ্গে বিস্মরণ ,এ এক তরুন নবায়ন।

অদূরে দাঁড়ায় ছায়া মূর্তি গুলিয়ে ফেলে,
বজ্রাঘাতে নিউমেরিক অংক দানায় হাতড়ায়,
কৈশোরের সন্ন্যাস যাপন, প্রথম অবগাহন;তখন থেকে
জল স্নাত কীটের মত গুনেই যাচ্ছে গুনেই যাচ্ছে।
বলতে পার ? জীবনের হাতে কত গুলো ঝর্না আছে?

তপ্ত মরু চিরে বৃষ্টি চুইয়ে পরে একটা দুটো,
তারপর গুটি গুটি করে উপস্থিত আরও কয়েকজন;
অতঃপর সুটি মেরে ঝুটি বেঁধে সে আসে ,
প্রগলভা নারীর মত ঝাপ দেয় কল্পিত জগতে

তুমি এলে আবার চলেও গেলে,
মাঝখানে লন্ডভন্ড অভিনয় আর অভিনয়,
লাস্ট বোর্ড কার্ড বোর্ডে একশানে মাতম,
দর্শক হাততালি চারদেয়ালের জীবন।

কি হবে, কি হবে ,হবে কি শেষ দৃশ্যে,
কি ভয়ংকর এই সব কি বলছে গর্ধব?
বৃষ্টি বুঝি আজ এলোই ,অনেক বৃষ্টি,
চোখ বুজে শেষ হলে এ জীবনের সৃষ্টি।


অতঃপর:
ভালো লাগার মানুষ গুলো একে একে হারিয়ে যায়,
রঙ্গিন দুনিয়া সবুজের হাহাকার এ এক অপার্থিব ছারখার

হাতির ঝিল লিংক রোড,তপ্ত আধ ভেজা দুপুর,

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলিউড অভিনেতা ইরফান খানরে
অকাল মৃত্যুতে গভীর শোকাহত।
তার আত্মার শান্তি কামনা করছি।

২| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

নেওয়াজ আলি বলেছেন: প্রিয় এবং শক্তিশালী অভিনেতা । দোয়া রহিল।

৩| ২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ভাবে আপনি ভালোবাসার প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.