নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

এসো বন্ধুতা পাতি

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:০৯


এসো বন্ধুতা পাতি, থাকনা বাস্তবতা ,চাওয়া পাওয়া, হিসেব নিকেশ;
বলি দুটি কথা আর একবার, জমে থাকা মেঘ দিই কিছু,
কত কথা বাকি ছিল বলা ,কত কথা বলা যায় এ অবেলায়,
বহি-মিয়ান খেয়ালী ঝড়ে আর একবার চল পাল্টাই ।

শোন আমি আমার দরজা বন্ধ করি , রুদ্ধ করিনা,
অবিরাম কড়া না নেরে- হৃদয় মোচর দাও, খুলে যাবে;
অবশ্য জানি প্রথমে রুদ্ধ লাগে চোখে, স্পর্শে পাহাড় সমান,
তারপরেও ধাক্কা দাও আস্তে করে, খুলে যাবে মনের দুয়ার।

এখানে হাওয়া আছে, লিলুয়া বাতাস বিবাগী;
ফুর ফুরে লোমকূপ, আধ আধ কৃষ্ণ চুড়া রংমশালে,
নিতে পার যত খুশি কুড়িয়ে- সবুজ পাতা, লাল পাপড়ি;
এক গোছা গুজে দাও তোমার চঞ্চল খোপায় ,
হারিয়ে যাক এক বোহেমিয়ান উপােসী ঠোঁট আটকায়।

আমার নীল আকাশে লক্ষ্মী পেঁচা ঘুড়ি উড়তেই থাকুক,
নাটাই নিয়ে যা ইচ্ছে তাই করো, দুলবে তবু উড়বে;
তুমি চাইলে একে একে তোমার পাশে, বেয়াড়া যতো অন্যর সুতো,
হেঁচকা টানে এক ঝটকায় নিয়ে আসবে পেঁচিয়ে ধরে
দিশেহারা উল্লাসে বলবে দেখ কেটেছি, মস্তকের মত ঝোলাবে ঘরে।
আবার এও করতে পার এক ঠায় দাঁড়ানো লক্ষ্মীর পাশে;
হাজার রঙ্গের ঘুড়ি পিছল, তুমি দেখবে আর বলবে নাহ আর কাটা কাটি না, এই ভালো ।

আমার বালুকা বিচে পাথর বিছিয়ে কত শত গল্প, মুচকি হাসি, হুম করতে পার;
ঠোটের নিচে চম্পাবরণ তিল, চমকে এলে চোখে লাগে, চুল উড়ে ভালো লাগে,
তারপরেও লাগাতে পার যাকে তাকে আমার শ্বেত চন্দন,
আবার আমায় শুধু আমায় দাও তোমার প্রশ্রয় আবরণ।

অষ্টপ্রহর নীল জলে , পুকুরটি বসে থাকে প্রাচীন ঘাটে,
চাইলে তাকে হাতের ভাঁজে বানাতে পার ঝর্না , উষ্ণ হোক কিংবা নাহাক,
বানাতে পার সমুদ্র, হ্রদ, হাওর কিংবা রাস্তার পাশে জমে যাওয়া হুহু করা বৃষ্টি ছাট,
তবে এও পার ডুব দিতে ঠাণ্ডা জলে, আমার আড়ষ্ট পুকুরের আরও ভেতরে,
ভেজা চুলে জলে ভাসিয়ে দাও, শান্ত হোক মন, স্নিগ্ধ হই আর একবার বেহাগে।

তপ্ত দুপুর:হাতির ঝিল,২৬ বৈশাখ ১৪২৭ বাংলা,

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ রাত ৮:১৭

নেওয়াজ আলি বলেছেন: বন্ধুত্ব করুণ কিন্তু ঠোঁটের নিচে তিল খুজতে গেলেই করোনা । চমৎকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.